হাওড়া, 10জুন : সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা । একই গতিতে সংক্রমণ ছড়াচ্ছে হাওড়াতেও । লকডাউন শিথিল হলেও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণ ঠেকানোই চ্যালেঞ্জ প্রশাসনের কাছে । এমতাবস্থায় শহরের কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের হাওড়া এলেন তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল ।
আজ সকাল 10:30 নাগাদ হাওড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করেন তাঁরা । সেখানে হাওড়ার জেলাশাসক মুক্তা আর্যর সঙ্গে প্রায় 45 মিনিট সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন । পরে কালেক্ট বিল্ডিং সংলগ্ন হাওড়া হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখেন ওই দলটি । ঘুরে দেখেন হাসপাতালের কোরোনা সেন্টার ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় দলের সঙ্গে ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, হাওড়া পৌর নিগমের কমিশনার ধবল জৈন, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা । হাসপাতালের পরিস্থিতি বেশ কয়েক মিনিট ঘুরে দেখার পর হাসপাতাল ছাড়ে কেন্দ্রীয় দলটি ।
উল্লেখ্য, হাওড়ার অবস্থা বর্তমানে যথেষ্ট চিন্তার । পরিযায়ী শ্রমিক জেলায় ফেরার পর থেকেই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা । সংক্রমণ ও মৃত্যুর স্কেল বলছে আজ পর্যন্ত হাওড়ায় সংক্রমিত হয়েছে 1500 জন যার মধ্যে 908 জন এখনও শহরের ও পার্শ্ববর্তী শহর কলকাতার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন । মৃত্যু হয়েছে মোট 53 জনের । ফলে স্বাস্থ্য ব্যবস্থা এখন কোন পর্যায়ে তা দেখতেই এই পর্যবেক্ষণে আসা কেন্দ্রীয় দলের ।