ETV Bharat / state

BJP on Panchla Incident: পাঁচলা নিয়ে চাপ আরও বাড়াল বিজেপি, মহিলা কর্মীর উপর নির্যাতনের অভিযোগে সরব শুভেন্দুরা - অমিত মালব্য

BJP puts pressure on TMC Govt over Panchla Incident: মণিপুরের দুই আদিবাসী মহিলার নগ্ন ভিডিয়ো ভাইরালের ঘটনায় অগ্নিগর্ভ দেশ ৷ কঠিন সমালোচনার মুখে বিজেপি ৷ ঠিক এই সময়ই হাওড়ার পাঁচলায় বিজেপি মহিলা কর্মীর উপর নির্যাতন নিয়ে সরব হলেন দলের নেতা-নেত্রীরা ৷

ETV Bharat
বিজেপি
author img

By

Published : Jul 22, 2023, 8:22 AM IST

Updated : Jul 22, 2023, 9:09 AM IST

কলকাতা ও দিল্লি, 22 জুলাই: একদিকে মণিপুরে নারী নির্যাতন। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন চলাকাালীন পশ্চিমবঙ্গের হাওড়ার পাঁচলায় বিজেপি মহিলা কর্মীকে নির্যাতনের অভিযোগ ৷ মণিপুরে নগ্ন মহিলাদের ভিডিয়ো ভাইরালের ঘটনায় পশ্চিমবঙ্গ-সহ বাকি অ-বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রে বিজেপি সরকারের প্রবল সমালোচনা করছে ৷ ঠিক সেই সময় বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দিন পাঁচলায় বিজেপি মহিলা কর্মীকে নির্যাতনের ঘটনা আরও একবার তুলে ধরে তৃণমূলের উপর চাপ বাড়াল গেরুয়া শিবির ৷

  • West Bengal is a scary place. The worst of crimes happen here with women. CM herself is a women and still, women suffer here. This incident shames the state. CM talks about crime at other places but have no time to look into WB.

    When will she get justice, @MamataOfficial ? pic.twitter.com/w64HSV9T56

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক নেতা-নেত্রী এ নিয়ে টুইট করলেন ৷ তার আগে শুক্রবার একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসে দিল্লিতে সাংবাদিকদের সামনে এই মহিলা নির্যাতনের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সকলের সামনেই কেঁদে ফেলেন বিজেপি নেত্রী ৷

  • Mamata Police DGP is lying through his teeth regarding Howrah's Panchla incident.

    Kindly listen to what the lady is saying about her harrowing experience, who contested as a BJP Candidate.

    As far as the lack of evidence is concerned, the Police won't find any because it would… pic.twitter.com/GUTJdPEYiw

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বিজেপির মহিলা প্রার্থীকে বিবস্ত্র করে অত্যাচার, বিস্ফোরক অভিযোগ সুকান্তর

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটারে লিখেছেন, "পশ্চিমবঙ্গ একটা ভয়াবহ জায়াগা ৷ মহিলাদের উপর সবচেয়ে জঘন্যতম অপরাধগুলি এখানে ঘটে ৷ এদিকে মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়েও রাজ্যের মহিলারা নির্যাতন থেকে রেহাই পান না ৷ এই ঘটনা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় অন্য জায়গায় গিয়ে অপরাধ নিয়ে কথা বলেন ৷ কিন্তু নিজের রাজ্যের দিকে তাকানোর সময় তাঁর নেই ৷" সুকান্তর প্রশ্ন, "পাঁচলার নির্যাতিতা কখন বিচার পাবেন?"

একটি সংবাদসংস্থা পাঁচলার ওই নির্যাতিতা মহিলা কর্মীর ভিডিয়ো প্রকাশ করেছে ৷ সেই ভিডিয়ো টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি এই ঘটনা প্রসঙ্গে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে পশ্চিমবঙ্গের ডিজিপিকে সামনে ঠেলে তিনি এর দায় এড়িয়ে যাবেন, তাহলে তিনি ভুল করছেন ৷" এরপর ওই ভিডিয়োয় নির্যাতিতার বক্তব্য তুলে ধরা হয় ৷

ওই মহিলা সাংবাদিকের বলছেন, "ওরা বুথের বাইরে থেকে আমার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় ৷ আমাকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয় ৷ আমার জামাকাপড় ছিঁড়ে দেয় ৷ আমি এক প্রতিবেশীর কাছ থেকে শাড়ি চেয়ে পরে বাড়িতে ফিরেছিলাম ৷ আমার স্বামী সেখানে না-থাকলে ওরা আরও অনেক কিছুই করতে পারত ৷ আমার স্বামীর জন্য বেঁচে গিয়েছে ৷ আমি থানায় এফআইআর দায়ের করেছি ৷" এর জন্য বিজেপি তৃণমূলকেই দায়ী করেছে ৷

পাশপাশি, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাঁচলার মহিলা কর্মী নির্যাতনের ঘটনায় ডিজিপি মনোজ মালব্যকে আক্রমণ করেন ৷ ডিজিপি এই ঘটনা সম্পর্কে একটি সংবাদিকদের বলেন, "8 জুলাই, পঞ্চায়েত নির্বাচনের দিন এক মহিলার উপর নির্যাতনের অভিযোগ উঠেছিল ৷ 14 জুলাই এফআইআর দায়ের হয় ৷ কিন্তু তদন্তে এই নির্যাতনের সমর্থনে কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷"

আরও পড়ুন: 'মমতা নারী নির্যাতনকে ছোট ঘটনা বলেন', বাংলা নিয়ে বলতে গিয়ে চোখে জল লকেটের

এই ভিডিয়োটি পোস্ট করে শুভেন্দু লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ডিজিপি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ৷ পাঁচলার ঘটনায় ওই নির্যাতিতা মহিলা কী বলছেন, সেটা শুনুন ৷ ওই মহিলা বিজেপি প্রার্থী হিসেবে লড়েছিলেন ৷ প্রমাণের অভাব প্রসঙ্গে তিনি জানান, পুলিশ কিছু খুঁজে পায়নি কারণ, এতে রাজ্য সরকার লজ্জায় পড়বে ৷

কলকাতা ও দিল্লি, 22 জুলাই: একদিকে মণিপুরে নারী নির্যাতন। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচন চলাকাালীন পশ্চিমবঙ্গের হাওড়ার পাঁচলায় বিজেপি মহিলা কর্মীকে নির্যাতনের অভিযোগ ৷ মণিপুরে নগ্ন মহিলাদের ভিডিয়ো ভাইরালের ঘটনায় পশ্চিমবঙ্গ-সহ বাকি অ-বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রে বিজেপি সরকারের প্রবল সমালোচনা করছে ৷ ঠিক সেই সময় বাংলায় পঞ্চায়েত নির্বাচনের দিন পাঁচলায় বিজেপি মহিলা কর্মীকে নির্যাতনের ঘটনা আরও একবার তুলে ধরে তৃণমূলের উপর চাপ বাড়াল গেরুয়া শিবির ৷

  • West Bengal is a scary place. The worst of crimes happen here with women. CM herself is a women and still, women suffer here. This incident shames the state. CM talks about crime at other places but have no time to look into WB.

    When will she get justice, @MamataOfficial ? pic.twitter.com/w64HSV9T56

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেক নেতা-নেত্রী এ নিয়ে টুইট করলেন ৷ তার আগে শুক্রবার একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসে দিল্লিতে সাংবাদিকদের সামনে এই মহিলা নির্যাতনের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সকলের সামনেই কেঁদে ফেলেন বিজেপি নেত্রী ৷

  • Mamata Police DGP is lying through his teeth regarding Howrah's Panchla incident.

    Kindly listen to what the lady is saying about her harrowing experience, who contested as a BJP Candidate.

    As far as the lack of evidence is concerned, the Police won't find any because it would… pic.twitter.com/GUTJdPEYiw

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) July 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে বিজেপির মহিলা প্রার্থীকে বিবস্ত্র করে অত্যাচার, বিস্ফোরক অভিযোগ সুকান্তর

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইটারে লিখেছেন, "পশ্চিমবঙ্গ একটা ভয়াবহ জায়াগা ৷ মহিলাদের উপর সবচেয়ে জঘন্যতম অপরাধগুলি এখানে ঘটে ৷ এদিকে মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয়েও রাজ্যের মহিলারা নির্যাতন থেকে রেহাই পান না ৷ এই ঘটনা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় অন্য জায়গায় গিয়ে অপরাধ নিয়ে কথা বলেন ৷ কিন্তু নিজের রাজ্যের দিকে তাকানোর সময় তাঁর নেই ৷" সুকান্তর প্রশ্ন, "পাঁচলার নির্যাতিতা কখন বিচার পাবেন?"

একটি সংবাদসংস্থা পাঁচলার ওই নির্যাতিতা মহিলা কর্মীর ভিডিয়ো প্রকাশ করেছে ৷ সেই ভিডিয়ো টুইট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য ৷ তিনি এই ঘটনা প্রসঙ্গে লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে পশ্চিমবঙ্গের ডিজিপিকে সামনে ঠেলে তিনি এর দায় এড়িয়ে যাবেন, তাহলে তিনি ভুল করছেন ৷" এরপর ওই ভিডিয়োয় নির্যাতিতার বক্তব্য তুলে ধরা হয় ৷

ওই মহিলা সাংবাদিকের বলছেন, "ওরা বুথের বাইরে থেকে আমার চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় ৷ আমাকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয় ৷ আমার জামাকাপড় ছিঁড়ে দেয় ৷ আমি এক প্রতিবেশীর কাছ থেকে শাড়ি চেয়ে পরে বাড়িতে ফিরেছিলাম ৷ আমার স্বামী সেখানে না-থাকলে ওরা আরও অনেক কিছুই করতে পারত ৷ আমার স্বামীর জন্য বেঁচে গিয়েছে ৷ আমি থানায় এফআইআর দায়ের করেছি ৷" এর জন্য বিজেপি তৃণমূলকেই দায়ী করেছে ৷

পাশপাশি, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাঁচলার মহিলা কর্মী নির্যাতনের ঘটনায় ডিজিপি মনোজ মালব্যকে আক্রমণ করেন ৷ ডিজিপি এই ঘটনা সম্পর্কে একটি সংবাদিকদের বলেন, "8 জুলাই, পঞ্চায়েত নির্বাচনের দিন এক মহিলার উপর নির্যাতনের অভিযোগ উঠেছিল ৷ 14 জুলাই এফআইআর দায়ের হয় ৷ কিন্তু তদন্তে এই নির্যাতনের সমর্থনে কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷"

আরও পড়ুন: 'মমতা নারী নির্যাতনকে ছোট ঘটনা বলেন', বাংলা নিয়ে বলতে গিয়ে চোখে জল লকেটের

এই ভিডিয়োটি পোস্ট করে শুভেন্দু লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ডিজিপি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন ৷ পাঁচলার ঘটনায় ওই নির্যাতিতা মহিলা কী বলছেন, সেটা শুনুন ৷ ওই মহিলা বিজেপি প্রার্থী হিসেবে লড়েছিলেন ৷ প্রমাণের অভাব প্রসঙ্গে তিনি জানান, পুলিশ কিছু খুঁজে পায়নি কারণ, এতে রাজ্য সরকার লজ্জায় পড়বে ৷

Last Updated : Jul 22, 2023, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.