হাওড়া, 18 জুন : লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর থেকেই দেশের নানা প্রান্তে বিক্ষোভের ঝড় উঠেছে । ইতিমধ্যেই রাজ্যের নানা জেলায় কুশপুতুল পুড়িয়ে, মিছিল করে সরব হয়েছেন মানুষজন । এবার হাওড়া । আজ BJP যুব মোর্চার তরফে নানা এলাকায় প্রতিবাদ মিছিল চলে। চিনের পতাকা মাড়িয়ে, পরে পুড়িয়ে দেন উত্তেজিত কর্মী-সমর্থকরা ।
মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই লাদাখ সীমান্তে চিন-ভারত সেনার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় । একাধিকবার সেনা ও কূটনৈতিক স্তরে নানা উচ্চ পর্যায়ের বৈঠক হয় । এর মাঝেই গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনার সংঘর্ষে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । এই ঘটনার পর থেকেই দেশের নানা প্রান্তে চিনের দ্রব্য বর্জন সহ একাধিক ইশুতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষজন । আজ চিনের পতাকা পায়ে মাড়িয়ে এবং তাতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামীণ হাওড়ার BJP যুব মোর্চার কর্মী সমর্থকরা । উলুবেড়িয়া, বাউরিয়া, বুড়িখালি এলাকা ও হাওড়ার বেতাইতলা মোড়ে জড়ো হন যুব মোর্চার কর্মী সমর্থকরা । চিন বিরোধী স্লোগানের পাশাপাশি চিন ও চিনের তৈরি দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয় । রাস্তা অবরোধ করা হয় বেশ কিছুক্ষণ ।
BJP কর্মীদের দাবি, চিনের বর্তমান অবস্থান অত্যন্ত নিন্দনীয় । অবিলম্বে চিনের তৈরি সামগ্রী বয়কট করতে হবে । পরে চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের কুশপুতুল পোড়ানো হয় ।
প্রসঙ্গত, হাওড়ায় জেলা BJP-র তরফে গতকাল উত্তর ও মধ্য হাওড়াতেও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় । পাশপাশি গঙ্গার বার্ন স্ট্যান্ডার্ড সংলগ্ন ঘাটে মোমবাতি জ্বালিয়ে শহিদদের শ্রদ্ধা জানানো হয় ।