হাওড়া, 17 জুন : হাওড়ায় আজ BJP "পৌরনিগম দখল" অভিযান করল । যা নিয়ে ধুন্ধুমার হয় পৌরনিগম চত্বরে । হাওড়া পৌরনিগম কার্যালয়ে আজ সকালে অভিযান করে জেলা BJP । অভিযান আটকাতে পৌরনিগম চত্বরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ । BJP কর্মীরা পৌরনিগমের কাছে আসতেই পুলিশ তাদের আটকায় ।
আজ সকালে হাওড়া পৌরনিগমের গেটের বাইরে বিক্ষোভ সমাবেশ করে জেলা BJP । সভার পর শতাধিক BJP কর্মী ব্যারিকেড ভেঙে পৌরনিগমে ঢোকার চেষ্টা করে। কিন্তু জলকামান ব্যবহার করে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ।
পুলিশ ও BJP সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ । পৌরনিগমের সামনের দিকে বাধা পেয়ে BJP-র কিছু কর্মী পৌরনিগমের পেছনের গেটে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে । সেখানে পুলিশ তাদের আটকালে ধুন্ধমার বেধে যায় ।
হাওড়া জেলা BJP-র দাবি, প্রশাসক পরিচালিত হাওড়া পৌরনিগমে কাজকর্ম কার্যত বন্ধ হয়ে গেছে । নাগরিকরা পরিষেবা পাচ্ছেন না । এমনকি ঠিকাদাররাও কোনও পেমেন্ট পাচ্ছেন না। অবিলম্বে পৌরনিগমে ভোট করাতে হবে বলে তাদের দাবি ।
গত ডিসেম্বরে হাওড়া পৌরনিগমে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করে। যদিও তৃণমূল বিধায়ক জটু লাহিড়ির দাবি, "MLA, MP-রা পরিষেবার কাজ দেখছেন । মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে। দুমাসের মধ্যেই ভোট হবে । "