ETV Bharat / state

Howrah Fake Doctor : ভুয়ো চিকিৎসক বিনীত কুমারের তিন দিনের পুলিশ হেফাজত - accused sent to 3 days police custody on howrah fake doctor case

ভুয়ো চিকিৎসক কাণ্ডে অভিযুক্ত বিনীত কুমারের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ৷ হাওড়া আদালতের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ অন্য় চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল পুলিশ (Fake doctor detain in howrah) ৷

Howrah Fake Doctor
ভুয়ো চিকিৎসক বিনীত কুমারের তিন দিনের পুলিশ হেফাজত
author img

By

Published : May 8, 2022, 10:34 PM IST

হাওড়া, 8 মে : ভুয়ো চিকিৎসা কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক বিনীতকুমার সিংয়ের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল হাওড়া আদালত ৷ অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলে পুলিশ ৷ সমস্ত ঘটনার তদন্ত করছে বোটানিক্যাল থানা ৷ সেইসঙ্গে চন্দনা হেলথ সেন্টারের মালিক অতনু মাইতি-র জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত (Howrah Court Order 3 Days Police Custody) ৷

অভিযুক্ত বিনীতকুমার সিং আর কোথায় এমবিবিএস পরিচয় ভাঁড়িয়ে চিকিৎসা করত তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ অশোকতরু সেনগুপ্ত ছাড়া তিনি আর কোনও কোনও চিকিৎসকের রেজিস্ট্রেশন ব্যবহার করতেন তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Howrah Fake Doctor : হাওড়ায় পুলিশের জালে ফের ভুয়ো চিকিৎসক

প্রসঙ্গত, গতকাল ভুয়ো চিকিৎসক কাণ্ডে অভিযুক্ত বিনীতকুমার সিং ধরা পড়ে পুলিশের জালে । চিকিৎসক সেজে বছরের পর বছর ধরে অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে রমরমিয়ে ব্যবসা ফেঁদেছিল ভিকে সিং ওরফে বিনীতকুমার সিং নামে অভিযুক্ত । হাওড়ার বাকসারা রোড এলাকার চন্দনা হেলথ সেন্টার নামে একটি ক্লিনিক-সহ বেশ কিছু জায়গায় নিজের ওই জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা করছিল সে । সম্প্রতি ডাঃ অশোকতরু সেনগুপ্ত নামে এক চিকিৎসক মেডিক্যাল কাউন্সিলে এই বিষয়ে অভিযোগ জানান। অভিযোগে উল্লেখ করে তার রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসা চালাচ্ছেন ওই ভুয়াে চিকিৎসক। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জমা পড়ে ব্যাঁটরা থানায়। তারপরে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷

হাওড়া, 8 মে : ভুয়ো চিকিৎসা কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক বিনীতকুমার সিংয়ের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল হাওড়া আদালত ৷ অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলে পুলিশ ৷ সমস্ত ঘটনার তদন্ত করছে বোটানিক্যাল থানা ৷ সেইসঙ্গে চন্দনা হেলথ সেন্টারের মালিক অতনু মাইতি-র জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত (Howrah Court Order 3 Days Police Custody) ৷

অভিযুক্ত বিনীতকুমার সিং আর কোথায় এমবিবিএস পরিচয় ভাঁড়িয়ে চিকিৎসা করত তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ অশোকতরু সেনগুপ্ত ছাড়া তিনি আর কোনও কোনও চিকিৎসকের রেজিস্ট্রেশন ব্যবহার করতেন তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Howrah Fake Doctor : হাওড়ায় পুলিশের জালে ফের ভুয়ো চিকিৎসক

প্রসঙ্গত, গতকাল ভুয়ো চিকিৎসক কাণ্ডে অভিযুক্ত বিনীতকুমার সিং ধরা পড়ে পুলিশের জালে । চিকিৎসক সেজে বছরের পর বছর ধরে অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে রমরমিয়ে ব্যবসা ফেঁদেছিল ভিকে সিং ওরফে বিনীতকুমার সিং নামে অভিযুক্ত । হাওড়ার বাকসারা রোড এলাকার চন্দনা হেলথ সেন্টার নামে একটি ক্লিনিক-সহ বেশ কিছু জায়গায় নিজের ওই জাল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা করছিল সে । সম্প্রতি ডাঃ অশোকতরু সেনগুপ্ত নামে এক চিকিৎসক মেডিক্যাল কাউন্সিলে এই বিষয়ে অভিযোগ জানান। অভিযোগে উল্লেখ করে তার রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসা চালাচ্ছেন ওই ভুয়াে চিকিৎসক। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জমা পড়ে ব্যাঁটরা থানায়। তারপরে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.