উলুবেড়িয়া , 30 জুন : উলুবেড়িয়ার বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল শাসকদল । তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত প্রধান প্রশান্ত মণ্ডল, উপপ্রধান দীপিকা মাইতি, সদস্য তনুশ্রী হালদার ও নূরকেশন বেগম । তাঁদের সঙ্গে প্রায় 5 হাজার বিজেপি কর্মী-সমর্থকও যোগ দিলেন তৃণমূলে ।
উলুবেড়িয়ায় তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি । বাসুদেবপুর পঞ্চায়েতে মোট 16 জন সদস্য । 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 10টি, তৃণমূল 4টি , সিপিআই(এম) 1টি এবং নির্দল 1 আসন পায় । আগেই নির্দল সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন ।
আরও পড়ুন : টিকা নিলেন হাওড়ার একশো বছরের সনৎকুমার
ফলে এই মুহূর্তে এই পঞ্চায়েতে শাসক দলের সদস্যের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 জন । 11 জুন উলুবেড়িয়া দু'নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন প্রধান প্রশান্ত মণ্ডল । নূরকেশন বেগম সিপিআই(এম) সদস্য ।