ETV Bharat / state

Anti Social killed in Domjur : ডোমজুড়ে গুলি করে খুন কুখ্যাত দুষ্কৃতীকে, ধৃত 1 - anti social shot dead in howrah domjur

পুরনো শত্রুতার জেরেই এই খুন (Anti Social killed in Domjur) বলে অনুমান পুলিশের ৷ মৃত দুষ্কৃতীর নাম তাপস দলুই ওরফে কাক তাপস ৷

Howrah Crime News
ডোমজুড়ে গুলি করে খুন কুখ্যাত দুষ্কৃতীকে
author img

By

Published : May 15, 2022, 4:34 PM IST

Updated : May 15, 2022, 5:32 PM IST

ডোমজুড়, 15 মে : রবিবার সকালে হাওড়া ডোমজুড়ে গুলি চালিয়ে খুন করা হল এক দুষ্কৃতীকে (Anti Social killed in Domjur) । মৃতের নাম তাপস দলুই ৷ দুই সমাজ বিরোধী গোষ্ঠীর মধ্যে পুরনো শত্রুতার জেরে এই খুন বলে অনুমান পুলিশের ৷ এই ঘটনায় ইতিমধ্যেই এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

ডোমজুড়ের মাকড়দহ মালিক পাড়া এলাকায় এদিন ঘটনাটি ঘটে ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুব কাছ থেকে এদিন গুলি করা হয় তাপস দলুই ওরফে কাক তাপস নামে ওই দুষ্কৃতীকে ৷ একটি গুলি তার মাথায় লাগে, বাকি 4টে গুলি শরীর ভেদ করে চলে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ ঘটনাস্থল থেকে একটি বাইক উদ্ধার করেছে ডোমজুড় থানার পুলিশ ৷ দুষ্কৃতীরা এই বাইকে করে এসেছিল বলে মনে করা হচ্ছে ৷

রবিবার সকালে হাওড়া ডোমজুড়ে গুলি করে খুন করা হয় তাপস দলুইকে

আরও পড়ুন : 'সিরাজের বেগম' পল্লবীর রহস্যমৃত্যু, গড়ফার বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ

তাপস দলুইের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ডোমজুড় থানায় ৷ সম্প্রতি এক মামলায় সে জেলেও খাটে ৷ দিন কয়েক আগেই জেল থেকে ছাড়া পায় কাক তাপস ৷ পুরনো শত্রুতার জন্যই এই খুন বলে তদন্তকারীরা মনে করছেন ৷ এদিন সকালে বাজার করতে বেরিয়েছিল তাপস । স্কুটি নিয়ে মেইন রোডে উঠতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ ৷

ডোমজুড়, 15 মে : রবিবার সকালে হাওড়া ডোমজুড়ে গুলি চালিয়ে খুন করা হল এক দুষ্কৃতীকে (Anti Social killed in Domjur) । মৃতের নাম তাপস দলুই ৷ দুই সমাজ বিরোধী গোষ্ঠীর মধ্যে পুরনো শত্রুতার জেরে এই খুন বলে অনুমান পুলিশের ৷ এই ঘটনায় ইতিমধ্যেই এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷

ডোমজুড়ের মাকড়দহ মালিক পাড়া এলাকায় এদিন ঘটনাটি ঘটে ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুব কাছ থেকে এদিন গুলি করা হয় তাপস দলুই ওরফে কাক তাপস নামে ওই দুষ্কৃতীকে ৷ একটি গুলি তার মাথায় লাগে, বাকি 4টে গুলি শরীর ভেদ করে চলে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ ঘটনাস্থল থেকে একটি বাইক উদ্ধার করেছে ডোমজুড় থানার পুলিশ ৷ দুষ্কৃতীরা এই বাইকে করে এসেছিল বলে মনে করা হচ্ছে ৷

রবিবার সকালে হাওড়া ডোমজুড়ে গুলি করে খুন করা হয় তাপস দলুইকে

আরও পড়ুন : 'সিরাজের বেগম' পল্লবীর রহস্যমৃত্যু, গড়ফার বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ

তাপস দলুইের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ডোমজুড় থানায় ৷ সম্প্রতি এক মামলায় সে জেলেও খাটে ৷ দিন কয়েক আগেই জেল থেকে ছাড়া পায় কাক তাপস ৷ পুরনো শত্রুতার জন্যই এই খুন বলে তদন্তকারীরা মনে করছেন ৷ এদিন সকালে বাজার করতে বেরিয়েছিল তাপস । স্কুটি নিয়ে মেইন রোডে উঠতেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ ৷

Last Updated : May 15, 2022, 5:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.