হাওড়া, 2 এপ্রিল : রাতের অন্ধকারে তৃণমূল প্রার্থীর ব্যানার, পোস্টার ছিড়ে পাচারের অভিযোগ ৷ পোস্টার ও ব্যানারগুলি মিলেছে বালির বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়ার আপ্তসহায়কের গাড়িতে ৷ গতরাতে ঘটনাটি ঘটেছে বালিতে ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷
আরও পড়ুন : প্রচারে বেরিয়ে আক্রান্ত ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার
বালি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায় ৷ ভোটের প্রচারে তাঁর নামে পোস্টার ও ব্যানার লাগানো হয় ওই বিধানসভা জুড়ে কেন্দ্রে ৷ সেই পোস্টার ও ব্যানার ছিড়ে গাড়িতে করে পাচারের অভিযোগ ওঠে ৷ আর ওই গাড়িটি ছিল বিরোধী প্রার্থী বৈশালী ডালমিয়ার আপ্তসহায়কের গাড়ি ৷
স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে গাড়িটিকে উদ্ধার করা হয় ৷ গাড়ি থেকে উদ্ধার হয় রানা চট্টোপাধ্যায়ের ছেড়া পোস্টার ও ব্যানার ৷ পুলিশ সূত্রে খবর, গাড়ির চালককে আটক করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকেও ৷ এবিষয়ে বৈশালীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷