ETV Bharat / state

Sukanta Criticises Divya Dwivedi: বিকৃত মানসিকতার ফসল, ব্রাহ্মণদের নিয়ে দিব্যা দ্বিবেদীর মন্তব্যের সমালোচনায় সুকান্ত - তৃণমূল

দিব্যা দ্বিবেদীর সমালোচনায় সরব সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Criticises Divya Dwivedi) ৷ পাশাপাশি, রাজ্য সরকারকে দুর্নীতি নিয়ে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি ৷

a-distorted-mind-product-sukanta-majumdar-criticises-divya-dwivedi
A Distorted Mind Product Sukanta Majumdar Criticises Divya Dwivedi
author img

By

Published : Oct 23, 2022, 7:34 PM IST

সাঁকরাইল, 23 অক্টোবর: অধ্যাপক দিব্যা দ্বিবেদীর সমালোচনায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Criticises Divya Dwivedi) ৷ ‘বিকৃত মানসিকতার ফসল’ (A Distorted Mind Product) বলে কটাক্ষ করলেন তাঁকে ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই একটি বিতর্ক আলোচনায় অধ্যাপক বিদ্যা দ্বিবেদী বলেছিলেন, ‘‘ভারতে জাতি ব্যবস্থা শেষ করতে হলে, ফ্রান্সের মতো ব্রাহ্মণদের গণহত্যা করতে হবে ৷’’ সেই মন্তব্যের প্রেক্ষিতেই সুকান্ত মজুমদার তাঁকে একহাত নেন ৷

শুক্রবার হাওড়ার সাঁকরাইলে কালীপুজোর উদ্বোধনে যান সুকান্ত মজুমদার ৷ সেখানেই তাঁকে অধ্যাপক বিদ্যা দ্বিবেদীর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় ৷ জবাবে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘‘বিকৃত মানসিকতা, বিকৃত চিন্তার ফসল ৷ সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য় ও শূদ্র সকলের প্রয়োজন ৷ এভাবে কাউকে ভেদাভেদের করা ঠিক কাজ নয় ৷’’

পাশাপাশি, এদিন রাজ্য সরকার ও তৃণমূলকে দুর্গাপুজো কার্নিভাল ও বিজয়া সম্মিলনী নিয়ে নিশানা করেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, ‘‘যেভাবে রাজ্যের মন্ত্রী ও শাসকদলের নেতাদের অবৈধ সম্পত্তি উদ্ধার হচ্ছে ৷ আর সেই সূত্রে তাঁদের ইডি ও সিবিআই গ্রেফতার করছে, সেখান থেকে নজর ঘোরাতেই দুর্গাপুজো কার্নিভাল এবং বিজয়া সম্মিলনীতে এত জাঁকজমক ছিল ৷" তবে, এসব করে মানুষের নজর ঘোরানো যাবে না বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি ৷

ব্রাহ্মণদের নিয়ে দিব্যা দ্বিবেদীর মন্তব্যের সমালোচনা সুকান্তর

আরও পড়ুন: ধরনা মঞ্চে বসে থাকলে চাকরি পাওয়া যাবে না, জানালেন খাদ্যমন্ত্রী

আর এই দুর্নীতির প্রভাব আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলেই মনে করেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, ‘‘যদি নির্বাচনের মতো নির্বাচন হয়, তবে অবশ্যই এই দুর্নীতির প্রভাব পড়বে পঞ্চায়েতে ৷’’ পাশাপাশি, রাজ্য বিজেপির তরফে সুকান্ত এদিন জানিয়েছেন, টেট ও এসএসসি’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা যদি চান, তাহলে তাঁরা সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত ৷

সাঁকরাইল, 23 অক্টোবর: অধ্যাপক দিব্যা দ্বিবেদীর সমালোচনায় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar Criticises Divya Dwivedi) ৷ ‘বিকৃত মানসিকতার ফসল’ (A Distorted Mind Product) বলে কটাক্ষ করলেন তাঁকে ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই একটি বিতর্ক আলোচনায় অধ্যাপক বিদ্যা দ্বিবেদী বলেছিলেন, ‘‘ভারতে জাতি ব্যবস্থা শেষ করতে হলে, ফ্রান্সের মতো ব্রাহ্মণদের গণহত্যা করতে হবে ৷’’ সেই মন্তব্যের প্রেক্ষিতেই সুকান্ত মজুমদার তাঁকে একহাত নেন ৷

শুক্রবার হাওড়ার সাঁকরাইলে কালীপুজোর উদ্বোধনে যান সুকান্ত মজুমদার ৷ সেখানেই তাঁকে অধ্যাপক বিদ্যা দ্বিবেদীর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় ৷ জবাবে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘‘বিকৃত মানসিকতা, বিকৃত চিন্তার ফসল ৷ সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য় ও শূদ্র সকলের প্রয়োজন ৷ এভাবে কাউকে ভেদাভেদের করা ঠিক কাজ নয় ৷’’

পাশাপাশি, এদিন রাজ্য সরকার ও তৃণমূলকে দুর্গাপুজো কার্নিভাল ও বিজয়া সম্মিলনী নিয়ে নিশানা করেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, ‘‘যেভাবে রাজ্যের মন্ত্রী ও শাসকদলের নেতাদের অবৈধ সম্পত্তি উদ্ধার হচ্ছে ৷ আর সেই সূত্রে তাঁদের ইডি ও সিবিআই গ্রেফতার করছে, সেখান থেকে নজর ঘোরাতেই দুর্গাপুজো কার্নিভাল এবং বিজয়া সম্মিলনীতে এত জাঁকজমক ছিল ৷" তবে, এসব করে মানুষের নজর ঘোরানো যাবে না বলে মনে করেন বিজেপির রাজ্য সভাপতি ৷

ব্রাহ্মণদের নিয়ে দিব্যা দ্বিবেদীর মন্তব্যের সমালোচনা সুকান্তর

আরও পড়ুন: ধরনা মঞ্চে বসে থাকলে চাকরি পাওয়া যাবে না, জানালেন খাদ্যমন্ত্রী

আর এই দুর্নীতির প্রভাব আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পড়বে বলেই মনে করেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, ‘‘যদি নির্বাচনের মতো নির্বাচন হয়, তবে অবশ্যই এই দুর্নীতির প্রভাব পড়বে পঞ্চায়েতে ৷’’ পাশাপাশি, রাজ্য বিজেপির তরফে সুকান্ত এদিন জানিয়েছেন, টেট ও এসএসসি’র আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা যদি চান, তাহলে তাঁরা সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.