হাওড়া, 9 সেপ্টেম্বর : গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 2017 সালে ৷ কিন্তু, এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেওয়ার জন্য পাননি কোনও নিয়োগপত্র ৷ তাই আজ হাওড়া বঙ্কিম সেতুর নীচে বিক্ষোভ দেখালেন ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরা ৷
তাঁদের অভিযোগ, 2017 সালের অগাস্ট মাসে তাঁরা রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৷ কিন্তু, এখনও পর্যন্ত চাকরিতে যোগ দেওয়ার কোনও নিয়োগপত্র তাঁদের পাঠানো হয়নি । তাঁদের মতো প্রায় 2000 প্রার্থী এখনও অপেক্ষারত । তাঁদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে বোর্ডের অফিস থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত গেছেন তাঁরা ৷ কিন্তু, এখনও পর্যন্ত এই সমস্যার কোনও সুরাহা হয়নি । এই বিষয়ে "দিদিকে বলো"-তেও ফোন করেছেন ৷ কিন্তু সেখান থেকেও তাঁদের বারবার মিথ্যে আশ্বাস দেওয়া হয়েছে ৷
তাঁদের দাবি, অপেক্ষারত প্রার্থীদের নিয়োগপত্র দিতে হবে৷ এই দাবি নিয়ে আজ তাঁরা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান ৷ কিন্তু, পথে পুলিশ 144 ধারার অজুহাত দিয়ে বাধা দেয় বলে অভিযোগ ৷ চাকরিপ্রার্থী সনাতন মাদ্দা বলেন, "গোটা রাজ্যেই যেন 144 ধরা জারি হয়েছে । আমাদের মৌখিক জানানো হয়েছিল নিয়োগপত্র দেওয়া হবে ৷ বিগত সাত দিন ধরে বলা হচ্ছে আমরা চাকরি পাব ৷ বাড়িতে চিঠি যাবে । কিন্তু কিছুই হচ্ছে না ৷ আমরা রাজ্য সরকারের এই অনৈতিক পদ্ধতিকে ধিক্কার জানাচ্ছি ৷"