ETV Bharat / state

শিবপুরে দোকান ভাঙচুর ও অবাধে লুট, ভাইরাল ভিডিয়ো - বিজেপি কর্মীর দোকানে অবাধে লুট

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দোকানের মালিক ওই অঞ্চলের একজন সক্রিয় কর্মী । নির্বাচনে শাসকদলের পক্ষে ঝড় ওঠার পরই দলীয় কর্মীর দোকানের উপরে হামলা চলে বলে অভিযোগ বিজেপির ।

শিবপুরে দোকান ভাঙচুর ও অবাধে লুট
শিবপুরে দোকান ভাঙচুর ও অবাধে লুট
author img

By

Published : May 3, 2021, 9:48 PM IST

Updated : May 4, 2021, 8:05 AM IST

শিবপুর, 3 মে : বিজেপি করায় দোকান ভাঙচুর ও অবাধে লুটপাটের অভিযোগ উঠল শিবপুরে । নির্বাচন পরবর্তী হিংসার এই ঘটনা ঘটেছে মধ্য হাওড়া বিধানসভা এলাকায় ।

ভোটের ফলাফল ঘোষণা যখন চলছে, তখনই মধ্য হাওড়া বিধানসভা এলাকায় এক বিজেপি কর্মীর দোকানে চলল ভাঙচুর ও অবাধে লুট । সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয় । বিজেপির অভিযোগ, শিবপুরের জামা কাপড়ের একটি দোকান ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তারপরই চলে অবাধে লুট । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে স্পষ্ট দেখা যায়, বহু যুবক দোকানের শার্টার তুলে দোকান প্রথমে ভাঙচুর চালায় । তারপরই দোকানের জিনিসপত্র লুট শুরু হয় । শুধু তাই নয়, লুটের সামগ্রী নিয়েও চলে কাড়াকাড়ি ৷ শুধু ছেলেরা নয়, ঘটনাস্থলে উপস্থিত অনেক মহিলাও লুটপাটের ঘটনায় সামিল হয় ৷

ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, দোকানের মালিক ওই অঞ্চলের একজন সক্রিয় বিজেপি কর্মী । নির্বাচনে শাসকদলের পক্ষে ঝড় ওঠার পরই দলীয় কর্মীর দোকানের উপরে হামলা চলে বলে অভিযোগ বিজেপির । ভাঙচুরকারীদের হাতে শাসকদলের পতাকাও দেখা যায় ভাইরাল ভিডিয়োতে । ঘটনার সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কর্মীরা । তারা লাঠি উঁচিয়ে দুষ্কৃতীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন । যদিও দোকানের চুরি যাওয়া সামগ্রী সবটা উদ্ধার করা যায়নি বলেই জানা গিয়েছে । পাশাপাশি ওই দোকানের পাশের একটি আবাসনেও দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ ।

আরও পড়ুন : জামালপুরে রাজনৈতিক হিংসার বলি 3

গোটা ঘটনায় শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ ৷ যদিও এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ৷

শিবপুর, 3 মে : বিজেপি করায় দোকান ভাঙচুর ও অবাধে লুটপাটের অভিযোগ উঠল শিবপুরে । নির্বাচন পরবর্তী হিংসার এই ঘটনা ঘটেছে মধ্য হাওড়া বিধানসভা এলাকায় ।

ভোটের ফলাফল ঘোষণা যখন চলছে, তখনই মধ্য হাওড়া বিধানসভা এলাকায় এক বিজেপি কর্মীর দোকানে চলল ভাঙচুর ও অবাধে লুট । সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয় । বিজেপির অভিযোগ, শিবপুরের জামা কাপড়ের একটি দোকান ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । তারপরই চলে অবাধে লুট । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে স্পষ্ট দেখা যায়, বহু যুবক দোকানের শার্টার তুলে দোকান প্রথমে ভাঙচুর চালায় । তারপরই দোকানের জিনিসপত্র লুট শুরু হয় । শুধু তাই নয়, লুটের সামগ্রী নিয়েও চলে কাড়াকাড়ি ৷ শুধু ছেলেরা নয়, ঘটনাস্থলে উপস্থিত অনেক মহিলাও লুটপাটের ঘটনায় সামিল হয় ৷

ভাইরাল ভিডিয়ো

জানা গিয়েছে, দোকানের মালিক ওই অঞ্চলের একজন সক্রিয় বিজেপি কর্মী । নির্বাচনে শাসকদলের পক্ষে ঝড় ওঠার পরই দলীয় কর্মীর দোকানের উপরে হামলা চলে বলে অভিযোগ বিজেপির । ভাঙচুরকারীদের হাতে শাসকদলের পতাকাও দেখা যায় ভাইরাল ভিডিয়োতে । ঘটনার সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের কর্মীরা । তারা লাঠি উঁচিয়ে দুষ্কৃতীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন । যদিও দোকানের চুরি যাওয়া সামগ্রী সবটা উদ্ধার করা যায়নি বলেই জানা গিয়েছে । পাশাপাশি ওই দোকানের পাশের একটি আবাসনেও দুষ্কৃতীরা ভাঙচুর চালায় বলে অভিযোগ ।

আরও পড়ুন : জামালপুরে রাজনৈতিক হিংসার বলি 3

গোটা ঘটনায় শিবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ ৷ যদিও এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ৷

Last Updated : May 4, 2021, 8:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.