ETV Bharat / state

মুক্তিচকে নির্মল মাজির উপর হামলা, জখম দুই নিরাপত্তারক্ষী

ভোট পরিদর্শনে বেরোন উলুবেড়িয়া উত্তরের তৃণমূলের প্রার্থী নির্মল মাজি ৷ মুক্তিচক এলাকায় ভোট পরিদর্শনের সময় তাঁর উপর হামলা চালানো হয় ৷ বিজেপি কর্মীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । ঘটনায় জখম হন তাঁর দুই নিরাপত্তারক্ষী ৷

নির্মল মাঝির উপর হামলা
নির্মল মাঝির উপর হামলা
author img

By

Published : Apr 6, 2021, 2:37 PM IST

Updated : Apr 6, 2021, 4:27 PM IST

উলুবেড়িয়া, 6 এপ্রিল : বুথ পরিদর্শনে এসে আক্রান্ত হলেন নির্মল মাজির নিরাপত্তা রক্ষীরা ৷ এদিন মুক্তিচকে ঘটনাটি ঘটে ৷

আজ তৃতীয় দফার ভোটে হাওড়ায় 7 কেন্দ্রে ভোটগ্রহণ ৷ এরই মধ্যে অন্যতম উলুবেড়িয়া উত্তর কেন্দ্র ৷ আজ সেই কেন্দ্রে ভোট পরিদর্শনে বেরোন উলুবেড়িয়া উত্তরের তৃণমূলের প্রার্থী নির্মল মাজি ৷ মুক্তিচক এলাকায় ভোট পরিদর্শনের সময় তাঁর উপর হামলা চালানো হয় ৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ বিজেপি কর্মীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । ঘটনায় জখম হন তাঁর দুই নিরাপত্তারক্ষী ৷ প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় ।

নির্মল মাঝির উপর হামলা

আরও পড়ুন : আরামবাগের আরান্ডিতে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ, মার খেলেন সুজাতা

নির্মল মাজির অভিযোগ, বহিরাগত দাগী আসামীদের জড়ো করে ওই এলাকার বুথে ভোট লুঠ করছে বিজেপি । বুথে তৃণমূলের কোনও ক্যাম্প না থাকায় তিনি চেয়ার নিয়ে বসে পড়েন ক্যাম্পে ৷ কিন্তু তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা হামলাকারীদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করেনি বলেই অভিযোগ তোলেন ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক ৷

উলুবেড়িয়া, 6 এপ্রিল : বুথ পরিদর্শনে এসে আক্রান্ত হলেন নির্মল মাজির নিরাপত্তা রক্ষীরা ৷ এদিন মুক্তিচকে ঘটনাটি ঘটে ৷

আজ তৃতীয় দফার ভোটে হাওড়ায় 7 কেন্দ্রে ভোটগ্রহণ ৷ এরই মধ্যে অন্যতম উলুবেড়িয়া উত্তর কেন্দ্র ৷ আজ সেই কেন্দ্রে ভোট পরিদর্শনে বেরোন উলুবেড়িয়া উত্তরের তৃণমূলের প্রার্থী নির্মল মাজি ৷ মুক্তিচক এলাকায় ভোট পরিদর্শনের সময় তাঁর উপর হামলা চালানো হয় ৷ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ৷ বিজেপি কর্মীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ । ঘটনায় জখম হন তাঁর দুই নিরাপত্তারক্ষী ৷ প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় ।

নির্মল মাঝির উপর হামলা

আরও পড়ুন : আরামবাগের আরান্ডিতে বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ, মার খেলেন সুজাতা

নির্মল মাজির অভিযোগ, বহিরাগত দাগী আসামীদের জড়ো করে ওই এলাকার বুথে ভোট লুঠ করছে বিজেপি । বুথে তৃণমূলের কোনও ক্যাম্প না থাকায় তিনি চেয়ার নিয়ে বসে পড়েন ক্যাম্পে ৷ কিন্তু তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ নির্বাচন কমিশনকে জানানো হলেও তারা হামলাকারীদের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করেনি বলেই অভিযোগ তোলেন ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক ৷

Last Updated : Apr 6, 2021, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.