ETV Bharat / state

Howrah BJP Leader Arrest: চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ ! গ্রেফতার বিজেপি নেতা - বিজেপি নেতা গ্রেফতার

সরকারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ৷ পুলিশের জালে অভিযুক্ত বিজেপি নেতা (BJP Leader Arrest) সুমিতরঞ্জন কাঁড়ার ৷ হাওড়ার (Howrah) উদয়নারায়ণপুরের ঘটনা ৷

BJP Leader Arrested in Howrah for taking money from job seekers
Howrah BJP Leader Arrest: চাকরির ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ ! পুলিশের জালে বিজেপি নেতা
author img

By

Published : Jun 18, 2022, 4:05 PM IST

হাওড়া, 18 জুন: পরীক্ষা ছাড়াই সরকারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার (BJP Leader Arrest) করল পুলিশ ৷ ধৃতের নাম সুমিতরঞ্জন কাঁড়ার ৷ তাঁকে হাওড়ার (Howrah) বাড়ি থেকেই গ্রেফতার করে উদয়নারায়ণপুর থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ৷ ওই রাতেই ধৃতকে উদয়নারায়ণপুর থানায় নিয়ে আসা হয় ৷ টাকা ফেরতের দাবিতে শনিবার সকালে থানার সামনে বিক্ষোভ দেখান অসংখ্য যুবক ৷ তাঁদের বক্তব্য, সুমিতরঞ্জন তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন ৷

বিক্ষোভকারীদের দাবি, সুমিতরঞ্জন তাঁদের বলেছিলেন, এসএসসি বা টেট দেওয়ার কোনও প্রয়োজনই নেই ! শুধুমাত্র টাকা দিলেই পাওয়া যাবে চাকরি ! একুশের বিধানসভা নির্বাচনে হাওড়ার উদয়নারায়ণপুর আসন থেকে বিজেপি-র প্রার্থী হয়েছিলেন তিনি ৷ চাকরির আশায় টাকা দেওয়া যুবকদের দাবি, সুমিতরঞ্জন তাঁদের বলেছিলেন, ভোটে তাঁর জয় নিশ্চিত ৷ আর বিধায়ক হলেই তিনি প্রাথমিক ও মাধ্যমিকস্তরের স্কুলগুলিতে সকলকে চাকরির বন্দোবস্ত করে দেবেন ৷ এই প্রতিশ্রুতিতে ভরসা রেখেই সুমিতরঞ্জনকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন উদয়নারায়ণপুরের বহু বেকার যুবক ৷ কিন্তু, ভোটে সুমিতরঞ্জন পরাজিত হন ৷ চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনি যাঁদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাঁদের কেউই চাকরি পাননি ৷ ফেরত পাওয়া যায়নি টাকাও ৷ তারই প্রতিবাদে শনিবার বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা ৷

টাকা ফেরতের দাবিতে থানার সামনে বিক্ষোভ ৷

আরও পড়ুন: Upen Biswas: 'সৎ রঞ্জন' কে ? আদালতে দাঁড়িয়েই রহস্য উন্মোচন করলেন উপেন !

বিক্ষোভাকারীরা জানিয়েছেন, মাঝে বেশ কিছুদিন বেপাত্তা ছিলেন সুমিতরঞ্জন ৷ পুলিশ অনেক খোঁজাখুঁজির পর তাঁকে পাকড়াও করতে সমর্থ হয় ৷ ইতিমধ্যে বেশ কয়েকজনকে টাকা ফেরত দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকার চেক দেন সুমিতরঞ্জন ৷ কিন্তু, সেই সমস্ত চেকই বাউন্স করে ৷

এদিন উদয়নারায়ণপুর থানা থেকেই সুমিতরঞ্জনকে হাওড়া আদালতে নিয়ে যাওয়া হয় ৷ প্রবল বিক্ষোভের মধ্য়ে রীতিমতো পুলিশের পাহারায় তাঁকে প্রিজন ভ্যানে তুলতে হয় ৷ বিক্ষোভকারীদের বক্তব্য, আইন তার মতো শাস্তি দেবে সুমিতরঞ্জনকে ৷ কিন্তু, তাঁরা চান, প্রশাসন আগে তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক ৷ কিন্তু, প্রশ্ন হল, একজন নেতা বললেন এসএসসি, টেট দিতে হবে না, শুধুমাত্র টাকা দিলেই স্কুলে শিক্ষকতার চাকরি পাওয়া যাবে, আর এলাকার শিক্ষিত যুবকরাও তা মেনে নিলেন ! কেন এমন একটি আজব প্রলোভনে পা-দিলেন তাঁরা ? এর সদুত্তর মেলেনি ৷

হাওড়া, 18 জুন: পরীক্ষা ছাড়াই সরকারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার (BJP Leader Arrest) করল পুলিশ ৷ ধৃতের নাম সুমিতরঞ্জন কাঁড়ার ৷ তাঁকে হাওড়ার (Howrah) বাড়ি থেকেই গ্রেফতার করে উদয়নারায়ণপুর থানার পুলিশ ৷ ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ৷ ওই রাতেই ধৃতকে উদয়নারায়ণপুর থানায় নিয়ে আসা হয় ৷ টাকা ফেরতের দাবিতে শনিবার সকালে থানার সামনে বিক্ষোভ দেখান অসংখ্য যুবক ৷ তাঁদের বক্তব্য, সুমিতরঞ্জন তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন ৷

বিক্ষোভকারীদের দাবি, সুমিতরঞ্জন তাঁদের বলেছিলেন, এসএসসি বা টেট দেওয়ার কোনও প্রয়োজনই নেই ! শুধুমাত্র টাকা দিলেই পাওয়া যাবে চাকরি ! একুশের বিধানসভা নির্বাচনে হাওড়ার উদয়নারায়ণপুর আসন থেকে বিজেপি-র প্রার্থী হয়েছিলেন তিনি ৷ চাকরির আশায় টাকা দেওয়া যুবকদের দাবি, সুমিতরঞ্জন তাঁদের বলেছিলেন, ভোটে তাঁর জয় নিশ্চিত ৷ আর বিধায়ক হলেই তিনি প্রাথমিক ও মাধ্যমিকস্তরের স্কুলগুলিতে সকলকে চাকরির বন্দোবস্ত করে দেবেন ৷ এই প্রতিশ্রুতিতে ভরসা রেখেই সুমিতরঞ্জনকে লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন উদয়নারায়ণপুরের বহু বেকার যুবক ৷ কিন্তু, ভোটে সুমিতরঞ্জন পরাজিত হন ৷ চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনি যাঁদের কাছ থেকে টাকা নিয়েছিলেন, তাঁদের কেউই চাকরি পাননি ৷ ফেরত পাওয়া যায়নি টাকাও ৷ তারই প্রতিবাদে শনিবার বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা ৷

টাকা ফেরতের দাবিতে থানার সামনে বিক্ষোভ ৷

আরও পড়ুন: Upen Biswas: 'সৎ রঞ্জন' কে ? আদালতে দাঁড়িয়েই রহস্য উন্মোচন করলেন উপেন !

বিক্ষোভাকারীরা জানিয়েছেন, মাঝে বেশ কিছুদিন বেপাত্তা ছিলেন সুমিতরঞ্জন ৷ পুলিশ অনেক খোঁজাখুঁজির পর তাঁকে পাকড়াও করতে সমর্থ হয় ৷ ইতিমধ্যে বেশ কয়েকজনকে টাকা ফেরত দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকার চেক দেন সুমিতরঞ্জন ৷ কিন্তু, সেই সমস্ত চেকই বাউন্স করে ৷

এদিন উদয়নারায়ণপুর থানা থেকেই সুমিতরঞ্জনকে হাওড়া আদালতে নিয়ে যাওয়া হয় ৷ প্রবল বিক্ষোভের মধ্য়ে রীতিমতো পুলিশের পাহারায় তাঁকে প্রিজন ভ্যানে তুলতে হয় ৷ বিক্ষোভকারীদের বক্তব্য, আইন তার মতো শাস্তি দেবে সুমিতরঞ্জনকে ৷ কিন্তু, তাঁরা চান, প্রশাসন আগে তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুক ৷ কিন্তু, প্রশ্ন হল, একজন নেতা বললেন এসএসসি, টেট দিতে হবে না, শুধুমাত্র টাকা দিলেই স্কুলে শিক্ষকতার চাকরি পাওয়া যাবে, আর এলাকার শিক্ষিত যুবকরাও তা মেনে নিলেন ! কেন এমন একটি আজব প্রলোভনে পা-দিলেন তাঁরা ? এর সদুত্তর মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.