ETV Bharat / state

Cricketer Died: আর্থিক সমস্যার জেরে আত্মঘাতী বাংলা জুনিয়র দলের ক্রিকেটার - আর্থিক সমস্যার জেরে আত্মঘাতী বাংলার ক্রিকেটার

খেলার জন্য বন্ধুদের থেকে টাকা ধার ৷ পরিবারের দাবি ধারের টাকা শোধ করার চাপেই আত্মঘাতী অনূর্ধ্ব বাংলা দলের ক্রিকেটারের (Cricketer Died) ৷

ETV Bharat
মৃত ক্রিকেটার রোহিত যাদব
author img

By

Published : Jan 11, 2023, 2:18 PM IST

ছেলের মৃত্যুতে মায়ের প্রতিক্রিয়া

হাওড়া, 11 জানুয়ারি: বাংলা অনূর্ধ্ব-16 দলের তরুণ ক্রিকেটারের মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ায় (Bengal Under 16 Team Cricketer Rohit Yadav Died by Suicide due to Financial Problems)। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তালিকায় নাম থাকার পরেও অবসাদের কারণে আত্মঘাতী হল উদীয়মান এই ক্রিকেটার রোহিত যাদব (18)। পরিবার সূত্রে খবর, তাঁর নাম বাংলা ক্রিকেট দলের প্রথম এগারোতে রয়েছে । বুধবার সকালে ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।

বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করার পর তড়িঘড়ি স্থানীয় টিএর জয়সওয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন রোহিতের মা ৷ এই ঘটনায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিষ অথবা অ্যাসিড জাতীয় কিছু খেয়েই আত্মহত্যা করেছে রোহিত ৷ সূত্রের খবর, রোহিত অনূর্ধ্ব-16 বাংলা ক্রিকেট দলে প্রথম এগারোর মধ্যে মনোনীত হয়েছিল । তবে পরিবারে আর্থিক অনটনের কারণে সে খেলা চালিয়ে রাখতে বন্ধুদের কাছ থেকে অনেক টাকা ধার করে । তাঁর ও পরিবারের রোজগার সেভাবে না থাকায় ঋণের টাকা পরিশোধ না করতে পেরে মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Howrah
বাংলার অনূর্ধ্ব 16 দলের তালিকায় রোহিত

তরুণ ক্রিকেটারের আত্মঘাতী হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷ যদিও রোহিতের মায়ের দাবি, তাঁর ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে ৷ ধারের টাকা শোধ করার জন্য তাকে চাপ দেওয়া হত ৷ তার ফলে রোহিত ফের ধার করে ৷ এই চাপের জন্যই সে ঘটনা ঘটিয়েছে ৷ রোহিত খুব ভালো খেলত ৷

আরও পড়ুন : দক্ষ যুবসমাজ গড়ার নেশায় বিনামূল্যে লক্ষাধিক ক্যাম্প শাওলিন কুংফু মাস্টার তপনের

ছেলের মৃত্যুতে মায়ের প্রতিক্রিয়া

হাওড়া, 11 জানুয়ারি: বাংলা অনূর্ধ্ব-16 দলের তরুণ ক্রিকেটারের মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ায় (Bengal Under 16 Team Cricketer Rohit Yadav Died by Suicide due to Financial Problems)। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তালিকায় নাম থাকার পরেও অবসাদের কারণে আত্মঘাতী হল উদীয়মান এই ক্রিকেটার রোহিত যাদব (18)। পরিবার সূত্রে খবর, তাঁর নাম বাংলা ক্রিকেট দলের প্রথম এগারোতে রয়েছে । বুধবার সকালে ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।

বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাঁর দেহ উদ্ধার করার পর তড়িঘড়ি স্থানীয় টিএর জয়সওয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন রোহিতের মা ৷ এই ঘটনায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিষ অথবা অ্যাসিড জাতীয় কিছু খেয়েই আত্মহত্যা করেছে রোহিত ৷ সূত্রের খবর, রোহিত অনূর্ধ্ব-16 বাংলা ক্রিকেট দলে প্রথম এগারোর মধ্যে মনোনীত হয়েছিল । তবে পরিবারে আর্থিক অনটনের কারণে সে খেলা চালিয়ে রাখতে বন্ধুদের কাছ থেকে অনেক টাকা ধার করে । তাঁর ও পরিবারের রোজগার সেভাবে না থাকায় ঋণের টাকা পরিশোধ না করতে পেরে মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটায় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Howrah
বাংলার অনূর্ধ্ব 16 দলের তালিকায় রোহিত

তরুণ ক্রিকেটারের আত্মঘাতী হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷ যদিও রোহিতের মায়ের দাবি, তাঁর ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে ৷ ধারের টাকা শোধ করার জন্য তাকে চাপ দেওয়া হত ৷ তার ফলে রোহিত ফের ধার করে ৷ এই চাপের জন্যই সে ঘটনা ঘটিয়েছে ৷ রোহিত খুব ভালো খেলত ৷

আরও পড়ুন : দক্ষ যুবসমাজ গড়ার নেশায় বিনামূল্যে লক্ষাধিক ক্যাম্প শাওলিন কুংফু মাস্টার তপনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.