বেলুড়, ৪ জানুয়ারি : বেলুড় মঠের রেলের আসন সংরক্ষণ কেন্দ্র নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসেনি পূর্ব রেল কর্তৃপক্ষ । রেলওয়ে রিজ়ার্ভেশন কাউন্টার চিরতরে বন্ধ হবে না চালু থাকবে সে বিষয়ে ধোঁয়াশা এখনও বিদ্যমান । মঠের জমিতেই সংরক্ষণ কেন্দ্র খোলার অনুমতি চেয়ে পূর্ব রেলের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ । তবে রেলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
প্রসঙ্গত, মঠের জমির ভাড়া বাবদ মাসে 5 হাজার টাকা দিতে হয় রেল কতৃপক্ষকেই । সঙ্গে দিতে হয় আসন সংরক্ষণ কেন্দ্রের ইলেকট্রিসিটির খরচ । রেল কর্তৃপক্ষ জমি বাবদ ভাড়া দিতে এবং ইলেকট্রিসিটির খরচও বহন করতে অস্বীকার করে । সেই সূত্রেই ভাড়া মুকুবের সিদ্ধান্ত নেয় মঠ কর্তৃপক্ষ । সাথে তারা ইলেকট্রিসিটির খরচও বহন করবে বলে জানায় রেল কর্তৃপক্ষকে । তারপরও রেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি । এবিষয়ে রামকৃষ্ণ মিশনের সঙ্গে মৌখিকস্তরে আলোচনা হয়েছে পূর্বরেলের হাওড়া ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের ।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, "কাউন্টার চালু থাকবে নাকি বন্ধ হবে, এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । তবে মঠের প্রস্তাব মাথায় রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ।"
রামকৃষ্ণ মিশন সারদা পীঠ সম্পাদক স্বামী দিব্যানন্দজি মহারাজ জানান , "আসন সংরক্ষণ কেন্দ্র বন্ধ হলে বয়স্ক সন্ন্যাসী সহ বয়স্ক নাগরিকরা প্রভূত সমস্যায় পড়বেন । যদিও এ বিষয়ে রেল কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব পোষণ করেছে।"