ETV Bharat / state

চাহিদা সত্ত্বেও কেন বন্ধ এশিয়ার বৃহত্তম রেলওয়ে প্রিন্টিং প্রেস, উঠছে প্রশ্ন - Notice

প্রতিদিন সাপ্লাই হয় প্রায় 27 লাখ টিকিট ৷ তারপরও বন্ধ হতে চলেছে এশিয়ার বৃহত্তম রেলওয়ে প্রিন্টিং প্রেস ৷ আর এনিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার কর্মীরা ।

অনশনে কর্মীরা
author img

By

Published : Jul 22, 2019, 10:20 PM IST

Updated : Jul 23, 2019, 9:35 AM IST

হাওড়া, 22 জুলাই : বন্ধ হতে চলেছে এশিয়ার বৃহত্তম রেলওয়ে প্রিন্টিং প্রেস ৷ রেলের তরফে একটি নোটিশ জারি করে একথা জানানো হয় ৷ কিন্তু কেন এই প্রেস বন্ধ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন কর্মীরা ৷

সালটা 1855 ৷ ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের হাত ধরে পথ চলা শুরু করে রেলওয়ে প্রিন্টিং প্রেস ৷ তারপর থেকে রেলকে পরিষেবা দিয়ে আসছে এই প্রেস ৷ বর্তমানে একইভাবে কার্যকর রেলওয়ে প্রিন্টিং প্রেস ৷ প্রতিদিন প্রায় 27 লাখ টিকিট সাপ্লাই হয় হাওড়া ব্রিজ সংলগ্ন এই প্রেস থেকে ৷ শুধু ইস্টার্ন রেলওয়েতে নয়, ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, নর্দান ইস্টার্ন রেলওয়ে, নর্দান ফ্রন্টাল রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে ও নর্দান রেলওয়েকে টিকিট ও নানা প্রিন্টেড প্রতিবেদন সাপ্লাই করে ৷ হাওড়া স্টেশন সংলগ্ন এই প্রেস বর্তমানে কার্ড টিকিট, PRS, UTS, 150 রকমের মানি ভ্যালুর পাশাপাশি প্রায় 700 রকমের ফর্ম সাপ্লাই করে রেলকে ।

চলতি বছর হঠাৎই 164 বছরের পুরোনো এই প্রেস বন্ধের নোটিশ জারি করে কর্তৃপক্ষ ৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন তোলেন কর্মীরা ৷ পরে প্রতিবাদ শুরু করে এই প্রেসের কর্মচারী সংগঠনগুলি ৷ আগে ERMC-র তরফে বিক্ষোভ দেখানো হয়েছিল ৷ আজ ERMU একদিনের অনশন কর্মসূচি শুরু করে ৷ কর্মীদের বক্তব্য, প্রেস বেসরকারিকরণ করতে চাইছে কর্তৃপক্ষ ৷ যার জন্য কিছুদিন আগেই প্রায় 14 কোটি টাকা ব্যয়ে স্পেন থেকে নিয়ে আসা হয়েছে রোটোম্যাক মেশিন ৷ চলছে বিল্ডিং সংস্কারের কাজ ৷

ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের ইস্টার্ন জ়োনের প্রেসিডেন্ট বিনোদ শর্মা বলেন, "বেসরকারিকরণ করার জন্য বন্ধ করা হচ্ছে এই প্রেস ৷ কর্মীদের অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে বেসরকারি উদ্যোক্তাদের হাতে প্রেসকে তুলে দিতে চাইছে ৷ তারপর সরকারি জমিতে মুনাফা নেবে সেই সংস্থা ৷ আমার রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু তারা কথা বলতে অস্বীকার করে ৷ "

AIRF-এর সর্বভারতীয় প্রেসিডেন্ট শিবগোপাল মিশ্র বলেন, "আচমকা রেল বোর্ডকে অনুরোধ করব ৷ যদি না শোনা হয় তাহলে আরও বড় আন্দোলন করব ৷"

হাওড়া, 22 জুলাই : বন্ধ হতে চলেছে এশিয়ার বৃহত্তম রেলওয়ে প্রিন্টিং প্রেস ৷ রেলের তরফে একটি নোটিশ জারি করে একথা জানানো হয় ৷ কিন্তু কেন এই প্রেস বন্ধ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন কর্মীরা ৷

সালটা 1855 ৷ ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের হাত ধরে পথ চলা শুরু করে রেলওয়ে প্রিন্টিং প্রেস ৷ তারপর থেকে রেলকে পরিষেবা দিয়ে আসছে এই প্রেস ৷ বর্তমানে একইভাবে কার্যকর রেলওয়ে প্রিন্টিং প্রেস ৷ প্রতিদিন প্রায় 27 লাখ টিকিট সাপ্লাই হয় হাওড়া ব্রিজ সংলগ্ন এই প্রেস থেকে ৷ শুধু ইস্টার্ন রেলওয়েতে নয়, ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, নর্দান ইস্টার্ন রেলওয়ে, নর্দান ফ্রন্টাল রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে ও নর্দান রেলওয়েকে টিকিট ও নানা প্রিন্টেড প্রতিবেদন সাপ্লাই করে ৷ হাওড়া স্টেশন সংলগ্ন এই প্রেস বর্তমানে কার্ড টিকিট, PRS, UTS, 150 রকমের মানি ভ্যালুর পাশাপাশি প্রায় 700 রকমের ফর্ম সাপ্লাই করে রেলকে ।

চলতি বছর হঠাৎই 164 বছরের পুরোনো এই প্রেস বন্ধের নোটিশ জারি করে কর্তৃপক্ষ ৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে প্রশ্ন তোলেন কর্মীরা ৷ পরে প্রতিবাদ শুরু করে এই প্রেসের কর্মচারী সংগঠনগুলি ৷ আগে ERMC-র তরফে বিক্ষোভ দেখানো হয়েছিল ৷ আজ ERMU একদিনের অনশন কর্মসূচি শুরু করে ৷ কর্মীদের বক্তব্য, প্রেস বেসরকারিকরণ করতে চাইছে কর্তৃপক্ষ ৷ যার জন্য কিছুদিন আগেই প্রায় 14 কোটি টাকা ব্যয়ে স্পেন থেকে নিয়ে আসা হয়েছে রোটোম্যাক মেশিন ৷ চলছে বিল্ডিং সংস্কারের কাজ ৷

ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের ইস্টার্ন জ়োনের প্রেসিডেন্ট বিনোদ শর্মা বলেন, "বেসরকারিকরণ করার জন্য বন্ধ করা হচ্ছে এই প্রেস ৷ কর্মীদের অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে বেসরকারি উদ্যোক্তাদের হাতে প্রেসকে তুলে দিতে চাইছে ৷ তারপর সরকারি জমিতে মুনাফা নেবে সেই সংস্থা ৷ আমার রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম ৷ কিন্তু তারা কথা বলতে অস্বীকার করে ৷ "

AIRF-এর সর্বভারতীয় প্রেসিডেন্ট শিবগোপাল মিশ্র বলেন, "আচমকা রেল বোর্ডকে অনুরোধ করব ৷ যদি না শোনা হয় তাহলে আরও বড় আন্দোলন করব ৷"

Intro:সালটা ১৮৫৫। ব্রিটিশ ভারতে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের হাত ধরে পথ চলা শুরু করেছিল হাওড়ার রেলওয়ে প্রিন্টিং প্রেস। যা কার্যত এশিয়ার বৃহত্তম প্রিন্টিং প্রেস। এরপর কার্যত সর্ব্বোচ্চ সুনামের সঙ্গেই একাধিক রেলকে পরিষেবা দিয়ে এসেছে এই প্রেস। বর্তমানেও যে এর কার্যকারিতা কমে গিয়েছে তা কোনোভাবেই বলা যায় না। কারণ হিসাব বলছে প্রতি দিন প্রায় ২৭ লক্ষ টিকিট সাপ্লাই হয় হাওড়ার ব্রিজ সংলগ্ন এই প্রেস থেকে। এছাড়াও ইস্টার্ন রেলওয়েই শুধু নয়, পাশাপাশি ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, নর্দান ইস্টার্ন রেলওয়ে, নর্দান ফ্রন্টাল রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে , নর্দান রেলওয়েকেও সমস্ত টিকিট ও নানা প্রিন্টেড আর্টিকেল সাপ্লাই করে। ফলে এরকম একটি চালু প্রেসকে কেন বন্ধ করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন কর্মীরা।


Body:১৬৪ বছরের এই প্রেস হঠাৎই বন্ধের নোটিশ জারি করা হয় রেলের তরফে। তারপরই প্রতিবাদে নামে এখানকার কর্মচারী সংগঠনগুলি। ইআরএমসির পর আজ সকাল থেকে ইআরএমইউ শুরু করে একদিনের অনশন কর্মসূচি। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে স্পেন থেকে নিয়ে আসা হয় রোটোম্যাক মেশিন। চলছে বিল্ডিং রেনভেশণের কাজও। এবিষয়ে প্রতিবাদ জানিয়ে কদিন আগে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের ইস্টার্ন জোনের প্রেসিডেন্ট বিনোদ শর্মা জানান, বেসরকারিকরণ করার লক্ষ্যে বন্ধ করা হচ্ছে রেলওয়ে প্রিন্টিং প্রেস। কর্মীদের অন্য জায়গায় স্থানান্তর করে এই প্রেস তুলে দিতে চাইছে বেসরকারি উদ্যোক্তাদের হাতে। সরকারি জমিতে মুনাফা করবে সেই সংস্থা। আমরা রেলের সঙ্গে কথা বলতে চাইলেও তারা কথা বলতে চায়নি। আজ এআইআরএফ এর সর্ব ভারতীয় প্রেসিডেন্ট শিব গোপাল মিশ্রও একই সুরে কথা বলেন। তার কথায়, আমরা রেল বোর্ডকে অনুরোধ করব। যদি না শোনা হয় তাহলে আরও আন্দোলন বাড়বে।
হাওড়া স্টেশন সংলগ্ন এই প্রেস বর্তমানে, কার্ড টিকিট, পিআরএস, ইউটিএস,১৫০ রকমের মানি ভ্যালু র পাশাপাশি প্রায় ৭০০ রকমের ফর্ম সাপ্লাই করে রেলকে।


Conclusion:
Last Updated : Jul 23, 2019, 9:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.