ETV Bharat / state

অরূপ রায়ের গেট টুগেদার, রাজীব অনুগামীদের চা চক্র - Rathin Chakraborty arrange tea chakra

সূত্রের খবর বৈঠকে অরূপ রায় ঘনিষ্ঠ হাওড়ার বিধায়করা এবং প্রাক্তন কাউন্সিলররা উপস্থিত ছিলেন । এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি, ব্লক স্তরের নেতারাও উপস্থিত ছিলেন অরূপ রায়ের মিটিংয়ে । তবে এই বৈঠকে ছিলেন না সদরের সভাপতি লক্ষ্মীরতন শুক্লা ।

অরূপ রায়ের গেট টুগেদারে
অরূপ রায়ের গেট টুগেদারে
author img

By

Published : Dec 14, 2020, 6:42 AM IST

হাওড়া, 14 ডিসেম্বর : হাওড়ার লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে রবিবার দুপুরে নিজের অনুগত নেতাদের নিয়ে সভা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় । এনিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা শুরু হয়েছে । একদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মান ভাঙানোর জন্য আলোচনায় বসেছে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব ৷ অন্যদিকে তখন নিজের অনুগামীদের নিয়ে অরূপ রায়ের বৈঠক যথেষ্ট তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহল ।

সূত্রের খবর বৈঠকে অরূপ রায় ঘনিষ্ঠ হাওড়ার বিধায়করা এবং প্রাক্তন কাউন্সিলররা উপস্থিত ছিলেন । এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি, ব্লক স্তরের নেতারাও উপস্থিত ছিলেন অরূপ রায়ের মিটিংয়ে । তবে এই বৈঠকে ছিলেন না সদরের সভাপতি লক্ষ্মীরতন শুক্লা । যদিও মিটিংয়ের কথা অস্বীকার করেন অরূপ রায় ৷ তিনি বলেন, এটি একটি গেট টুগেদার ছিল ৷ এবং এটি অনেক আগে থেকেই ঠিক করা ছিল ৷

অরূপ রায়ের গেট টুগেদারের

অন্যদিকে, সন্ধ্যায় মধ্য হাওড়ায় রায় ভবনে পালটা চা চক্রের আয়োজন করেন রাজীব অনুগামীরা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও কয়েকজন প্রাক্তন কাউন্সিলর ৷ ছিলেন শ’খানেক তৃণমূল কর্মীও । হলের বাইরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও ভিতরে ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাট আউট । এই বিষয়ে রথীন চক্রবর্তী জানান, ‘‘রাজীব বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ৷ তাঁর নামে জয়ধ্বনি দিলে কোনও অসুবিধা নেই ।’’ তবে এই অনুষ্ঠানকে তিনি অরূপ রায়ের গেট টুগেদারের পালটা চা চক্র বলতে নারাজ ।

হাওড়া, 14 ডিসেম্বর : হাওড়ার লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে রবিবার দুপুরে নিজের অনুগত নেতাদের নিয়ে সভা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় । এনিয়ে তৃণমূলের অন্দরে জল্পনা শুরু হয়েছে । একদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মান ভাঙানোর জন্য আলোচনায় বসেছে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব ৷ অন্যদিকে তখন নিজের অনুগামীদের নিয়ে অরূপ রায়ের বৈঠক যথেষ্ট তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহল ।

সূত্রের খবর বৈঠকে অরূপ রায় ঘনিষ্ঠ হাওড়ার বিধায়করা এবং প্রাক্তন কাউন্সিলররা উপস্থিত ছিলেন । এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি, ব্লক স্তরের নেতারাও উপস্থিত ছিলেন অরূপ রায়ের মিটিংয়ে । তবে এই বৈঠকে ছিলেন না সদরের সভাপতি লক্ষ্মীরতন শুক্লা । যদিও মিটিংয়ের কথা অস্বীকার করেন অরূপ রায় ৷ তিনি বলেন, এটি একটি গেট টুগেদার ছিল ৷ এবং এটি অনেক আগে থেকেই ঠিক করা ছিল ৷

অরূপ রায়ের গেট টুগেদারের

অন্যদিকে, সন্ধ্যায় মধ্য হাওড়ায় রায় ভবনে পালটা চা চক্রের আয়োজন করেন রাজীব অনুগামীরা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও কয়েকজন প্রাক্তন কাউন্সিলর ৷ ছিলেন শ’খানেক তৃণমূল কর্মীও । হলের বাইরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ও ভিতরে ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাট আউট । এই বিষয়ে রথীন চক্রবর্তী জানান, ‘‘রাজীব বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ৷ তাঁর নামে জয়ধ্বনি দিলে কোনও অসুবিধা নেই ।’’ তবে এই অনুষ্ঠানকে তিনি অরূপ রায়ের গেট টুগেদারের পালটা চা চক্র বলতে নারাজ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.