হাওড়া, 26 জুন : রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করলেন BJP যুব মোর্চার কর্মীরা । গতকাল হাওড়ার বালিখালের বজরংবলী মন্দিরের সামনে রাস্তার উপর শতাধিক BJP কর্মী বসে পড়ে হনুমান চালিশা পাঠ করেন। তাঁদের অভিযোগ, প্রতি সপ্তাহে একটি বিশেষ দিনে এক সম্প্রদায় রাস্তায় ধর্মীয় আচরণ পালন করে । সেই সময় অসুবিধায় পড়ে অনেক মানুষ ।
BJP-র যুব মোর্চার অভিযোগ, রাস্তা আটকে যাওয়ায় ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে থাকা রোগীরাও রেহাই পান না । তাই এর প্রতিবাদে এবার থেকে প্রতি মঙ্গলবার তারা রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করবে । যতদিন না ওই সম্প্রদায়ের রাস্তায় বসে ধর্মীয় আচরণ পালন বন্ধ হচ্ছে, ততদিন পর্যন্ত রাস্তায় হনুমান চালিশা পাঠ করবে তারা ।
তাদের বক্তব্য, ধর্মীয় আচরণের জন্য বিশেষ জায়গা রয়েছে । সেখানে ধর্মীয় আচর করা উচিত । তাতে কারও কোনও অসুবিধা হয় না ।
রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার তৃণমূল নেতা অরূপ রায় বলেন, BJP কর্মীদের এই কার্যকলাপ বরদাস্ত করা হবে না। বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এগুলো করছে BJP। রাস্তায় আটকে কোনও কাজ করতে গেলে অনুমতি নিতে হয়।