ETV Bharat / state

পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 2 বছর পরও নিয়োগপত্র মেলেনি, বিক্ষোভ চাকরিপ্রার্থীদের - বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

2017 সালের অগাস্ট মাসে তাঁরা রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৷ কিন্তু, এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেওয়ার কোনও নিয়োগপত্র তাঁদের পাঠানো হয়নি । তাই আজ হাওড়া বঙ্কিম সেতুর নীচে বিক্ষোভ দেখালেন অপেক্ষারত চাকরি প্রার্থীরা ৷

হাওড়ায় বিক্ষোভ চাকরিপ্রার্থীদের
author img

By

Published : Sep 9, 2019, 5:13 PM IST

Updated : Sep 9, 2019, 5:54 PM IST

হাওড়া, 9 সেপ্টেম্বর : গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 2017 সালে ৷ কিন্তু, এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেওয়ার জন্য পাননি কোনও নিয়োগপত্র ৷ তাই আজ হাওড়া বঙ্কিম সেতুর নীচে বিক্ষোভ দেখালেন ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা ৷

তাঁদের অভিযোগ, 2017 সালের অগাস্ট মাসে তাঁরা রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৷ কিন্তু, এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেওয়ার কোনও নিয়োগপত্র তাঁদের পাঠানো হয়নি । তাঁদের মতো প্রায় 2000 প্রার্থী এখনও অপেক্ষারত । তাঁদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে বোর্ডের অফিস থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত গেছেন তাঁরা ৷ কিন্তু, এখনও পর্যন্ত এই সমস্যার কোনও সুরাহা হয়নি । এই বিষয়ে "দিদিকে বলো"-তেও ফোন করেছেন ৷ কিন্তু সেখান থেকেও তাঁদের বারবার মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে ৷

ভিডিয়োয় শুনুন সনাতন মাদ্দার বক্তব্য

তাঁদের দাবি, অপেক্ষারত প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে৷ এই দাবি নিয়ে আজ তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ৷ কিন্তু, পথে পুলিশ 144 ধারার অজুহাত দিয়ে বাধা দেয় বলে অভিযোগ ৷ চাকরিপ্রার্থী সনাতন মাদ্দা বলেন, "গোটা রাজ্যেই যেন 144 ধরা জারি হয়েছে । আমাদের মৌখিক জানানো হয়েছিল নিয়োগপত্র দেওয়া হবে ৷ বিগত সাত দিন ধরে বলা হচ্ছে আমরা চাকরি পাব ৷ বাড়িতে চিঠি যাবে । কিন্তু কিছুই হচ্ছে না ৷ আমরা রাজ্য সরকারের এই অনৈতিক পদ্ধতিকে ধিক্কার জানাচ্ছি ৷"

হাওড়া, 9 সেপ্টেম্বর : গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 2017 সালে ৷ কিন্তু, এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেওয়ার জন্য পাননি কোনও নিয়োগপত্র ৷ তাই আজ হাওড়া বঙ্কিম সেতুর নীচে বিক্ষোভ দেখালেন ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা ৷

তাঁদের অভিযোগ, 2017 সালের অগাস্ট মাসে তাঁরা রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৷ কিন্তু, এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেওয়ার কোনও নিয়োগপত্র তাঁদের পাঠানো হয়নি । তাঁদের মতো প্রায় 2000 প্রার্থী এখনও অপেক্ষারত । তাঁদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে বোর্ডের অফিস থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত গেছেন তাঁরা ৷ কিন্তু, এখনও পর্যন্ত এই সমস্যার কোনও সুরাহা হয়নি । এই বিষয়ে "দিদিকে বলো"-তেও ফোন করেছেন ৷ কিন্তু সেখান থেকেও তাঁদের বারবার মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে ৷

ভিডিয়োয় শুনুন সনাতন মাদ্দার বক্তব্য

তাঁদের দাবি, অপেক্ষারত প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে৷ এই দাবি নিয়ে আজ তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ৷ কিন্তু, পথে পুলিশ 144 ধারার অজুহাত দিয়ে বাধা দেয় বলে অভিযোগ ৷ চাকরিপ্রার্থী সনাতন মাদ্দা বলেন, "গোটা রাজ্যেই যেন 144 ধরা জারি হয়েছে । আমাদের মৌখিক জানানো হয়েছিল নিয়োগপত্র দেওয়া হবে ৷ বিগত সাত দিন ধরে বলা হচ্ছে আমরা চাকরি পাব ৷ বাড়িতে চিঠি যাবে । কিন্তু কিছুই হচ্ছে না ৷ আমরা রাজ্য সরকারের এই অনৈতিক পদ্ধতিকে ধিক্কার জানাচ্ছি ৷"

Intro:পশ্চিমবঙ্গ গ্রুপ ডি র নিয়োগে নির্বাচিত হওয়ার পরেও এখনো নিয়োগ পত্র হাতে না পাওয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ওয়েটিংয়ে থাকা চাকুরিপ্রার্থীরা। তারা আজকে হাওড়ার বঙ্কিম সেতুর নীচে অবস্থান বিক্ষোভ করেন।
Body:তাদের অভিযোগ গত ২০১৭ সালে অগাস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও আজ অব্দি রাজ্য সরকার তাদের চাকরির নিয়োগপত্র পাঠায় নি। সেই লিস্ট নিয়ে কোনো কাজও করে নি। তাদের আরো অভিযোগ ২০১৭ সালের পর থেকে যে প্রথম লিস্ট বেরিয়েছে তাতে তাদের কারও নামে নেই। তাদের মতো প্রায় আরো ২০০০ প্রার্থী অপেক্ষারত। তারা দাবি করছেন তারা বোর্ডের অফিস থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি অব্দি গেছেন কিন্তু এখনো অব্দি তাদের সমস্যার কোনো সুরাহা হয় নি। এরপরে তারা দিদি কে বলো তেও ফোন করেছেন বলে জানান কিন্তু বহুবার ফোন করার পরেও মিথ্যে আশ্বাস ছাড়া আর কিছুই পাচ্ছেন না বলে তাদের অভিযোগ। তারা প্রায় এক বছর ধরে এই ভাবে ভোগান্তি তে ভুগছে তারা বলে দাবি করেন।
তাদের মুখ্য দাবি যে যতজন এভাবে অপেক্ষারত হয়ে আছে তাদের কে অবিলম্বে নিয়োগপত্র দেওয়া। এছাড়া নন ভ্যাকেনসি ও ছেড়ে দেওয়া প্রার্থী নিয়ে মত ৫৭৮ টি নিয়োগ অবিলম্বে হোক তারা চাইছেন। এবং এই কাজ টি অবিলম্বে শুরু হোক তারা দাবি করছেন। আজকে তারা নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে যেতে চেয়েছিলেন কিন্তু পুলিশের থেকে তারা বাধাপ্রাপ্ত হন। ১৪৪ ধারার অজুহাতে তাদেরকে যেতে দেওয়া হয় নি বলে তারা জানান। তাদের মনে হয়েছে যে গোটা রাজ্যেই যেন ১৪৪ ধরা জারি হয়েছে। তারা আরো অভিযোগ করেন যে তাদের কে প্রাথমিকভাবে মৌখিক জানানো হয়েছিল তাদের কে নিয়োগ পত্র দেওয়া হবে কিন্তু বিগত সাত দিন ধরে তাদের কে বলা হচ্ছে যে যে চাকরি পাবে তাদের বাড়িতেই শুধু চিঠি যাবে। বাকিদের কাউকে বা নির্বাচিত প্রার্থীকেও এস এম এসের মাধ্যমেও জানানো হবে না। তারা রাজ্য সরকারের এই অনৈতিক পদ্ধতিকে ধিক্কার জানাচ্ছেন বলে জানান।Conclusion:
Last Updated : Sep 9, 2019, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.