জগৎবল্লভপুর, 6 এপ্রিল : তৃণমূলের বিরুদ্ধে বিরোধী পক্ষের এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ উঠল ৷ অভিযোগ উঠল আইএসএফের ক্যাম্প অফিস দখল করারও ৷ দুটি ঘটনাই হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের ৷ তবে তৃণমূলের তরফে এই দুটি অভিযোগের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
তিন জেলার 31টি আসনে চলছে তৃতীয় দফার ভোটগ্রহণ ৷ এরই মাঝে জগৎবল্লভপুর কেন্দ্রের কেশবপুর মল্লিকপাড়ার 181 নম্বর বুথে বিজেপি ও আইএসএফ এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ ৷ তার জেরে এলাকায় তৈরি হয় উত্তেজনা ৷ তবে এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
আরও পড়ুন : বারুইপুরে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
অন্যদিকে, জগৎবল্লভপুর হাইস্কুলের 3 এবং 4 নম্বর বুথে আইএসএফের ক্যাম্প অফিস দখলের অভিযোগ উঠল জোড়াফুল শিবিরের বিরুদ্ধে ৷ কর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে ৷ এর জেরে আহত হন দুই আইএসএফ কর্মী ৷ যদিও তৃণমূলের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি ৷