ETV Bharat / state

Chhath Puja 2022: ছটপুজোয় শিবপুর ঘাটে গঙ্গায় ডুবে মহিলার মৃত্যু - Woman Drowns in Hooghly River at Shibpur Ghat

হাওড়ায় শিবপুর ঘাটে জলে তলিয়ে মৃত্যু হল এক মহিলার (Woman Drowns in Hooghly River at Shibpur Ghat) ৷ জানা গিয়েছে, পুজো দিতে এসে স্নান করতে নেমেছিলেন তিনি ৷ হঠাৎ করেই তিনি জলে তলিয়ে যান ৷ প্রায় 20-25 মিনিটের চেষ্টার পর তাঁকে অজ্ঞান অবস্থায় জল থেকে তোলা হয় ৷ হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলাকে মৃত ঘোষণা করা হয় ৷

chhath-puja-2022-woman-drowns-in-hooghly-river-at-shibpur-ghat-in-howrah
chhath-puja-2022-woman-drowns-in-hooghly-river-at-shibpur-ghat-in-howrah
author img

By

Published : Oct 30, 2022, 7:22 PM IST

Updated : Oct 30, 2022, 7:42 PM IST

শিবপুর, 30 অক্টোবর: ছটপুজোর (Chhath Puja 2022) শুরুতেই বিপত্তি হাওড়ার শিবপুরে গঙ্গার ঘাটে ৷ রবিবার হাওড়া শিবপুর ঘাটে ছট পুজোর স্নান করতে এসে জলে তলিয়ে যান এক মহিলা (Woman Drowns in Hooghly River at Shibpur Ghat) ৷ যদিও তাঁর পরিচয় জানা যায়নি ৷ পুলিশ সূত্রে খবর, তাঁকে ডুবতে দেখে ঘাটে উপস্থিত অন্যান্যরা জলে ঝাঁপ দিয়ে বাঁচানোর চেষ্টা করেন ৷ জল থেকে তোলাও হয় ওই মহিলাকে ৷ এরপর তাঁকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ খবর পেয়ে পুলিশ শিবপুর ঘাটে পৌঁছয় ৷ হাসপাতালে গিয়ে মহিলার দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে হাওড়া সিটি পুলিশ ৷ ঘটনায় ছটপুজোয় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিবপুর গঙ্গার ঘাটে পুজো করতে আসা বিনোদ মেহতা জানান, খুবই মর্মান্তিক ঘটনা ঘটল ছটপুজোর দিনেই ৷ ওই মহিলা ঘাটের কাছেই দাঁড়িয়ে ছিলেন ৷ বিনোদ মেহতা তাঁকে দেখেও ছিলেন ৷ ওই মহিলা পুজা করতে গঙ্গার জলে নেমেছিলেন ৷ আচমকাই কোনওভাবে তিনি জলে ডুবে যান ৷ প্রায় 20-25 মিনিটের চেষ্টার পর ঘাটে উপস্থিত কয়েকজন যুবক ওই মহিলাকে জল থেকে তুলে আনতে সফল হন বলে জানান তিনি ৷ কিন্তু, জল থেকে তোলার পর ওই মহিলার শ্বাসপ্রশ্বাস চলছিল কি না, তা বলতে পারেননি ঘাটে উপস্থিত কেউই ৷ তবে, ঘটনার সময় ঘাটে পুলিশ ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি ৷

ঘাটে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বান্টি তিওয়ারি জানান, ওই মহিলা বাঙালি ছিলেন ৷ তিনি পুজো দিতেই ঘাটে এসেছিলেন ৷ শিবপুরে মহিলাদের স্নানের যে নির্দিষ্ট ঘাট রয়েছে সেখানেই তিনি পুজোর জন্য নেমেছিলেন বলে জানান বান্টি তিওয়ারি ৷ তিনি জানান, মুহূর্তের মধ্যেই ওই মহিলা জলে ডুবে যায় ৷ তাঁকে ডুবে যেতে দেখে প্রায় 20 জন যুবক জলে ঝাঁপ দেয় ৷ জলে নামলেও তাঁকে তুলে আনতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী যুবকদের ৷

ছটপুজোয় শিবপুর ঘাটে গঙ্গায় ডুবে মহিলার মৃত্যু

আরও পড়ুন: ছটপুজোর আগে ঘাট পরিদর্শনে রায়গঞ্জের পুলিশ সুপার

ওই মহিলা একাই স্নান করতে এসেছিলেন বলে মনে করছেন ঘাটে উপস্থিত সকলে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও তাঁর পরিবারের কোনও সদস্যকে পাওয়া যায়নি ৷ ঘটনায় শিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ওই মহিলার পরিচয় ও পরিবারের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে শিবপুর থানা এলাকায় মহিলার খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা ৷ মনে করা হচ্ছে তিনি ওই এলাকারই বাসিন্দা ৷

শিবপুর, 30 অক্টোবর: ছটপুজোর (Chhath Puja 2022) শুরুতেই বিপত্তি হাওড়ার শিবপুরে গঙ্গার ঘাটে ৷ রবিবার হাওড়া শিবপুর ঘাটে ছট পুজোর স্নান করতে এসে জলে তলিয়ে যান এক মহিলা (Woman Drowns in Hooghly River at Shibpur Ghat) ৷ যদিও তাঁর পরিচয় জানা যায়নি ৷ পুলিশ সূত্রে খবর, তাঁকে ডুবতে দেখে ঘাটে উপস্থিত অন্যান্যরা জলে ঝাঁপ দিয়ে বাঁচানোর চেষ্টা করেন ৷ জল থেকে তোলাও হয় ওই মহিলাকে ৷ এরপর তাঁকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ খবর পেয়ে পুলিশ শিবপুর ঘাটে পৌঁছয় ৷ হাসপাতালে গিয়ে মহিলার দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে হাওড়া সিটি পুলিশ ৷ ঘটনায় ছটপুজোয় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিবপুর গঙ্গার ঘাটে পুজো করতে আসা বিনোদ মেহতা জানান, খুবই মর্মান্তিক ঘটনা ঘটল ছটপুজোর দিনেই ৷ ওই মহিলা ঘাটের কাছেই দাঁড়িয়ে ছিলেন ৷ বিনোদ মেহতা তাঁকে দেখেও ছিলেন ৷ ওই মহিলা পুজা করতে গঙ্গার জলে নেমেছিলেন ৷ আচমকাই কোনওভাবে তিনি জলে ডুবে যান ৷ প্রায় 20-25 মিনিটের চেষ্টার পর ঘাটে উপস্থিত কয়েকজন যুবক ওই মহিলাকে জল থেকে তুলে আনতে সফল হন বলে জানান তিনি ৷ কিন্তু, জল থেকে তোলার পর ওই মহিলার শ্বাসপ্রশ্বাস চলছিল কি না, তা বলতে পারেননি ঘাটে উপস্থিত কেউই ৷ তবে, ঘটনার সময় ঘাটে পুলিশ ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি ৷

ঘাটে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বান্টি তিওয়ারি জানান, ওই মহিলা বাঙালি ছিলেন ৷ তিনি পুজো দিতেই ঘাটে এসেছিলেন ৷ শিবপুরে মহিলাদের স্নানের যে নির্দিষ্ট ঘাট রয়েছে সেখানেই তিনি পুজোর জন্য নেমেছিলেন বলে জানান বান্টি তিওয়ারি ৷ তিনি জানান, মুহূর্তের মধ্যেই ওই মহিলা জলে ডুবে যায় ৷ তাঁকে ডুবে যেতে দেখে প্রায় 20 জন যুবক জলে ঝাঁপ দেয় ৷ জলে নামলেও তাঁকে তুলে আনতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী যুবকদের ৷

ছটপুজোয় শিবপুর ঘাটে গঙ্গায় ডুবে মহিলার মৃত্যু

আরও পড়ুন: ছটপুজোর আগে ঘাট পরিদর্শনে রায়গঞ্জের পুলিশ সুপার

ওই মহিলা একাই স্নান করতে এসেছিলেন বলে মনে করছেন ঘাটে উপস্থিত সকলে ৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েও তাঁর পরিবারের কোনও সদস্যকে পাওয়া যায়নি ৷ ঘটনায় শিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ওই মহিলার পরিচয় ও পরিবারের খোঁজ শুরু করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে শিবপুর থানা এলাকায় মহিলার খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা ৷ মনে করা হচ্ছে তিনি ওই এলাকারই বাসিন্দা ৷

Last Updated : Oct 30, 2022, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.