ETV Bharat / state

মানসিক অবসাদের জের, স্ত্রীকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ ? - হাওড়া

ছেলে তাপস দাস অফিস থেকে ফিরে দেখেন বাড়ির বাইরের দরজা খোলা ৷ বাড়িতে ঢুকে দেখেন বাবা-মার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ৷ দরজা খুলতেই দেখেন মায়ের দেহ বিছানায় পড়ে রয়েছে । আর তার সামনেই ফ্যানের সঙ্গে ঝুলছে বাবার দেহ ।

হাওড়ার সালকিয়া
হাওড়ার সালকিয়া
author img

By

Published : Aug 20, 2020, 10:14 PM IST

হাওড়া, 20 অগাস্ট: বুধবার রাতে সালকিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় এক দম্পতির দেহ । নাম ধনঞ্জয় দাস ও বাসন্তী দাস । মানসিক অবসাদেই স্ত্রীকে খুন করে ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান । কারণ দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন স্ত্রী ৷ আর সেই থেকেই অবসাদ তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে ।

অসুস্থ স্ত্রী বাসন্তী দাস(৭০) ও এক ছেলেকে নিয়ে সালকিয়ায় থাকতেন ধনঞ্জয় দাস (80) ৷ সালকিয়া হরগঞ্জ বাজারে ফুলের দোকান রয়েছে তাঁর ৷ 12 বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থার কারণে শয্যাশায়ী ছিলেন বাসন্তী দাস । তাঁর নিয়মিত শুশ্রুষা করতেন ধনঞ্জয়বাবু ।

গতরাতে ছেলে তাপস অফিস থেকে ফিরে দেখেন বাড়ির বাইরের দরজা খোলা ৷ বাড়িতে ঢুকে দেখেন বাবা-মার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ৷ দরজা খুলতেই দেখেন মায়ের দেহ বিছানায় পড়ে রয়েছে । আর তার সামনেই ফ্যানের সঙ্গে ঝুলছে বাবার দেহ । এই দেখেই প্রতিবেশীদের খবর দেন তিনি । ঘটনাস্থানে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ ।

বাসন্তী দাসের দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর অসুস্থতার কারণে ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন । আর সেই অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি ।

হাওড়া, 20 অগাস্ট: বুধবার রাতে সালকিয়ার বাড়ি থেকে উদ্ধার হয় এক দম্পতির দেহ । নাম ধনঞ্জয় দাস ও বাসন্তী দাস । মানসিক অবসাদেই স্ত্রীকে খুন করে ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান । কারণ দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছিলেন স্ত্রী ৷ আর সেই থেকেই অবসাদ তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে ।

অসুস্থ স্ত্রী বাসন্তী দাস(৭০) ও এক ছেলেকে নিয়ে সালকিয়ায় থাকতেন ধনঞ্জয় দাস (80) ৷ সালকিয়া হরগঞ্জ বাজারে ফুলের দোকান রয়েছে তাঁর ৷ 12 বছর ধরে বিভিন্ন শারীরিক অসুস্থার কারণে শয্যাশায়ী ছিলেন বাসন্তী দাস । তাঁর নিয়মিত শুশ্রুষা করতেন ধনঞ্জয়বাবু ।

গতরাতে ছেলে তাপস অফিস থেকে ফিরে দেখেন বাড়ির বাইরের দরজা খোলা ৷ বাড়িতে ঢুকে দেখেন বাবা-মার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ৷ দরজা খুলতেই দেখেন মায়ের দেহ বিছানায় পড়ে রয়েছে । আর তার সামনেই ফ্যানের সঙ্গে ঝুলছে বাবার দেহ । এই দেখেই প্রতিবেশীদের খবর দেন তিনি । ঘটনাস্থানে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ ।

বাসন্তী দাসের দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর অসুস্থতার কারণে ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন । আর সেই অবসাদ থেকেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.