ETV Bharat / state

Man Died in Howrah : বহুতলের ছাদ থেকে ফেলে প্রেমিককে খুনের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (police start investigation) ৷ ঘটনায় অভিযুক্ত কেয়া ওরফে টিনাকে গ্রেফতার করেছে পুলিশ ।

Man Died in Howrah
ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে প্রেমিককে খুনের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে
author img

By

Published : Jan 20, 2022, 7:34 PM IST

Updated : Jan 20, 2022, 9:05 PM IST

হাওড়া, 20 জানুয়ারি : ডান্স বারের ছাদ থেকে প্রেমিককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে (allegation agaist lady of killing lover in Howrah) ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের ৷ মৃতের নাম শশীকান্ত মালিক (৩২) ৷ তাঁর বাড়ি হাওড়ার রাজাপুরে বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাউড়িয়ার বীরশিবপুর এলাকায় ।

বহুতলের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে প্রেমিককে খুনের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে

জানা গিয়েছে, শশীকান্ত বারে গান গাইতেন আর তাঁর প্রেমিকা কেয়া সরকার ওরফে টিনা ওই বারেই ডান্সার হিসাবে কাজ করতেন । দু'জনেই বিবাহিত ছিলেন, কিন্তু তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ৷ শুরু হয় দু'জনের প্রেম পর্ব ৷ বুধবার রাতে বাউড়িয়ার একটি বারে অনুষ্ঠান চলাকালীন ছাদে যায় শশীকান্ত ও কেয়া ৷ অভিযোগ, সেই সময় ওই যুবককে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় কেয়া ৷ উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শশীকান্তকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : আদিবাসী মহিলাকে গণধর্ষণে 4 অভিযুক্তকে 20 বছরের সাজা দিল বোলপুর আদালত

এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতের দাদা শশাঙ্ক মালিকের দাবি, তাঁর ভাইকে পরিকল্পনা করে খুন করা হয়েছে । তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছে ভাইয়ের মৃতদেহ দেখেছেন এবং তিনি নিশ্চিত তার ভাইকে খুন করা হয়েছে । ঘটনায় অভিযুক্ত কেয়া ওরফে টিনাকে গ্রেফতার করেছে পুলিশ । তাকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন ।

হাওড়া, 20 জানুয়ারি : ডান্স বারের ছাদ থেকে প্রেমিককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে (allegation agaist lady of killing lover in Howrah) ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের ৷ মৃতের নাম শশীকান্ত মালিক (৩২) ৷ তাঁর বাড়ি হাওড়ার রাজাপুরে বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাউড়িয়ার বীরশিবপুর এলাকায় ।

বহুতলের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে প্রেমিককে খুনের অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে

জানা গিয়েছে, শশীকান্ত বারে গান গাইতেন আর তাঁর প্রেমিকা কেয়া সরকার ওরফে টিনা ওই বারেই ডান্সার হিসাবে কাজ করতেন । দু'জনেই বিবাহিত ছিলেন, কিন্তু তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ৷ শুরু হয় দু'জনের প্রেম পর্ব ৷ বুধবার রাতে বাউড়িয়ার একটি বারে অনুষ্ঠান চলাকালীন ছাদে যায় শশীকান্ত ও কেয়া ৷ অভিযোগ, সেই সময় ওই যুবককে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় কেয়া ৷ উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শশীকান্তকে মৃত বলে ঘোষণা করেন ৷

আরও পড়ুন : আদিবাসী মহিলাকে গণধর্ষণে 4 অভিযুক্তকে 20 বছরের সাজা দিল বোলপুর আদালত

এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতের দাদা শশাঙ্ক মালিকের দাবি, তাঁর ভাইকে পরিকল্পনা করে খুন করা হয়েছে । তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছে ভাইয়ের মৃতদেহ দেখেছেন এবং তিনি নিশ্চিত তার ভাইকে খুন করা হয়েছে । ঘটনায় অভিযুক্ত কেয়া ওরফে টিনাকে গ্রেফতার করেছে পুলিশ । তাকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন ।

Last Updated : Jan 20, 2022, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.