ETV Bharat / state

ভোটের ফলপ্রকাশের পর উত্তপ্ত ডোমজুড়, রাজীব অনুগামীদের উপর হামলার অভিযোগ

ভোটের ফল প্রকাশ হতেই হাওড়ায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ বিশেষ করে ডোমজুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

attack-on-bjp-leaders-in-domjur-howrah
ভোটের ফলপ্রকাশের পর উত্তপ্ত ডোমজুর, রাজীব অনুগামীদের উপর হামলার অভিযোগ
author img

By

Published : May 3, 2021, 5:42 PM IST

Updated : May 4, 2021, 6:09 AM IST

হাওড়া, 3 মে : ভোটের ফল প্রকাশ হতেই হাওড়া ডোমজুড়ে বিজেপি কর্মীদের বাড়ি ও দোকানে হামলা এবং ভাঙচুর চালানোর অভিযোগ । রবিবার রাত থেকে হামলা ঘটনা শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি । আজ জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ হাজরার বাড়িতে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ । তিনি তৃণমূলে থাকলেও গোবিন্দ হাজরা রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিলেন বলে জানা গিয়েছে । নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছিলেন বলে তৃণমূলের তরফে অভিযোগ উঠেছিল ।

রবিবার ফল প্রকাশ হতেই বেশ কয়েক জন তৃণমূল কর্মী লাঠি ও রড নিয়ে গোবিন্দ হাজরার তৈরির একটি বহুতলে ঢুকে জানালা, দরজা, আসবাবপত্র সহ বহু দামী জিনিসপত্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ । এই ঘটনার পরেই গোবিন্দ হাজরা আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে যান । অন্যদিকে, সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি পণ্ডিতের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ দুপুরে তাঁর বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ । ডোমজুড় বিধানসভা এলাকায় ভোটের ফল প্রকাশ হওয়ার পর তৃণমূল কর্মীরা জগদীশপুরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ৷ এ নিয়ে বিজেপি হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহা তাঁদের কর্মীদের মারধরের অভিযোগ করেছেন ।

ভোটের ফলপ্রকাশের পর উত্তপ্ত ডোমজুর, রাজীব অনুগামীদের উপর হামলার অভিযোগ

আরও পড়ুন : দুর্গাপুরে পরপর বিজেপি কার্যালয়ে ভাঙচুর-আগুন, অভিযুক্ত তৃণমূল

অন্যদিকে হামলার কথা অস্বীকার করেছেন, ডোমজুড়ে তৃণমূলের বিজয়ী প্রার্থী কল্যাণ ঘোষ । তিনি বলেন, ‘‘স্থানীয় জনরোষের কারণে কিছু লোক ওই বাড়িতে ভাঙচুর চালিয়েছে ৷’’ এতে তৃণমূলের কোনও হাত নেই বলে দাবি করেন তিনি । উল্লেখ্য, এবার বিধানসভা নির্বাচনে হাওড়ার সবথেকে গুরুত্বপূর্ণ লড়াই ছিল ডোমজুর বিধানসভা কেন্দ্রে । একসময়ে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়ে ডোমজুর থেকে প্রার্থী হয়েছিলেন । কিন্তু, প্রচার করতে গিয়ে বারবার গো ব্যাক স্লোগান ও বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । এনিয়ে হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায় জানান, মানুষ উপযুক্ত জবাব দিয়েছেন সুবিধাবাদী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ।

হাওড়া, 3 মে : ভোটের ফল প্রকাশ হতেই হাওড়া ডোমজুড়ে বিজেপি কর্মীদের বাড়ি ও দোকানে হামলা এবং ভাঙচুর চালানোর অভিযোগ । রবিবার রাত থেকে হামলা ঘটনা শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি । আজ জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ হাজরার বাড়িতে তৃণমূল কংগ্রেস কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ । তিনি তৃণমূলে থাকলেও গোবিন্দ হাজরা রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিলেন বলে জানা গিয়েছে । নির্বাচনে বিজেপির হয়ে কাজ করছিলেন বলে তৃণমূলের তরফে অভিযোগ উঠেছিল ।

রবিবার ফল প্রকাশ হতেই বেশ কয়েক জন তৃণমূল কর্মী লাঠি ও রড নিয়ে গোবিন্দ হাজরার তৈরির একটি বহুতলে ঢুকে জানালা, দরজা, আসবাবপত্র সহ বহু দামী জিনিসপত্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ । এই ঘটনার পরেই গোবিন্দ হাজরা আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে যান । অন্যদিকে, সলপ এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান দীপালি পণ্ডিতের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ আজ দুপুরে তাঁর বাড়িতে বোমাবাজি করা হয় বলে অভিযোগ । ডোমজুড় বিধানসভা এলাকায় ভোটের ফল প্রকাশ হওয়ার পর তৃণমূল কর্মীরা জগদীশপুরের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ৷ এ নিয়ে বিজেপি হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহা তাঁদের কর্মীদের মারধরের অভিযোগ করেছেন ।

ভোটের ফলপ্রকাশের পর উত্তপ্ত ডোমজুর, রাজীব অনুগামীদের উপর হামলার অভিযোগ

আরও পড়ুন : দুর্গাপুরে পরপর বিজেপি কার্যালয়ে ভাঙচুর-আগুন, অভিযুক্ত তৃণমূল

অন্যদিকে হামলার কথা অস্বীকার করেছেন, ডোমজুড়ে তৃণমূলের বিজয়ী প্রার্থী কল্যাণ ঘোষ । তিনি বলেন, ‘‘স্থানীয় জনরোষের কারণে কিছু লোক ওই বাড়িতে ভাঙচুর চালিয়েছে ৷’’ এতে তৃণমূলের কোনও হাত নেই বলে দাবি করেন তিনি । উল্লেখ্য, এবার বিধানসভা নির্বাচনে হাওড়ার সবথেকে গুরুত্বপূর্ণ লড়াই ছিল ডোমজুর বিধানসভা কেন্দ্রে । একসময়ে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়ে ডোমজুর থেকে প্রার্থী হয়েছিলেন । কিন্তু, প্রচার করতে গিয়ে বারবার গো ব্যাক স্লোগান ও বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । এনিয়ে হাওড়া সদরের তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায় জানান, মানুষ উপযুক্ত জবাব দিয়েছেন সুবিধাবাদী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ।

Last Updated : May 4, 2021, 6:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.