ETV Bharat / state

হাওড়ায় "পৌরনিগম দখল" অভিযান BJP-র, জলকামান হাতাহাতিতে ধুন্ধুমার - হাওড়া, 17 জুন

ভোটের দাবিতে BJPর "পৌর নিগম দখল " অভিযান ঘিরে ধুন্ধুমার হাওড়া পৌরনিগম । জলকামান ব্যবহার করে BJP কর্মীদের আটকানোর চেষ্টা ।

BJPর "পৌর নিগম দখল " অভিযান
author img

By

Published : Jun 17, 2019, 6:19 PM IST

হাওড়া, 17 জুন : হাওড়ায় আজ BJP "পৌরনিগম দখল" অভিযান করল । যা নিয়ে ধুন্ধুমার হয় পৌরনিগম চত্বরে । হাওড়া পৌরনিগম কার্যালয়ে আজ সকালে অভিযান করে জেলা BJP । অভিযান আটকাতে পৌরনিগম চত্বরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ । BJP কর্মীরা পৌরনিগমের কাছে আসতেই পুলিশ তাদের আটকায় ।

আজ সকালে হাওড়া পৌরনিগমের গেটের বাইরে বিক্ষোভ সমাবেশ করে জেলা BJP । সভার পর শতাধিক BJP কর্মী ব্যারিকেড ভেঙে পৌরনিগমে ঢোকার চেষ্টা করে। কিন্তু জলকামান ব্যবহার করে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ।

পুলিশ ও BJP সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ । পৌরনিগমের সামনের দিকে বাধা পেয়ে BJP-র কিছু কর্মী পৌরনিগমের পেছনের গেটে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে । সেখানে পুলিশ তাদের আটকালে ধুন্ধমার বেধে যায় ।

হাওড়া জেলা BJP-র দাবি, প্রশাসক পরিচালিত হাওড়া পৌরনিগমে কাজকর্ম কার্যত বন্ধ হয়ে গেছে । নাগরিকরা পরিষেবা পাচ্ছেন না । এমনকি ঠিকাদাররাও কোনও পেমেন্ট পাচ্ছেন না। অবিলম্বে পৌরনিগমে ভোট করাতে হবে বলে তাদের দাবি ।

গত ডিসেম্বরে হাওড়া পৌরনিগমে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করে। যদিও তৃণমূল বিধায়ক জটু লাহিড়ির দাবি, "MLA, MP-রা পরিষেবার কাজ দেখছেন । মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে। দুমাসের মধ্যেই ভোট হবে । "

হাওড়া, 17 জুন : হাওড়ায় আজ BJP "পৌরনিগম দখল" অভিযান করল । যা নিয়ে ধুন্ধুমার হয় পৌরনিগম চত্বরে । হাওড়া পৌরনিগম কার্যালয়ে আজ সকালে অভিযান করে জেলা BJP । অভিযান আটকাতে পৌরনিগম চত্বরে মোতায়েন ছিল প্রচুর পুলিশ । BJP কর্মীরা পৌরনিগমের কাছে আসতেই পুলিশ তাদের আটকায় ।

আজ সকালে হাওড়া পৌরনিগমের গেটের বাইরে বিক্ষোভ সমাবেশ করে জেলা BJP । সভার পর শতাধিক BJP কর্মী ব্যারিকেড ভেঙে পৌরনিগমে ঢোকার চেষ্টা করে। কিন্তু জলকামান ব্যবহার করে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ।

পুলিশ ও BJP সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে পুলিশ । পৌরনিগমের সামনের দিকে বাধা পেয়ে BJP-র কিছু কর্মী পৌরনিগমের পেছনের গেটে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে । সেখানে পুলিশ তাদের আটকালে ধুন্ধমার বেধে যায় ।

হাওড়া জেলা BJP-র দাবি, প্রশাসক পরিচালিত হাওড়া পৌরনিগমে কাজকর্ম কার্যত বন্ধ হয়ে গেছে । নাগরিকরা পরিষেবা পাচ্ছেন না । এমনকি ঠিকাদাররাও কোনও পেমেন্ট পাচ্ছেন না। অবিলম্বে পৌরনিগমে ভোট করাতে হবে বলে তাদের দাবি ।

গত ডিসেম্বরে হাওড়া পৌরনিগমে তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই রাজ্য সরকার প্রশাসক নিয়োগ করে। যদিও তৃণমূল বিধায়ক জটু লাহিড়ির দাবি, "MLA, MP-রা পরিষেবার কাজ দেখছেন । মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছে। দুমাসের মধ্যেই ভোট হবে । "

Intro:ভোটের দাবিতে হাওড়া পুরসভা অভিযান করল বিজেপি। আজ সকালে হাওরা পুরসভা গেটের বাইরে বিক্ষভসভাবেশের পর কয়েকশো বিজেপি কর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে জোর করে পুরসভায় ঢোকার চেষ্টা করে। কিন্তু জল কামান দিয়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাতেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। হাতাহাতি। বেশ কয়েকজন এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন। এরপর বিকক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে পুরসভায় দ্বিতীয় গেটের দিকে চলে যায় এবং গেট ভেতরে ঢোকার চেষ্টা করে। রেফ এবং কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। Body:বিজেপিতে দাবি, বোর্ড অফ এডমিনিষ্ট্রেটরস পরিচালিত হাওড়া পুরসভাতে প্রশাসন ভেঙে পড়েছে।নাগরিকরা কোনো পুর পরিষেবা পাচ্ছেন না। এমনকি কন্ট্রাক্টররাও কোনও পেমেন্ট পাচ্ছেন না। অবিলম্বে পুরসভায় ভোট করতে হবে বলে তারা দাবি জানান। নাহলে পুরসভা দখল করে নেবার হুমকি দেন। উল্লেখ্য, গত ডিসেম্বরে হাওড়া পুরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই রাজ্য সরকার প্ৰশাসনিক দেখভালের জন্য এডমিনিষ্ট্রেটর নিয়োগ করে। এদিকে তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী জানান, এমএলএ এমপিরা পুর পরিষেবার কাজের সঙ্গে যুক্ত আছে। মানুষ ঠিকঠাকই পরিষেবা পাচ্ছেন। দখলের প্রশ্নই ওঠে না। কারণ ভোট হবেই।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.