ETV Bharat / state

Bangladeshi Militant Arrests : বাংলাদেশি জঙ্গি সন্দেহে দু'দিনে গ্রেফতার 3, চাঞ্চল্য হাওড়ায়

হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার তিন (Bangladeshi Militant Arrests)৷ সূত্র মারফত খবর পেয়ে দু'দিনে তিনজনকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ ৷

Bangladeshi Militant Arrests
বাংলাদেশি জঙ্গি সন্দেহে দু'দিনে গ্রেফতার 3
author img

By

Published : Jun 24, 2022, 5:14 PM IST

ডোমজুড়, 24 জুন : মার্চের পর জুন ৷ পরপর দু'দিনে ফের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে বাংলাদেশি জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ (3 Suspected Bangladeshi Militants Arrested from Domjur)৷ চারমাসের মধ্যে দু'বার জঙ্গি সন্দেহে গ্রেফতারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ধৃতদের নাম মহম্মদ সুমন এবং মহম্মদ মনির ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট ।

সূত্র মারফত খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে । বুধবার গ্রেফতার হওয়া দু'জনকে জিজ্ঞাসাবাদ করে এই দু’জনকে গ্রেফতার করে পুলিশ । মাসখানেক আগে রিপন নামে এক দালালের মাধ্যমে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে ধৃত সুমন ও মনির । এরপর নয়াবাজ এলাকায় মইনুল কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতে শুরু করে তারা । সূত্র মারফত খবর পেয়ে বুধবার তাদের গ্রেফতার করে পুলিশ । বুধবার ধৃত দুজনকে জেরা করে রিপন হাওলাদার নামে আরেকজনের সন্ধান পায় । এরপর বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ । ধৃত রিপন হাওলাদারের বাবার নাম মোশারফ হাওলাদার ৷ সে পিরিজপুর বাংলাদেশের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : KLO Terrorist Arrested : ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার কেএলও জঙ্গি

ডোমজুড় থানার বাঁকড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত নয়াবাজ এলাক থেকে গ্রেফতার করা হয় এদের সকলকে । বৃহস্পতিবার দু'জনকে কোর্টে তোলা হলে ধৃতদের দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত । বৃহস্পতিবার রাতে ধৃত রিপন হাওলাদারকে শুক্রবার কোর্টে তোলা হয় ।

বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে এভাবে একের পর এক বাংলাদেশি জঙ্গিদের গ্রেফতারের ঘটনায় রীতিমত উদ্বিগ্ন ওই এলাকার বাসিন্দারা । এর আগে মার্চ মাসে মাদ্রাসা শিক্ষক পরিচয়ে যে জঙ্গিকে গ্রেফতার করেছিল এসটিএফ তার মুখোমুখি এই দু'জনকে বসিয়েও জেরা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

উল্লেখ্য, মার্চ মাসে ওই এলাকা থেকেই একজন বাংলাদেশি মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ । তবে আগাম খবর পেয়ে অপর একজন পালিয়ে যায় । তারপর থেকেই ওই এলাকার উপরে নজরদারি চালাচ্ছিল পুলিশ । ধৃত দু'জনের সঙ্গে জঙ্গিদের কোনও যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন : Terror Funding : কলকাতায় ভুয়ো কল সেন্টারের সঙ্গে জঙ্গি যোগ !

ডোমজুড়, 24 জুন : মার্চের পর জুন ৷ পরপর দু'দিনে ফের বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে বাংলাদেশি জঙ্গি সন্দেহে তিনজনকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ (3 Suspected Bangladeshi Militants Arrested from Domjur)৷ চারমাসের মধ্যে দু'বার জঙ্গি সন্দেহে গ্রেফতারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ধৃতদের নাম মহম্মদ সুমন এবং মহম্মদ মনির ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্ট ।

সূত্র মারফত খবর পেয়ে হাওড়া সিটি পুলিশের একটি বিশেষ দল বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে । বুধবার গ্রেফতার হওয়া দু'জনকে জিজ্ঞাসাবাদ করে এই দু’জনকে গ্রেফতার করে পুলিশ । মাসখানেক আগে রিপন নামে এক দালালের মাধ্যমে ত্রিপুরা দিয়ে ভারতে প্রবেশ করে ধৃত সুমন ও মনির । এরপর নয়াবাজ এলাকায় মইনুল কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতে শুরু করে তারা । সূত্র মারফত খবর পেয়ে বুধবার তাদের গ্রেফতার করে পুলিশ । বুধবার ধৃত দুজনকে জেরা করে রিপন হাওলাদার নামে আরেকজনের সন্ধান পায় । এরপর বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ । ধৃত রিপন হাওলাদারের বাবার নাম মোশারফ হাওলাদার ৷ সে পিরিজপুর বাংলাদেশের বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর ।

আরও পড়ুন : KLO Terrorist Arrested : ইন্দো-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার কেএলও জঙ্গি

ডোমজুড় থানার বাঁকড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত নয়াবাজ এলাক থেকে গ্রেফতার করা হয় এদের সকলকে । বৃহস্পতিবার দু'জনকে কোর্টে তোলা হলে ধৃতদের দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত । বৃহস্পতিবার রাতে ধৃত রিপন হাওলাদারকে শুক্রবার কোর্টে তোলা হয় ।

বাঁকড়া নয়াবাজ এলাকা থেকে এভাবে একের পর এক বাংলাদেশি জঙ্গিদের গ্রেফতারের ঘটনায় রীতিমত উদ্বিগ্ন ওই এলাকার বাসিন্দারা । এর আগে মার্চ মাসে মাদ্রাসা শিক্ষক পরিচয়ে যে জঙ্গিকে গ্রেফতার করেছিল এসটিএফ তার মুখোমুখি এই দু'জনকে বসিয়েও জেরা করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

উল্লেখ্য, মার্চ মাসে ওই এলাকা থেকেই একজন বাংলাদেশি মুজাহিদিন জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ । তবে আগাম খবর পেয়ে অপর একজন পালিয়ে যায় । তারপর থেকেই ওই এলাকার উপরে নজরদারি চালাচ্ছিল পুলিশ । ধৃত দু'জনের সঙ্গে জঙ্গিদের কোনও যোগ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

আরও পড়ুন : Terror Funding : কলকাতায় ভুয়ো কল সেন্টারের সঙ্গে জঙ্গি যোগ !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.