ETV Bharat / state

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ বালিতে - gang rape today

বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবক ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে । ঘটনাটি বালির রামচন্দ্রপুরের ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 3, 2019, 12:23 PM IST

Updated : Aug 3, 2019, 1:08 PM IST

বালি, 3 অগাস্ট : বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবক ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে । গতকাল গভীর রাতে তারা কিশোরীর বাড়ি যায় ৷ অভিযোগ, সেখান থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ৷ এদিকে অভিযুক্তদের ধরতে গেলে আক্রান্ত হয় নির্যাতিতার দাদুও ৷ ঘটনায় নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷

রাত 12টা নাগাদ বাড়িতে এসে মামার পরিচয় দিয়ে ওই কিশোরীকে ডাকে প্রতিবেশী যুবক ৷ অভিযোগ, কিশোরী বাড়ির বাইরে আসতেই তার মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই গণধর্ষণ করা হয়ে তাকে ৷ রাত 1টা নাগাদ তার মাসি শৌচাগারে যেতে গিয়ে দেখেন সে ঘরে নেই ৷ খোঁজ শুরু হয় ৷ কিছুক্ষণ পরে মাসি দেখতে পান ওই পরিত্যক্ত বাড়ির মধ্যে কিশোরীর উপর অত্যাচার চলছে । মাসিকে দেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা ৷ এমন কী, ওই মেয়েটিকেও জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে । তবে শেষ পর্যন্ত না পেরে বাড়ির সামনের একটি ঝোপের মধ্যে ফেলে দিয়ে যায় । কিছুক্ষণ পরে ওই যুবক ও তার এক বন্ধুকে দেখতে পেয়ে কিশোরীর দাদু ধরতে যায় ৷ কিন্তু দাদুকে মারধর করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় তারা ।

কিশোরীর মাসি বলেন, "বিছানায় দেখতে না পেয়ে খুঁজতে শুরু করি ৷ পরে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে দেখতে পাই ৷ ওরা আমাদের মেয়েকেও নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ কিন্তু পারেনি ৷ প্রথমে একজনকে দেখতে পাই ৷ পরে আরও একজনকে দেখতে পাই ৷ "

ঘটনার পর থেকে ওই তিনজন পলাতক । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নিশ্চিন্দা থানার পুলিশ । ঘটনার তদন্ত চলছে ৷

বালি, 3 অগাস্ট : বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবক ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে । গতকাল গভীর রাতে তারা কিশোরীর বাড়ি যায় ৷ অভিযোগ, সেখান থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ৷ এদিকে অভিযুক্তদের ধরতে গেলে আক্রান্ত হয় নির্যাতিতার দাদুও ৷ ঘটনায় নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷

রাত 12টা নাগাদ বাড়িতে এসে মামার পরিচয় দিয়ে ওই কিশোরীকে ডাকে প্রতিবেশী যুবক ৷ অভিযোগ, কিশোরী বাড়ির বাইরে আসতেই তার মুখ চেপে ধরে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই গণধর্ষণ করা হয়ে তাকে ৷ রাত 1টা নাগাদ তার মাসি শৌচাগারে যেতে গিয়ে দেখেন সে ঘরে নেই ৷ খোঁজ শুরু হয় ৷ কিছুক্ষণ পরে মাসি দেখতে পান ওই পরিত্যক্ত বাড়ির মধ্যে কিশোরীর উপর অত্যাচার চলছে । মাসিকে দেখে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা ৷ এমন কী, ওই মেয়েটিকেও জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে । তবে শেষ পর্যন্ত না পেরে বাড়ির সামনের একটি ঝোপের মধ্যে ফেলে দিয়ে যায় । কিছুক্ষণ পরে ওই যুবক ও তার এক বন্ধুকে দেখতে পেয়ে কিশোরীর দাদু ধরতে যায় ৷ কিন্তু দাদুকে মারধর করে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় তারা ।

কিশোরীর মাসি বলেন, "বিছানায় দেখতে না পেয়ে খুঁজতে শুরু করি ৷ পরে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে দেখতে পাই ৷ ওরা আমাদের মেয়েকেও নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ কিন্তু পারেনি ৷ প্রথমে একজনকে দেখতে পাই ৷ পরে আরও একজনকে দেখতে পাই ৷ "

ঘটনার পর থেকে ওই তিনজন পলাতক । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় নিশ্চিন্দা থানার পুলিশ । ঘটনার তদন্ত চলছে ৷

Intro:বালির রামচন্দ্রপুরে নাবালিকা এক স্কুল ছাত্রীকে শুক্রবার গভীর রাতে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবক ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত পলাতক। নাম মনোজ যাদব। ঘটনার তদন্তে নিশ্চিন্দা থানার পুলিশ।Body:বConclusion:
Last Updated : Aug 3, 2019, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.