ETV Bharat / state

Political Twist in Howrah: অভিষেকের নবজোয়ারের প্রস্তুতিতে বিজেপির তদারকি ! উলটপুরাণ ডোমজুড়ে

হাওড়ার ডোমজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি স্থলে চলছে প্রস্তুতির কাজ ৷ শুক্রবার সেখানে কাজের তদারকি করল বিজেপি ৷ বঙ্গ রাজনীতির এই উলটপুরাণ ঘিরে হইচই পড়ে গিয়েছে ৷

Political Twist in Howrah
Political Twist in Howrah
author img

By

Published : Jun 2, 2023, 5:07 PM IST

অভিষেকের নবজোয়ারের প্রস্তুতিতে বিজেপির তদারকি ! উলটপুরাণ ডোমজুড়ে

ডোমজুড় (হাওড়া), 2 জুন: তৃণমূলে নবজোয়ার নিয়ে বঙ্গ সফরে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রোড শো থেকে সভা, দলীয় নেতা-কর্মীদের নিয়ে অধিবেশনও করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ প্রতিদিনই এই কর্মসূচি থেকে বিজেপির সমালোচনায় সরব হচ্ছেন ৷ তাঁর বিরুদ্ধে পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে এই কর্মসূচি করার পালটা অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই আবহে একেবারে উলটো ছবি ধরা পড়ল হাওড়ার ডোমজুড়ে ৷ সেখানে অভিষেকের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতির তদারকি করতে দেখা গেল বিজেপির স্থানীয় কয়েকজন নেতাকে ৷

স্বাভাবিকভাবেই এই নিয়ে হাওড়ার রাজনৈতিক উত্তাপ চড়েছে ৷ বিজেপি অবশ্য বিষয়টিকে সৌজন্যমূলক রাজনীতি হিসেবেই ব্যাখ্যা করছে ৷ তবে তৃণমূলের কটাক্ষ, আসলে অভিষেককে সারা বাংলার মানুষ স্বাগত জানাচ্ছেন ৷ সেটা বুঝতে পেরেই গেরুয়া শিবিরের তরফে এই পদক্ষেপ করা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, হাওড়া জেলার ডোমজুড় ব্লক ও জগৎবলভপুর বিধানসভা এলাকার আজাদ কলেজের মাঠে নবজোয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই অভিষেকের ক্যাম্প তৈরি হবে ৷ সেখানেই হবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি ৷ শুক্রবার সেখানেই দেখা গেল বিজেপির কয়েকজন স্থানীয় নেতাকে ৷ কেমন চলছে প্রস্তুতি, তা তাঁরা খতিয়ে দেখলেন ৷

বিজেপির ওই তদারকি দলের নেতৃত্বে ছিলেন জগৎবল্লভপুর তিন নম্বর মণ্ডলের সভাপতি সৈকত দেব ৷ তাঁর দাবি, ‘‘এই এলাকা 2018 সাল থেকে বিজেপির শক্তঘাঁটিতে পরিণত হয়েছে । এখানকার সবকটি বুথে বিজেপি জয়ী হয়েছে । এমনকি যে মাঠে সভা অনুষ্ঠিত হবে, সেই মাঠের মালিকেরাও বিজেপির পদাধিকারী । তাই এটা আমাদের নৈতিক কর্তব্য ৷’’ তিনি আরও জানিয়েছেন যে এর আগে বিধানসভা নির্বাচনের সময় ওই মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হেলিপ্যাড তৈরি করা হয়েছিল ৷ তিনি আরও দাবি করেন, তাঁরা চান রাজ্যে শান্তি বজায় থাকুক ও সব রাজনৈতিক দল তাঁদের কর্মসূচি পালন করুক । তবে এই অনুষ্ঠানের জন্য কোনও লিখিত অনুমতি তাঁদের থেকে নেওয়া হয়নি । তবু তাঁরা মৌখিক সম্মতি জানিয়েছেন ।

আরও পড়ুন: 'ভাইপোর কর্মসূচি ব্যর্থ, এবার কাটমানির নবজোয়ার আনছেন পিসি'; তীব্র কটাক্ষ শুভেন্দুর

এই নিয়ে জগৎবল্লভপুর ব্লকের তৃণমূলের সভাপতি সুবীর চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ‘‘এটা সৌজন্যতা নয় ৷ বরং বিজেপি-সহ রাজ্যের সব বিরোধী দল বুঝতে পেরেছে, শুধু জগৎবল্লভপুর নয় সারা বাংলার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবে । যেভাবে জনজোয়ার কর্মসূচি রাজ্যে জনপ্লাবনে পরিণত হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে আগামিদিনে দেশের ও রাজ্যের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য ভূমিকা নেবেন ৷ তাই সেটাই তাঁরা উপলব্ধি করতে পারছেন ।’’

অভিষেকের নবজোয়ারের প্রস্তুতিতে বিজেপির তদারকি ! উলটপুরাণ ডোমজুড়ে

ডোমজুড় (হাওড়া), 2 জুন: তৃণমূলে নবজোয়ার নিয়ে বঙ্গ সফরে বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রোড শো থেকে সভা, দলীয় নেতা-কর্মীদের নিয়ে অধিবেশনও করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ প্রতিদিনই এই কর্মসূচি থেকে বিজেপির সমালোচনায় সরব হচ্ছেন ৷ তাঁর বিরুদ্ধে পুলিশ-প্রশাসনকে ব্যবহার করে এই কর্মসূচি করার পালটা অভিযোগ তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই আবহে একেবারে উলটো ছবি ধরা পড়ল হাওড়ার ডোমজুড়ে ৷ সেখানে অভিষেকের নবজোয়ার কর্মসূচির প্রস্তুতির তদারকি করতে দেখা গেল বিজেপির স্থানীয় কয়েকজন নেতাকে ৷

স্বাভাবিকভাবেই এই নিয়ে হাওড়ার রাজনৈতিক উত্তাপ চড়েছে ৷ বিজেপি অবশ্য বিষয়টিকে সৌজন্যমূলক রাজনীতি হিসেবেই ব্যাখ্যা করছে ৷ তবে তৃণমূলের কটাক্ষ, আসলে অভিষেককে সারা বাংলার মানুষ স্বাগত জানাচ্ছেন ৷ সেটা বুঝতে পেরেই গেরুয়া শিবিরের তরফে এই পদক্ষেপ করা হয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, হাওড়া জেলার ডোমজুড় ব্লক ও জগৎবলভপুর বিধানসভা এলাকার আজাদ কলেজের মাঠে নবজোয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই অভিষেকের ক্যাম্প তৈরি হবে ৷ সেখানেই হবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি ৷ শুক্রবার সেখানেই দেখা গেল বিজেপির কয়েকজন স্থানীয় নেতাকে ৷ কেমন চলছে প্রস্তুতি, তা তাঁরা খতিয়ে দেখলেন ৷

বিজেপির ওই তদারকি দলের নেতৃত্বে ছিলেন জগৎবল্লভপুর তিন নম্বর মণ্ডলের সভাপতি সৈকত দেব ৷ তাঁর দাবি, ‘‘এই এলাকা 2018 সাল থেকে বিজেপির শক্তঘাঁটিতে পরিণত হয়েছে । এখানকার সবকটি বুথে বিজেপি জয়ী হয়েছে । এমনকি যে মাঠে সভা অনুষ্ঠিত হবে, সেই মাঠের মালিকেরাও বিজেপির পদাধিকারী । তাই এটা আমাদের নৈতিক কর্তব্য ৷’’ তিনি আরও জানিয়েছেন যে এর আগে বিধানসভা নির্বাচনের সময় ওই মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হেলিপ্যাড তৈরি করা হয়েছিল ৷ তিনি আরও দাবি করেন, তাঁরা চান রাজ্যে শান্তি বজায় থাকুক ও সব রাজনৈতিক দল তাঁদের কর্মসূচি পালন করুক । তবে এই অনুষ্ঠানের জন্য কোনও লিখিত অনুমতি তাঁদের থেকে নেওয়া হয়নি । তবু তাঁরা মৌখিক সম্মতি জানিয়েছেন ।

আরও পড়ুন: 'ভাইপোর কর্মসূচি ব্যর্থ, এবার কাটমানির নবজোয়ার আনছেন পিসি'; তীব্র কটাক্ষ শুভেন্দুর

এই নিয়ে জগৎবল্লভপুর ব্লকের তৃণমূলের সভাপতি সুবীর চট্টোপাধ্যায়ের কটাক্ষ, ‘‘এটা সৌজন্যতা নয় ৷ বরং বিজেপি-সহ রাজ্যের সব বিরোধী দল বুঝতে পেরেছে, শুধু জগৎবল্লভপুর নয় সারা বাংলার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবে । যেভাবে জনজোয়ার কর্মসূচি রাজ্যে জনপ্লাবনে পরিণত হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে আগামিদিনে দেশের ও রাজ্যের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখযোগ্য ভূমিকা নেবেন ৷ তাই সেটাই তাঁরা উপলব্ধি করতে পারছেন ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.