হাওড়া, 7 ডিসেম্বর: সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রহৃত হলেন হাওড়া কোর্টের উকিল ও তাঁর স্ত্রী(Howrah Court Advocate Beaten at Howrah Sadar Hospital)। হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ৷ বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া সদর হাসপাতালের বহির্বিভাগে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয় হাওড়া থানার পুলিশ ৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয় পুলিশ ৷
হাওড়া সদর হাসপাতালে স্বামীকে নিয়ে চিকিৎসা করাতে এসেছিলেন বিজয়লক্ষ্মী । টিকিট কাউন্টারে দেওয়ার মতো দু'টাকা খুচরো না-থাকায় লম্বা লাইনে অন্য আরেকজনের থেকে চেয়ে তা কাউন্টারে দেন । এরপর তাঁর কাগজ কাউন্টারের কর্মী ছুড়ে ফেলে দিয়ে স্বামীকে ডেকে আনতে বলেন । সেইমতো বিজয়লক্ষ্মী দেবী স্বামীকে ডেকে আনেন ৷ তিনি এসে কাগজ ছুড়ে ফেলে দেওয়ার কারণ জানতে চাওয়ায় ওই কাউন্টার থেকে এক মহিলা ও এক পুরুষ কর্মী বেরিয়ে তাঁদেরকে সকলের সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধর করতে শুরু করেন । পুরো বিষয়টিই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ৷
আরও পড়ুন : সরকারি হাসপাতালের প্রতিটি বিটে এবার কনস্টেবল রাখা হবে, জানাল লালবাজার
আক্রান্ত ব্যক্তি হাওড়া কোর্টে ওকালতি করেন বলে জানা গিয়েছে । সহকর্মীর উপর হামলার খবর শুনে হাসপাতালে আসেন হাওড়া কোর্টের অন্যান্য উকিলরা । ঘটনার নিন্দা করার পাশাপাশি অভিযুক্ত দুই হাসপাতাল কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তাঁরা ।
যদিও এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল সুপার নারায়ণ চট্টোপাধ্যায় জানান, এই ঘটনায় যদি হাসপাতালের কোনও কর্মী যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে । পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখার আশ্বাস দেন তিনি । বুধবারের এই ঘটনার জেরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে হাওড়া হাসপাতাল চত্বরে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানায় হাসপাতালে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা ।
আরও পড়ুন : ঘেরাও মুক্ত হলেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-সহ বাকিরা