হাওড়া, 16 এপ্রিল : রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন ৷ ইতিমধ্যে হয়ে গেছে চতুর্থ দফার নির্বাচন ৷ রাত পোহালেই পঞ্চম দফায় ভোট দেবেন ভোটাররা ৷ আর পঞ্চম দফার নির্বাচনের আগে উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা ৷
হাওড়ার উলুবেড়িয়ার খলিশানী মালপাড়া 16 নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় 100 কেজি গাঁজা উদ্ধার করে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এসওজি । গোপন সুত্রে খবর পেয়ে একটি গাড়ি থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা ৷ পুলিশ সুত্রের খবর উদ্ধার হওয়া 100 কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য 5 লাখ টাকা । ঘটনায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
আরও পড়ুন : শীতলকুচির ঘটনা নিয়ে মেরুকরণ চান মমতা, অডিয়ো প্রকাশ করে দাবি বিজেপির
আরও তথ্য জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । এই ঘটনার সঙ্গে আর কারা যারা যুক্ত আছে, তাদের খোঁজ খবর নেওয়া শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি ধৃতদের সঙ্গে অন্তঃরাজ্য গাঁজা পাচারকারীদের সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে । এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছে তাও অনুসন্ধান করা শুরু করছে উলুবেড়িয়া থানার পুলিশ ।