ETV Bharat / state

স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায়, যুবককে পিটিয়ে খুন

author img

By

Published : Aug 31, 2019, 9:57 PM IST

পেশায় লরি চালক গণেশ ৷ অর্জুন তার পূর্ব পরিচিত ৷ সেই সুবাদে বাড়িতে অবাধ যাতাযাত ছিল গণেশের ৷ কয়েক বছর আগে অর্জুনের স্ত্রী ঝুমার (নাম পরিবর্তিত) সঙ্গে গণেশের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ৷ গত রবিবার রাতে অর্জুনের অবর্তমানে তার বাড়ি যায় গণেশ ৷ রাতে বাড়ি ফিরে গণেশ ও ঝুমাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে অর্জুন ৷ এই নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়ে তারা ৷ অভিযোগ, এরপরই গণেশকে বেধড়ক মারধর শুরু করে অর্জুন ৷ মারের চোটে অজ্ঞান হয়ে যায় সে ৷ পরে বাড়ির সামনে ফেলে দিয়ে আসে । পরিবার পরিজন দেখে তাকে হাসপাতালে ভরতি করে । গতকাল তার মৃত্যু হয় ।

গণেশ

জয়পুর, 31 অগাস্ট : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পিটিয়ে খুন করা হল এক যুবককে ৷ জয়পুর থানার কামারগোড়ের ঘটনা ৷ মৃতের নাম গণেশ মালিক(27) । বাড়ি আমতা থানার নারিট তাজপুর গ্রামে ৷ এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ নাম অর্জুন সিং।

পেশায় লরি চালক গণেশ ৷ অর্জুন তার পূর্ব পরিচিত ৷ সেই সুবাদে বাড়িতে অবাধ যাতাযাত ছিল গণেশের ৷ কয়েক বছর আগে অর্জুনের স্ত্রী ঝুমার (নাম পরিবর্তিত) সঙ্গে গণেশের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ৷ গত রবিবার রাতে অর্জুনের অবর্তমানে তার বাড়ি যায় গণেশ ৷ রাতে বাড়ি ফিরে গণেশ ও ঝুমাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে অর্জুন ৷ এই নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়ে তারা ৷ অভিযোগ, এরপরই গণেশকে বেধড়ক মারধর শুরু করে অর্জুন ৷ মারের চোটে অজ্ঞান হয়ে যায় সে ৷ এরপর একটি ভ্যানে করে তার দেহ তুলে নিয়ে গিয়ে বাড়ির সামনে ফেলে দেয় ৷ বিষয়টি নজরে আসে স্থানীয়দের ৷ সোমবার সকালে বাড়ির সামনে গণেশকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আমতা স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । পরে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয় । গতরাতে মারা যায় গণেশ ।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা রবিবার রাতের ঘটনা সম্পর্কে গণেশের বাবা নেপাল মালিককে জানায় ৷ এরপরেই অর্জুনের বিরুদ্ধে জয়পুর থানায় অভিযোগ জানান তিনি ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ পাশাপাশি মৃতদেহটি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

জয়পুর, 31 অগাস্ট : বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পিটিয়ে খুন করা হল এক যুবককে ৷ জয়পুর থানার কামারগোড়ের ঘটনা ৷ মৃতের নাম গণেশ মালিক(27) । বাড়ি আমতা থানার নারিট তাজপুর গ্রামে ৷ এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ নাম অর্জুন সিং।

পেশায় লরি চালক গণেশ ৷ অর্জুন তার পূর্ব পরিচিত ৷ সেই সুবাদে বাড়িতে অবাধ যাতাযাত ছিল গণেশের ৷ কয়েক বছর আগে অর্জুনের স্ত্রী ঝুমার (নাম পরিবর্তিত) সঙ্গে গণেশের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে ৷ গত রবিবার রাতে অর্জুনের অবর্তমানে তার বাড়ি যায় গণেশ ৷ রাতে বাড়ি ফিরে গণেশ ও ঝুমাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে অর্জুন ৷ এই নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়ে তারা ৷ অভিযোগ, এরপরই গণেশকে বেধড়ক মারধর শুরু করে অর্জুন ৷ মারের চোটে অজ্ঞান হয়ে যায় সে ৷ এরপর একটি ভ্যানে করে তার দেহ তুলে নিয়ে গিয়ে বাড়ির সামনে ফেলে দেয় ৷ বিষয়টি নজরে আসে স্থানীয়দের ৷ সোমবার সকালে বাড়ির সামনে গণেশকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে আমতা স্টেট জেনেরাল হাসপাতালে ভরতি করা হয় । পরে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয় । গতরাতে মারা যায় গণেশ ।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা রবিবার রাতের ঘটনা সম্পর্কে গণেশের বাবা নেপাল মালিককে জানায় ৷ এরপরেই অর্জুনের বিরুদ্ধে জয়পুর থানায় অভিযোগ জানান তিনি ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ ৷ পাশাপাশি মৃতদেহটি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Intro:অবৈধ সম্পর্কের জেরে এক যুবক কে পিটিয়ে মারার অভিযোগ উঠল আমতায়। মৃত যুবকের নাম গণেশ মালিক(২৭)। বাড়ি আমতা থানার নারিট তাজপুর গ্রামে।মৃত্যর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ব্যক্তিকে। ধৃত ব্যাক্তি র নাম অর্জুন সিং। ঘটনাটি ঘটেছে জয়পুর থানার কামারগোড়ে। জানা গিয়েছে, মৃত যুবকের সঙ্গে ধৃত অর্জুনের স্ত্রী র সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল তার জেরেই প্রান গেল গণেশের।
সুত্রের খবর, পেশায় লরির মালিক তথা চালক Body:গণেশের সঙ্গে র্দীঘদিন ধরে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে ।অর্জুন বাড়িতে না থাকলে গণেশ তার বাড়িতে মাঝে মধ্যে ই যাতায়াত ছিল বলে জানা গেছে। অভিযোগ গণেশ গত রবিবার ও অর্জুনের অবর্তমানে বাড়িতে যায় এবং রাত্রি তে অর্জুন বাড়িতে ফিরে গণেশ ও তার স্ত্রী কে আপত্তি জনক অবস্থায় দেখে ফেলে। তার পরের অর্জুনের সঙ্গে গ বাতানুবাদে জড়িয়ে পড়ে গণেশ। জানা গিয়েছে সেই সময় অর্জুন বেধরক মারধর করে গণেশকে। তার পরেই গণেশ অচৈতন্য হয়ে পড়ে। রবিবার রাতেই অর্জুন সিং ইঞ্জিন ভেনে তুলে গণেশকে তার বাড়ি সামনে ফেলে বলে অভিযোগ। সকলে আহত অবস্থায় গণেশ কে পড়ে থাকতে দেখে আমতা স্টেট জেনারেল হাসপাতালে পরিবারের লোকজন ভর্তিকরে। পরে অবস্থার অবনতি হলে কলকাতা য় স্থানান্তরিত করা হয়। গতকাল রাতেই মারা যায় গনেশ। আজ সকালে তার মৃত দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা রবিবার রাতের ঘটনা মৃত র বাবাকে জানায়। মৃত র বাবা নেপাল মালিক ধৃত অর্জুনের বিরুদ্ধে জয়পুর থানায় অভিযোগ জানায় । জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত অর্জুন সিং কে গ্রেফতার করার পাশাপাশি মৃতদেহটি উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.