হাওড়া, 5 জুন : মদ খাবার টাকা না দেওয়ায় এক সিভিক ভলান্টিয়ার ও তার দু‘জন সঙ্গীর হাতে বেধড়ক মার খেলেন এক বৃদ্ধ । ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দান এলাকায় । গুরুতর জখম অবস্থায় সুনীলবরণ বোস ( ৬৮ ) নামে ওই বৃদ্ধকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে । তিনি হাওড়া থানা এলাকার বাসিন্দা ।
জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য হাওড়া ময়দান এলাকায় গিয়েছিলেন সুনীলবাবু । তখন সুরজিৎ দে নামে এক সিভিক ভলান্টিয়ার তাঁকে পিছন থেকে ডাকে । এরপর ওই ভলান্টিয়ার তাঁর রাস্তা আটকে দাঁড়ায় । অভিযোগ সেই সময়েই তাঁর থেকে মদ খাবার টাকা চায় অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার । তিনি টাকা দিতে রাজি না হলে তাঁকে মারধর করে জোর করে টাকা ছিনিয়ে নেয় সে এবং তাঁর দুই সঙ্গী । এই ঘটনায় হাওড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । আহত ওই বৃদ্ধকে প্রথমে হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
এই প্রসঙ্গে ওই বৃদ্ধের ভাগনে প্রসেনজিৎ সরকার জানিয়েছেন, গতকাল রাত্রে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন । সেই সময় লালু নামে এক সিভিক ভলান্টিয়ার সাঙ্গপাঙ্গ নিয়ে সমীরবাবুর উপর হামলা চালায় । টাকা দিতে রাজি না হলে ছিনিয়ে নেওয়া হয় টাকা । ঘটনার পরে রাত্রে ওই অভিযুক্তের বাড়ির লোকজন তাঁদের বাড়িতে এসে আড়াইশ টাকা ফেরত দিয়ে যায় । তিনি আরও অভিযোগ করে বলেন, তাঁর মামা এখন চিকিৎসাধীন । তাঁর থেকে কত টাকা নেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না । একটি চোখ গুরুতর জখম। হাসপাতালে তাঁকে ট্রমা কেয়ার ইউনিট রাখা হয়েছে । তাঁর মাথায় এখনও অস্ত্রপচার করা যাচ্ছে না ।
আরও পড়ুন : টিকাকরণে স্বজনপোষণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বচসায় বেরলো পিস্তল
গোটা ঘটনার কথা প্রসেনজিৎ তাঁর ফেসবুকে পোস্ট করে ন্যায্য বিচারের দাবি জানান । ঘটনার কথা জানাজানি হতেই নড়েচড়ে বসে হাওড়া পুলিশ প্রশাসন । অভিযুক্ত ওই সিভিক পুলিশকে গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ । তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে ।