উলুবেড়িয়া, 30 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে 200টিরও বেশি আসন জিতে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ৷ যা রাজনৈতিক মহলকেও চমকে দেবে ৷ আজ উলুবেড়িয়ায় রোড শোতে অংশ নেন বিজেপি নেতা ভোজপুরি সিনেমার নায়ক মনোজ তিওয়ারি ৷ তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি ৷
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে এবার বিজেপির হয়ে লড়াই করছেন প্রত্য়ুষ মণ্ডল ৷ তাঁর সমর্থনেই আজ রোড শো হয় হাওড়ার বাউড়িয়া কেবেল মিল গেট থেকে সুরশ্রী সিনেমা হল পর্যন্ত ৷ রোড শোয়ে উপস্থিত ছিলেন মনোজ ৷
গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে ওই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন পাপিয়া মণ্ডল ৷ 16.50 শতাংশ ভোট পেয়ে তিন নম্বরে ছিলেন তিনি ৷ কিন্তু আসন্ন নির্বাচনে রাজ্য়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে আশাবাদী মনোজ ৷
আরও পড়ুন-রাহুল সিনহাকে গো ব্যাক স্লোগান হাবড়ায়
তাঁর কথায়, ‘‘তৃণমূল কংগ্রেসের অত্য়াচার আর বাংলার মানুষ সহ্য় করতে চাইছে না ৷ সেকারণে পরিবর্তন চাইছেন ৷’’ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়েও কটাক্ষ করেন তিনি ৷ মনোজ বলেন, "দিদির রক্তচাপ বাড়ছে ৷ কারণ পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে ফেলেছেন যে এবার বিজেপি আসছে ৷ আর টিএমসি যাচ্ছে। " তিনি দাবি করেন, ওই শোভাযাত্রায় সাধারণ মানুষের ভিড় প্রমাণ করছে যে এবার পশ্চিমবঙ্গে অত্যাচারী তৃণমূল শাসনের অবসান ঘটছে।
পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকদেরও চ্য়ালেঞ্জ ছুড়ে দেন তিনি ৷ তাঁর কথায়, ‘‘রাজনৈতিক বিশ্লেষকদের হিসেব মিলবে না ৷ এবারে নির্বাচনে বিজেপি ২০০ র বেশি আসন নিয়ে রাজ্যে সরকার তৈরি করবে।‘’