আমতা, 28 ফেব্রুয়ারি : হাইকোর্টের নির্দেশ মেনে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিশ খানের দেহ ৷ সোমবার সকালে আনিশের দাদার উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয় ৷ উপস্থিত ছিলেন সিটের সদস্যরা।
এদিন সকাল দশটার কিছু পরে সিটের হাতে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আনিশের দেহ তুলে দেয় তাঁর পরিবার (body of anish khan exhumed from the grave) ৷ প্রথমবারের ময়নাতদন্ত নিয়ে অভিযোগ তুলেছিলেন আনিশের বাবা ৷ বলেছিলেন, তাঁদের না জানিয়ে আনিশের দেহের ময়নাতদন্ত করিয়েছে পুলিশ ৷ সিবিআই তদন্তের দাবিও তোলেন তাঁরা ৷ আনিশের বাবা সেলিম খান জানিয়েছিলেন, সিটের তদন্তে তাঁদের বিশ্বাস নেই ৷
আরও পড়ুন : আনিশ খানের রহস্যমৃত্যুর তদন্তকে ভুল পথে চালানোর চেষ্টা চলছে, অভিযোগ সিটের
বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাও হয় ৷ আদালত সিটের তদন্তেই ভরসা রাখে ও দ্বিতীয় বার আনিশের দেহ ময়নাতদন্তের নির্দেশ দেয় ৷ এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এদিন এই দেহ তোলার প্রক্রিয়া সম্পন্ন হয় ৷ ভিডিওগ্রাফি করা হয় গোটা ঘটনার ৷