হাওড়া, 10 মার্চ : উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের বিজেপির জয়ের উল্লাসে ফেটে পড়লেন এ রাজ্যের বিজেপি কর্মী-সমর্থকরা ৷ জয়োল্লাসে মাতলেন হাওড়ার বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে (Assembly Election Results 2022) বিজেপির সাফল্যে রাজ্য সদর কার্যালয়ে মিষ্টিমুখ করালেন সুকান্ত মজুমদার।
চার রাজ্যের যে ভোটের ফলাফলে হাওড়াতে লাড্ডু বিতরণ করলেন বিজেপি কর্মীরা (Bjp worker) । উড়ল গেরুয়া পতাকা। চলল পথচলতি মানুষদের মধ্যে লাড্ডু বিতরণ। মাখা হল গেরুয়া আবির।
উত্তরপ্রদেশ-সহ উত্তরাখন্ড, গোয়া ও মণিপুরে পুনরায় সরকার গড়তে চলেছে বিজেপি। আর এই খবর প্রকাশ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন হাওড়ার বিজেপির কর্মীরা। তাঁদের দাবি, এই জয় আগামী ২০২৪- এর লোকসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আসার আগাম বার্তা দিল।
আরও পড়ুন : দিদিমণির উল্টোপাল্টা হিন্দি ডুবিয়েছে অখিলেশকে, কটাক্ষ দিলীপের
হাওড়া জেলা বিজেপি কর্মী-সমর্থকরা উড়িয়া পাড়া ও বাঁধাঘাট এলাকায় এই জয়োল্লাস পালন করেছেন বাজি ফাটিয়ে, গান গেয়ে, মিষ্টিমুখ করিয়ে, এক অপরকে আবির মাখিয়ে। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা উমেশ রায়-সহ অন্যান্য নেতৃত্ববর্গ ৷
এর পাশাপাশি বিজেপির সদর কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি (President Of Bharatiya Janata Party) সুকান্ত মজুমদার আসার পরই দলীয় কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। সুকান্ত মজুমদার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিষ্টিমুখও করেন।