হাওড়া, 10 সেপ্টেম্বর: আমতার নিহত ছাত্রনেতা আনিশ খানের কাকার ছেলে সলমান খানের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল । অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়ার চেষ্টা করা হয় । ঘটনায় গুরুতর আহত হন সলমান খান ((Brother of Anish khan attacked)। এদিকে আনিশ খানকে খুন করেছে রাজ্য সরকার ফের একবার এমনটাই দাবি করলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় ।
সলমানের বাবা জালেম খানের অভিযোগ, রাত 1.30 নাগাদ বাড়ি থেকে বাথরুমে যাওয়ার সময় সলমানের ওপর অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা । তাঁর ছেলের মাথায় ধারাল অস্ত্রের কোপ দেওয়ার চেষ্টা করা হয় । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
আরও পড়ুন: সিবিআই নয়, আনিশ খানের মৃত্যুর তদন্তে সিটেই আস্থা হাইকোর্টের
সলমান আগে থেকেই আক্রান্ত হওয়ার আশঙ্কা করছিলেন । সেই মর্মে স্থানীয় কুশবেড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতাদের নামে থানায় অভিযোগও দায়ের করেন তিনি । কিন্তু আমতা থানা কোনও নিরাপত্তা দেয়নি বলে অভিযোগ ।
অন্যদিকে, মিনাক্ষীর দাবি, আনিশ খানকে খুন করেছে রাজ্য সরকার । আনিশ খান খুনের মূল সাক্ষী তাঁর ভাইকেও খুন করার চক্রান্তের ঘটনা ঘটল । বাড়ির সামনে পুলিশ পিকেট থাকা সত্ত্বেও কার এত হিম্মত যে আনিশের ভাইকে খুনের চেষ্টা করল?
আরও পড়ুন: আনিশ কাণ্ডের ছায়া এবার দক্ষিণ কলকাতায়, থানা ঘেরাও কর্মসূচি বিজেপি-র