চেঙ্গাইল, 6 জুলাই : দেড় মাসের কাছাকাছি কড়া বিধিনিষেধ জারি ছিল রাজ্যে । 1 জুলাই থেকে চালু করা হয় গণপরিবহণ ব্যবস্থা । তবে বাস, অটো চললেও চালু করা হয়নি লোকাল ট্রেন পরিষেবা । লোকাল ট্রেন চালুর দাবিতে এবার দক্ষিণ-পূর্ব রেলের চেঙ্গাইল স্টেশনে অবরোধ করল যাত্রীরা । মঙ্গলবার সকাল থেকেই ট্রেন চালুর দাবিতে বিক্ষোভ দেখানো হয় । বেলা যত বাড়তে থাকে ততই উত্তপ্ত হয়ে ওঠে স্টেশন চত্বর । এরপরই নিত্য যাত্রী ও স্থানীয় বাসিন্দারা রেললাইনে অবরোধ শুরু করে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও জিআরপির বিশাল বাহিনী । জানা গিয়েছে , দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে রেলের স্টাফ স্পেশাল ট্রেনগুলি । স্থানীয় বাসিন্দা ও নিত্যযাত্রীদের দাবি, স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা খুবই কম । কাজকর্মে যাওয়ার ক্ষেত্রে তাঁদের প্রচুর সমস্যা হচ্ছে । খরচও হচ্ছে অনেক । তাই অবিলম্বে লোকাল ট্রেন চালাতে হবে । আরপিএফ ও জিআরপির আধিকারিকরা অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন ।
আরও পড়ুন: নেপথ্যে কি ব্ল্যাকমেল? বালিতে জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড় পামেলা আত্মঘাতী
সম্প্রতি পূর্ব রেলের তরফে রাজ্য সরকারকে লোকাল ট্রেন পরিষেবা চালু করার অনুরোধ জানানো হলেও রাজ্য সরকার রেলের প্রস্তাবে অসম্মতি জানায় । যদিও রেলের তরফে স্টাফ স্পেশাল ট্রেনে যাত্রীদের ভিড় কমানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হয় । 150টি নতুন স্টাফ স্পেশাল ট্রেন চালানোর কথা সম্প্রতি ঘোষণা করে রেল মন্ত্রক । উল্লেখ্য, করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা । গত বছর, 23 মার্চ থেকে 10 নভেম্বর পর্যন্ত, দীর্ঘ 9 মাস বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা । সংক্রমণ কমার পর গত বছর 11 নভেম্বর ফের চালু হয় লোকাল ট্রেন । কিন্তু, করোনার দ্বিতীয় ওয়েভে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় ফের বন্ধ করে দেওয়া হয় সব লোকাল ট্রেন পরিষেবা । স্পেশাল ট্রেনগুলি মূলত রেলের কর্মীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হলেও পরে স্বাস্থ্যকর্মী ও ব্যাঙ্ককর্মীদের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের যাতায়াতের সুবিধা দেওয়া হয় । গত বছর দেশব্যাপী লকডাউন চলার সময়ও বিভিন্ন স্টেশনে স্পেশাল ট্রেনগুলিতে উঠতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখা গিয়েছিল । জুন মাসে লোকাল ট্রেন চালুর দাবিতে অবরোধ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল শিয়ালদা দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশনে ।