ETV Bharat / state

Belurmath Kathamo Puja : রীতি মেনে জন্মাষ্টমীতে বেলুড় মঠে দেবী দুর্গার কাঠামো পুজো হল

জন্মাষ্টমীতে বেলুড় মঠে নিয়মরীতি মেনে করা হল মা দুর্গার কাঠামো পুজো ৷ আজ মঠের আবাসিক সন্ন্যাসীদের উপস্থিতিতে এই কাঠামো পুজো করা হয় ৷ 121 বছরে পড়ল বেলুড় মঠের দুর্গাপুজো ৷ করোনা পরিস্থিতির কারণে কাঠামো পুজোয় ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয়নি ৷

belurmath-kathamo-puja-on-eve-of-janmashthami
জন্মাষ্টমীতে বেলুড়মঠে দেবী দুর্গার কাঠামো পুজো
author img

By

Published : Aug 30, 2021, 6:40 PM IST

হাওড়া, 30 অগস্ট : রীতি মেনে জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে সম্পন্ন হল দেবী দুর্গার কাঠামো পুজো ৷ স্বামী বিবেকানন্দের হাতে বেলুড় মঠে চালু হওয়া এই দুর্গাপুজো এ বছর 121 বছরে পড়ল ৷ ঐতিহ্য এবং নিয়ম মেনে মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তির ডান দিকে এই কাঠামো পুজো করা হয় ৷ চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দেবী দুর্গার এই কাঠামো পুজো করা হয় ৷ তবে, করোনা পরিস্থিতির জেরে বেলুড় মঠের আবাসিক সন্ন্যাসীরাই কাঠামো পুজোয় অংশ নিয়েছিলেন ৷

করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন বেলুড় মঠ বন্ধ থাকার পর সম্প্রতি সেখানে ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ সেখানে কঠোরভাবে কোভিডবিধি মেনে প্রবেশ করতে হয় দর্শনার্থীদের ৷ তবে, আজ দর্শনার্থীদের জন্য বন্ধ করে রাখা হয়েছিল বেলুড় মঠের গেট ৷ যা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ৷ আজ বেলুড় মঠের নিয়ম অনুযায়ী কাঠামো পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল ৷ আগামিকাল থেকে দর্শনার্থীদের জন্য গেট ফের খুলে দেওয়া হবে ৷ পাশাপাশি করোনা পরিস্থিতিতে এবার দুর্গাপুজোতেও বেলুড় মঠে ভক্তদের ভিড় করতে দেওয়া হবে না ৷ বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে সরাসরি পুজোর সম্প্রচার দেখতে পারবেন ভক্তরা ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : ‘সবার উপরে’! নিজের অনুভূতি নিয়ে জানালেন সোনাজয়ী অবনী লেখারা

বেলুড় মঠ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ সেই সঙ্গে বেলুড় মঠের প্রবেশের সময়সূচিতেও বদল করা হয়েছে ৷ নতুন সময়সূচি অনুযায়ী সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে 5টা 45 মিনিট পর্যন্ত মঠের প্রবেশদ্বার দর্শনার্থীদের জন্য খোলা থাকছে ৷ দর্শনর্থীরা বসতে বা মঠ চত্বরে সময় কাটাতে পারবেন না ৷ অন্যদিকে, মঠ খুললেও আপাতত মঠের ভিতরে মিউজিয়াম খোলা হয়নি ৷ প্রসাদ এবং ভোগ বিতরণও আপাতত বন্ধ ৷ সেই সঙ্গে বেলুড় মঠে প্রবেশের জন্য করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ অথবা 72 ঘণ্টা আগের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা আবশ্যক ৷

হাওড়া, 30 অগস্ট : রীতি মেনে জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে সম্পন্ন হল দেবী দুর্গার কাঠামো পুজো ৷ স্বামী বিবেকানন্দের হাতে বেলুড় মঠে চালু হওয়া এই দুর্গাপুজো এ বছর 121 বছরে পড়ল ৷ ঐতিহ্য এবং নিয়ম মেনে মূল মন্দিরে শ্রী রামকৃষ্ণ দেবের মূর্তির ডান দিকে এই কাঠামো পুজো করা হয় ৷ চণ্ডীপাঠের মধ্যে দিয়ে দেবী দুর্গার এই কাঠামো পুজো করা হয় ৷ তবে, করোনা পরিস্থিতির জেরে বেলুড় মঠের আবাসিক সন্ন্যাসীরাই কাঠামো পুজোয় অংশ নিয়েছিলেন ৷

করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন বেলুড় মঠ বন্ধ থাকার পর সম্প্রতি সেখানে ভক্তদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে ৷ সেখানে কঠোরভাবে কোভিডবিধি মেনে প্রবেশ করতে হয় দর্শনার্থীদের ৷ তবে, আজ দর্শনার্থীদের জন্য বন্ধ করে রাখা হয়েছিল বেলুড় মঠের গেট ৷ যা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ৷ আজ বেলুড় মঠের নিয়ম অনুযায়ী কাঠামো পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল ৷ আগামিকাল থেকে দর্শনার্থীদের জন্য গেট ফের খুলে দেওয়া হবে ৷ পাশাপাশি করোনা পরিস্থিতিতে এবার দুর্গাপুজোতেও বেলুড় মঠে ভক্তদের ভিড় করতে দেওয়া হবে না ৷ বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে সরাসরি পুজোর সম্প্রচার দেখতে পারবেন ভক্তরা ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020 : ‘সবার উপরে’! নিজের অনুভূতি নিয়ে জানালেন সোনাজয়ী অবনী লেখারা

বেলুড় মঠ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলেও একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ সেই সঙ্গে বেলুড় মঠের প্রবেশের সময়সূচিতেও বদল করা হয়েছে ৷ নতুন সময়সূচি অনুযায়ী সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে 5টা 45 মিনিট পর্যন্ত মঠের প্রবেশদ্বার দর্শনার্থীদের জন্য খোলা থাকছে ৷ দর্শনর্থীরা বসতে বা মঠ চত্বরে সময় কাটাতে পারবেন না ৷ অন্যদিকে, মঠ খুললেও আপাতত মঠের ভিতরে মিউজিয়াম খোলা হয়নি ৷ প্রসাদ এবং ভোগ বিতরণও আপাতত বন্ধ ৷ সেই সঙ্গে বেলুড় মঠে প্রবেশের জন্য করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ অথবা 72 ঘণ্টা আগের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকা আবশ্যক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.