ETV Bharat / state

হটস্পট হাওড়া: লকডাউনে বেরিয়ে গ্রেপ্তার 215, আটক বহু বাইক- গাড়ি - কোরোনা ভাইরাস

প্রশাসনের পক্ষ থেকে হাওড়ার বেশ কিছু এলাকাকে রেড জ়োন হিসাবে চিহ্নিত করা হয়েছে । এর ফলে কমপ্লিট লকডাউন চালু হয়েছে হাওড়ায় । বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি ।

কমপ্লিট লক ডাউনে রাস্তায় বেরিয়ে গ্রেফতার ২১৫, আটক বহু বাইক, গাড়ি
কমপ্লিট লক ডাউনে রাস্তায় বেরিয়ে গ্রেফতার ২১৫, আটক বহু বাইক, গাড়ি
author img

By

Published : Apr 18, 2020, 6:40 PM IST

হাওড়া, 18 এপ্রিল: শহরে লকডাউনে আইন ভেঙে গ্রেপ্তার 215 । জানা গিয়েছে, শনিবার দুপুর 12টা পর্যন্ত হাওড়া সিটি পুলিশের তত্ত্বাবধানে থাকা থানা এলাকাগুলি থেকে 215 জনকে গ্রেপ্তার করা হয়েছে । এছাড়া লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনোয় 37টি বাইক, 1টি অটো এবং 8টি চার চাকার গাড়ি আটক করেছে পুলিশ ।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন । প্রশাসনের পক্ষ থেকে হাওড়ার বেশ কিছু এলাকাকে রেড জ়োন হিসাবে চিহ্নিত করা হয়েছে । এর ফলে কমপ্লিট লকডাউন চালু হয়েছে হাওড়ায় । বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি । বিভিন্ন রাস্তায় নাকা চেকিং এর পাশাপাশি হাওড়ার অধিকাংশ বাজার বন্ধ করে দেওয়া হয়েছে । তার পরিবর্তে ছোটো ট্রলিতে করে এলাকায় এলাকায় সবজি বিক্রির অনুমতি দেওয়া হয়েছে । এছাড়া বিভিন্ন দোকানে মশলা ও নিত্য প্রয়োজনীয় জিনিস অর্ডার দিলে দোকানের লোক অথবা বিভিন্ন ক্লাবের সদস্যরা বাড়িতে পৌঁছে দিচ্ছেন । বেশ কিছু এলাকায় ড্রোনের মাধ্যমে পুলিশ নজরদারি চালাচ্ছে ।

লকডাউন অমান্য করায় জাতীয় বিপর্যয় নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উত্তর হাওড়া থেকে 100-র বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে । তাদেরকে পাঠানো হচ্ছে হাওড়া আদালতে । লকডাউনের নিয়ম অনুযায়ী দুপুর 12 টা পর্যন্ত দোকানপাট খোলা থাকার কথা । বেশ কিছু ব্যবসায়ী দুপুর 12 টার পরও দোকান খুলে রাখায় ব্যাঁটরা থানা এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

হাওড়া, 18 এপ্রিল: শহরে লকডাউনে আইন ভেঙে গ্রেপ্তার 215 । জানা গিয়েছে, শনিবার দুপুর 12টা পর্যন্ত হাওড়া সিটি পুলিশের তত্ত্বাবধানে থাকা থানা এলাকাগুলি থেকে 215 জনকে গ্রেপ্তার করা হয়েছে । এছাড়া লকডাউন অমান্য করে রাস্তায় বেরোনোয় 37টি বাইক, 1টি অটো এবং 8টি চার চাকার গাড়ি আটক করেছে পুলিশ ।

গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন । প্রশাসনের পক্ষ থেকে হাওড়ার বেশ কিছু এলাকাকে রেড জ়োন হিসাবে চিহ্নিত করা হয়েছে । এর ফলে কমপ্লিট লকডাউন চালু হয়েছে হাওড়ায় । বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি । বিভিন্ন রাস্তায় নাকা চেকিং এর পাশাপাশি হাওড়ার অধিকাংশ বাজার বন্ধ করে দেওয়া হয়েছে । তার পরিবর্তে ছোটো ট্রলিতে করে এলাকায় এলাকায় সবজি বিক্রির অনুমতি দেওয়া হয়েছে । এছাড়া বিভিন্ন দোকানে মশলা ও নিত্য প্রয়োজনীয় জিনিস অর্ডার দিলে দোকানের লোক অথবা বিভিন্ন ক্লাবের সদস্যরা বাড়িতে পৌঁছে দিচ্ছেন । বেশ কিছু এলাকায় ড্রোনের মাধ্যমে পুলিশ নজরদারি চালাচ্ছে ।

লকডাউন অমান্য করায় জাতীয় বিপর্যয় নিয়ন্ত্রণ আইন অনুযায়ী উত্তর হাওড়া থেকে 100-র বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে । তাদেরকে পাঠানো হচ্ছে হাওড়া আদালতে । লকডাউনের নিয়ম অনুযায়ী দুপুর 12 টা পর্যন্ত দোকানপাট খোলা থাকার কথা । বেশ কিছু ব্যবসায়ী দুপুর 12 টার পরও দোকান খুলে রাখায় ব্যাঁটরা থানা এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.