ETV Bharat / state

Anish Khan Death Case : কর্তব্যে গাফিলতির অভিযোগ, অনির্দিষ্টকালের জন্য ছুটিতে আমতা থানার ওসি - Anish Khan Death Case:

অবশেষে আনিশ খান মৃত্যু রহস্যে নতুন চমক । কর্তব্যে গাফিলতির অভিযোগে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতা থানার অফিসার ইনচার্জকে। দায়িত্বে নতুন ওসি কিঙ্কর মণ্ডল।

Anish Khan Death Case
Anish Khan Death Case
author img

By

Published : Feb 24, 2022, 10:25 PM IST

আমতা, 24 ফেব্রুয়ারি : আনিশ খান মৃত্যুর তদন্ত যত এগোচ্ছে ততই নিত্যনতুন চমকপ্রদ তথ্য সামনে আসছে ৷ গতকাল গ্রেফতার করা হয়েছিল আমতা থানার দুই পুলিশ কর্মীকে ৷ আজ থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হল ৷ দায়িত্বে এলেন নতুন ওসি কিঙ্কর মণ্ডল ৷ সূত্রের খবর, কতর্ব্যে গাফিলতির অভিযোগেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে ভবানী ভবন ৷

জানা গিয়েছে, গতকাল দেবব্রত চক্রবর্তীকে ভবানী ভবনে ডেকে রীতিমতো জেরা করা হয় ৷ তাঁর বক্তব্যে অনেক অসংগতি প্রকাশ পেয়েছে বলেই সিট সূত্রে খবর ৷ পাশাপাশি ওসি-র গ্রেফতারির দাবিতে আজ আমতা থানা ঘেরাও করা হয় ৷ পরিস্থিতি বেগতিক দেখে, আমতা থানার ওসিকে ছুটিতে পাঠিয়ে দায়িত্বে আনা হয়েছে কিঙ্কর মণ্ডলকে ৷ স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্য ছিলেন কিঙ্কর মণ্ডল ।

আনিশ-কাণ্ডে গতকাল গ্রেফতার হওয়া দুই পুলিশ কর্মীকে উলুবেড়িয়া আদালতে তোলা হয় ৷ তার আগে সংবাদমাধ্যমে সামনে রীতিমতো বোমা ফাটান ধৃত দু'জন ৷ তাঁরা সরাসরি আমতা থানার ওসির দিকে আঙুন তোলেন ৷ কাশীনাথ বেরা এবং প্রীতম ভট্টাচার্য নামে ধৃত দু'জনের অভিযোগ, তাঁদের বলির পাঁঠা বানানো হয়েছে ৷ আমতা অফিসার ইনচার্জের নির্দেশেই সেদিন রাতে আনিশের বাড়ি গিয়েছিলেন তাঁরা ৷ ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা ইতিমধ্যেই দাবি করেছেন ঘটনার সিবিআই তদন্তের ৷ তাঁর স্বামী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আনিশ খানের বাড়িতে গিয়েছিলেন বলেও তাঁর দাবি ৷

আরও পড়ুন : Anish Khan Death Case : ওসির নির্দেশেই গিয়েছিলেন আনিশের বাড়ি, বিস্ফোরক ধৃত দুই পুলিশ কর্মী

এদিকে ধৃত দুই পুলিশ কর্মীর অভিযোগের পরই আমতা থানা ঘেরাও করেন আনিশের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ৷ সিবিআই তদন্তের পাশাপাশি ওসি-র গ্রেফতারির দাবিতে সরব হন তাঁরা ৷ ব্যারিকেড ভেঙে থানর ভেতরে ঢোকার চেষ্টা করেন ৷ বিক্ষোভকারীদের কোনওমতে সামাল দেন পুলিশ ৷ পরিস্থিতি বুঝে দেরি না-করে সিটের সুপারিশে আজই ওসি-কে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভবানী ভবন ৷ মনে করা হচ্ছে, আমতার ওসি পরিবর্তন করে সিবিআই তদন্তে অনড় আনিশের পরিবারকে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

আমতা, 24 ফেব্রুয়ারি : আনিশ খান মৃত্যুর তদন্ত যত এগোচ্ছে ততই নিত্যনতুন চমকপ্রদ তথ্য সামনে আসছে ৷ গতকাল গ্রেফতার করা হয়েছিল আমতা থানার দুই পুলিশ কর্মীকে ৷ আজ থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হল ৷ দায়িত্বে এলেন নতুন ওসি কিঙ্কর মণ্ডল ৷ সূত্রের খবর, কতর্ব্যে গাফিলতির অভিযোগেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে ভবানী ভবন ৷

জানা গিয়েছে, গতকাল দেবব্রত চক্রবর্তীকে ভবানী ভবনে ডেকে রীতিমতো জেরা করা হয় ৷ তাঁর বক্তব্যে অনেক অসংগতি প্রকাশ পেয়েছে বলেই সিট সূত্রে খবর ৷ পাশাপাশি ওসি-র গ্রেফতারির দাবিতে আজ আমতা থানা ঘেরাও করা হয় ৷ পরিস্থিতি বেগতিক দেখে, আমতা থানার ওসিকে ছুটিতে পাঠিয়ে দায়িত্বে আনা হয়েছে কিঙ্কর মণ্ডলকে ৷ স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্য ছিলেন কিঙ্কর মণ্ডল ।

আনিশ-কাণ্ডে গতকাল গ্রেফতার হওয়া দুই পুলিশ কর্মীকে উলুবেড়িয়া আদালতে তোলা হয় ৷ তার আগে সংবাদমাধ্যমে সামনে রীতিমতো বোমা ফাটান ধৃত দু'জন ৷ তাঁরা সরাসরি আমতা থানার ওসির দিকে আঙুন তোলেন ৷ কাশীনাথ বেরা এবং প্রীতম ভট্টাচার্য নামে ধৃত দু'জনের অভিযোগ, তাঁদের বলির পাঁঠা বানানো হয়েছে ৷ আমতা অফিসার ইনচার্জের নির্দেশেই সেদিন রাতে আনিশের বাড়ি গিয়েছিলেন তাঁরা ৷ ধৃত হোমগার্ড কাশীনাথ বেরার স্ত্রী রাখি বেরা ইতিমধ্যেই দাবি করেছেন ঘটনার সিবিআই তদন্তের ৷ তাঁর স্বামী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আনিশ খানের বাড়িতে গিয়েছিলেন বলেও তাঁর দাবি ৷

আরও পড়ুন : Anish Khan Death Case : ওসির নির্দেশেই গিয়েছিলেন আনিশের বাড়ি, বিস্ফোরক ধৃত দুই পুলিশ কর্মী

এদিকে ধৃত দুই পুলিশ কর্মীর অভিযোগের পরই আমতা থানা ঘেরাও করেন আনিশের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ৷ সিবিআই তদন্তের পাশাপাশি ওসি-র গ্রেফতারির দাবিতে সরব হন তাঁরা ৷ ব্যারিকেড ভেঙে থানর ভেতরে ঢোকার চেষ্টা করেন ৷ বিক্ষোভকারীদের কোনওমতে সামাল দেন পুলিশ ৷ পরিস্থিতি বুঝে দেরি না-করে সিটের সুপারিশে আজই ওসি-কে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভবানী ভবন ৷ মনে করা হচ্ছে, আমতার ওসি পরিবর্তন করে সিবিআই তদন্তে অনড় আনিশের পরিবারকে বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.