হাওড়া, 9 অগস্ট : বাগনানে (Bagnan) বিজেপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণ (Gang Rape)-এর অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি- সহ 5 জনের বিরুদ্ধে ৷ শনিবার রাতে আমতা বিধানসভার বাগনানের বাইনানে ঘটনাটি ঘটে ৷ জানা গিয়েছে, শনিবার রাতে তাঁর স্বামী কলকাতায় কাজের জন্য গিয়েছিলেন ৷ তখনই বাইনানের তৃণমূল (Trinamool) অঞ্চল সভাপতি কুতুবুদ্দিন মল্লিক এবং বাইনান যুব তৃণমূলের অঞ্চল সভাপতি দেবাশিস রানা সহ 5 জন ওই মহিলার উপর হামলা চালায় ৷ ঘটনায় অভিযুক্ত 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ৷ এদের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
গত শনিবার রাতে ওই বিজেপি কর্মী তাঁর কাজের সূত্রে কলকাতায় এসেছিলেন ৷ সেই সময় তাঁর স্ত্রী এবং সন্তানরা বাড়িতে ছিলেন ৷ অভিযোগ রাত সাড়ে বারোটা নাগাদ কুতুবুদ্দিন মল্লিক, দেবাশিস রানা, জয়নাল মল্লিক এবং শাহিদ মল্লিক এবং আরও এক ব্যক্তি নির্যাতিতার বাড়িতে যায় ৷ সেখানে গিয়ে ওই মহিলার নাম ধরে ডাকতে থাকে ৷ স্বামী ফিরে এসেছেন ভেবে দরজা খুলতেই ওই 5 জন তাঁর উপর চড়াও হয় ৷ হাত পা বেঁধে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ স্ট্রোক হওয়ার কারণে কথা বলার শক্তি হারিয়ে ফেলায় চিৎকারও করতে পারেননি ওই গৃহবধূ ৷
সকালে নির্যাতিতার বড় ছেলে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন ৷ অভিযুক্তরা মহিলার শরীরের উপর একটি বাইক চাপিয়ে দিয়ে গিয়েছিল ৷ পরে জানা যায় সেটি ওই নির্যাতিতার স্বামীর বাইক ৷ মাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে বাবাকে ফোন করে নির্যাতিতার ছেলে ৷ প্রতিবেশীদেরও খবর দেয় সে ৷ এর পর তাঁকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতাল এবং পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন ৷
আরও পড়ুন : রামগড়ের জঙ্গলে যুবতীকে গণধর্ষণ
নির্যাতিতা মহিলার স্বামীর অভিযোগ, তিনি বিজেপি করায় এবং ওই বুথ থেকে বিধানসভা ভোটে বিজেপি ভাল ফল করায়, তাঁদের উপর আক্রশ মেটাতে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং তার লোকজন ৷ এই ঘটনায় জয়নাল মল্লিক এবং শাহিদ মল্লিককে পুলিশ গ্রেফতার করেছে ৷ তাদের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷