ETV Bharat / state

Belur Math : 18 অগস্ট খুলছে বেলুড় মঠ, প্রবেশে লাগবে ভ্যাকসিনের দুটো ডোজ় অথবা করোনা নেগেটিভ রিপোর্ট

করোনা বিধি মেনে মঠে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ কমিউনিটি কিচেন আপাতত চালু হচ্ছে না ৷

s
s
author img

By

Published : Aug 11, 2021, 8:20 PM IST

বেলুড়, 11 অগস্ট : আগামী বুধবার 18 অগস্ট থেকে খুলছে বেলুড় মঠ । সকালে 8টা থেকে 11টা পর্যন্ত ও বিকেলে 4টে থেকে 5টা 45 মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের দরজা খোলা থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ।

মঠ সূত্রে জানা গিয়েছে, যে সব দর্শনার্থীর করোনার টিকার দুটি ডোজ়ই নেওয়া থাকবে, কিংবা 72 ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকবে, তাঁরাই কেবল মঠে প্রবেশ করতে পারবেন । এই সংক্রান্ত নথি এবং দর্শনার্থীদের সচিত্র পরিচয়পত্র (যেমন আধার কার্ড বা ভোটার কার্ড অথবা প্যান কার্ড) থাকলে তবেই মঠের ভেতরে ভক্তদের করোনা বিধি মেনে প্রবেশ করতে দেওয়া হবে । বেলুড় মঠের তরফে এক ভিডিয়ো বার্তায় মঠ খোলার কথা জানিয়েছেন স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ ।

ভিডিয়ো বার্তা স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজের

আরও পড়ুন: West Bengal Corona Update : রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়ে 700, মৃত্যু কমে 6

করোনা পরিস্থিতির কারণে গত 22 এপ্রিল থেকে বন্ধ রয়েছে বেলুড় মঠ। শুধু গুরু পৃর্ণিমার দিন একদিনের জন্য ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মঠের দরজা। বেলুড় মঠ খোলার খবরে বেজায় খুশি ভক্তরা। তবে বেলুড় মঠ খোলা হলেও মঠের কমিউনিটি কিচেন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ ।

বেলুড়, 11 অগস্ট : আগামী বুধবার 18 অগস্ট থেকে খুলছে বেলুড় মঠ । সকালে 8টা থেকে 11টা পর্যন্ত ও বিকেলে 4টে থেকে 5টা 45 মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য বেলুড় মঠের দরজা খোলা থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ ।

মঠ সূত্রে জানা গিয়েছে, যে সব দর্শনার্থীর করোনার টিকার দুটি ডোজ়ই নেওয়া থাকবে, কিংবা 72 ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ থাকবে, তাঁরাই কেবল মঠে প্রবেশ করতে পারবেন । এই সংক্রান্ত নথি এবং দর্শনার্থীদের সচিত্র পরিচয়পত্র (যেমন আধার কার্ড বা ভোটার কার্ড অথবা প্যান কার্ড) থাকলে তবেই মঠের ভেতরে ভক্তদের করোনা বিধি মেনে প্রবেশ করতে দেওয়া হবে । বেলুড় মঠের তরফে এক ভিডিয়ো বার্তায় মঠ খোলার কথা জানিয়েছেন স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজ ।

ভিডিয়ো বার্তা স্বামী জ্ঞানব্রতানন্দ মহারাজের

আরও পড়ুন: West Bengal Corona Update : রাজ্যে দৈনিক সংক্রমণ বেড়ে 700, মৃত্যু কমে 6

করোনা পরিস্থিতির কারণে গত 22 এপ্রিল থেকে বন্ধ রয়েছে বেলুড় মঠ। শুধু গুরু পৃর্ণিমার দিন একদিনের জন্য ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছিল মঠের দরজা। বেলুড় মঠ খোলার খবরে বেজায় খুশি ভক্তরা। তবে বেলুড় মঠ খোলা হলেও মঠের কমিউনিটি কিচেন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.