ETV Bharat / state

Dengue Death in Howrah: ফের ডেঙ্গিতে হাওড়ায় মৃত্যু এক যুবকের - হাওড়ায় এ নিয়ে ডেঙ্গিতে মৃতের সংখ্যা দাঁড়াল 3

হাওড়াতে ফের ডেঙ্গিতে (Dengue)মৃত্যু হল এক যুবকের। সম্প্রতি তিন জনের ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল এই জেলায় (Dengue Death in Howrah)। চিন্তায় ঘুম উড়েছে শহরবাসীর ৷

Dengue Death in Howrah
ফের ডেঙ্গিতে মৃত্যু এক যুবকের
author img

By

Published : Sep 6, 2022, 10:40 PM IST

হাওড়া, 6 সেপ্টেম্বর: আবার নতুন করে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল হাওড়াতে (A Youth Died by Dengue)। এবার হাওড়ার বালিতে ডেঙ্গিতে মৃত্যু হল এক যুবকের (Dengue Death in Howrah)। পরিবার সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম তৌসিফ সদর (29)। বালির 49 নম্বর জয় বিবি রোড, বেলুড় ভোটবাগান, ওয়ার্ড নং 58, (পুরাতন 16) বাসিন্দা ছিলেন তৌসিফ।

তৌসিফ পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার (Civil Engineer)৷ মঙ্গলবার সকালে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। চলতি মাসের 1 তারিখে ডেঙ্গির উপসর্গ নিয়ে প্রথমে জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত 3 সেপ্টেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

Dengue Death in Howrah
এবার হাওড়ার বালিতে ডেঙ্গিতে মৃত্যু হল এক যুবকের

সেখানেই এদিন সকালে ডেঙ্গিতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরেই মৃতের পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতের কাকা ওয়াসিফ আখতার জানান, গত 2 সেপ্টেম্বর তাঁকে জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাঁর ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। তাঁর জ্বর 107 ডিগ্রি পর্যন্ত ওঠে। এরপর তাঁকে ফরশোর রোডের কাছে জৈন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত্রেই তাঁদের কাছে ফোন আসে হাসপাতাল থেকে যে তৌসিফের অবস্থা বেগতিক। এরপর এদিন সকালে তাঁর মৃত্যু ঘটে।

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গিতে এবার প্রথম মৃত্যু, মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রাণ গেল এক কিশোরের

তিনি আরও জানান, তৌসিফ একজন ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি একজন ফার্মাসিস্ট হিসাবেও দক্ষ ছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে যথেষ্টই ভেঙে পড়েছেন পরিবার থেকে পরিজনরা ৷ এছাড়াও তিনি বলেন, "বালি এলাকাতে বহু মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। টেস্ট করলেই ডেঙ্গি ধরা পড়ছে।" উল্লেখ্য, হাওড়া শহরে ক্রমবর্ধমান ডেঙ্গির আতঙ্ক চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। দিনদিন এই জেলায় বেড়ে চলেছে মৃতের সংখ্যা ৷

হাওড়া, 6 সেপ্টেম্বর: আবার নতুন করে ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল হাওড়াতে (A Youth Died by Dengue)। এবার হাওড়ার বালিতে ডেঙ্গিতে মৃত্যু হল এক যুবকের (Dengue Death in Howrah)। পরিবার সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম তৌসিফ সদর (29)। বালির 49 নম্বর জয় বিবি রোড, বেলুড় ভোটবাগান, ওয়ার্ড নং 58, (পুরাতন 16) বাসিন্দা ছিলেন তৌসিফ।

তৌসিফ পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার (Civil Engineer)৷ মঙ্গলবার সকালে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। চলতি মাসের 1 তারিখে ডেঙ্গির উপসর্গ নিয়ে প্রথমে জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত 3 সেপ্টেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

Dengue Death in Howrah
এবার হাওড়ার বালিতে ডেঙ্গিতে মৃত্যু হল এক যুবকের

সেখানেই এদিন সকালে ডেঙ্গিতে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর পাওয়ার পরেই মৃতের পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতের কাকা ওয়াসিফ আখতার জানান, গত 2 সেপ্টেম্বর তাঁকে জয়সোয়াল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাঁর ঠিকমতো চিকিৎসা হচ্ছিল না। তাঁর জ্বর 107 ডিগ্রি পর্যন্ত ওঠে। এরপর তাঁকে ফরশোর রোডের কাছে জৈন হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত্রেই তাঁদের কাছে ফোন আসে হাসপাতাল থেকে যে তৌসিফের অবস্থা বেগতিক। এরপর এদিন সকালে তাঁর মৃত্যু ঘটে।

আরও পড়ুন: কলকাতায় ডেঙ্গিতে এবার প্রথম মৃত্যু, মুখ্যমন্ত্রীর পাড়ায় প্রাণ গেল এক কিশোরের

তিনি আরও জানান, তৌসিফ একজন ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি একজন ফার্মাসিস্ট হিসাবেও দক্ষ ছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে যথেষ্টই ভেঙে পড়েছেন পরিবার থেকে পরিজনরা ৷ এছাড়াও তিনি বলেন, "বালি এলাকাতে বহু মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছেন। টেস্ট করলেই ডেঙ্গি ধরা পড়ছে।" উল্লেখ্য, হাওড়া শহরে ক্রমবর্ধমান ডেঙ্গির আতঙ্ক চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। দিনদিন এই জেলায় বেড়ে চলেছে মৃতের সংখ্যা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.