ETV Bharat / state

ফের কোরোনায় আক্রান্ত হাওড়ার 2 পুলিশকর্মী

হাওড়া পুলিশের আরও দুই কর্মী আক্রান্ত হলেন কোরোনায় ৷ তাদের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ গতকাল তাদের রিপোর্ট হাতে পায় জেলা স্বাস্থ্যদপ্তর ৷

2 police personnel infected with corona virus at howrah city police
ফের কোরোনায় আক্রান্ত হাওড়ার 2 পুলিশকর্মী
author img

By

Published : Jul 10, 2020, 1:52 PM IST

হাওড়া, 10 জুলাই : ফের কোরোনায় আক্রান্ত 2 পুলিশকর্মী । হাওড়ার নিশ্চিন্দা থানার 2 পুলিশ আধিকারিক কোরোনায় আক্রান্ত হয়েছে । ওই 2 জনকে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । আক্রান্ত 2 জনের একজন সাব ইন্সস্পেক্টর ও অন্যজন কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী । হাওড়া পুলিশ সূত্রে খবর ৷

জানা গেছে, গত 2 দিন আগে ওই 2 জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । গতকাল সেই রিপোর্ট জেলা স্বাস্থ্যদপ্তরের হাতে আসে । তাদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷ এরপরই ওই 2 জনকে হাসপাতালে পাঠানো হয় । উল্লেখ্য, এর আগে হাওড়া পুলিশ কমিশনারেটে 100 জনের বেশি পুলিশকর্মী আক্রান্ত হয়েছে । গোটা জেলায় অর্থাৎ হাওড়া সিটি পুলিশ ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশ মিলিয়ে মোট কোরোনায় আক্রান্ত হয়েছেন প্রায় দেড়'শ জন ৷ শুধু তাই নয়, সম্প্রতি কোরোনায় আক্রান্ত হয়ে হাওড়া সিটি পুলিশ এলাকার চট্টোপাধ্যায় হাট থানার এক পুলিশ অফিসারের মৃত্যু হয় ৷ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । সেখানেই মৃত্যু হয় তাঁর । এই সংক্রমণের ঘটনায় হাওড়া সিটি পুলিশ কর্মীরাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন । ইতিমধ্যেই, হাওড়া, শিবপুর, সাঁতরাগাছি, ব্যাঁটরা থানাসহ একাধিক থানায় সংক্রমিত হয়েছেন পুলিশকর্মীরা ।

উল্লেখ্য, রাজ্যের অতি সংক্রমিত জেলাগুলির মধ্যে অন্যতম হাওড়া । ইতিমধ্যেই 110 জনের বেশি প্রাণ হারিয়েছেন এই মারণ রোগে । ফলে গতকাল বিকাল 5 টা থেকে জারি হওয়া লকডাউনে সব মিলিয়ে মোট 56 টি জায়গা হাওড়ায় কনটেইনমেন্ট জ়োনের তালিকায় পড়ছে । যার মধ্যে 18 টিই হাওড়া শহরে ।

হাওড়া, 10 জুলাই : ফের কোরোনায় আক্রান্ত 2 পুলিশকর্মী । হাওড়ার নিশ্চিন্দা থানার 2 পুলিশ আধিকারিক কোরোনায় আক্রান্ত হয়েছে । ওই 2 জনকে কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । আক্রান্ত 2 জনের একজন সাব ইন্সস্পেক্টর ও অন্যজন কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী । হাওড়া পুলিশ সূত্রে খবর ৷

জানা গেছে, গত 2 দিন আগে ওই 2 জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । গতকাল সেই রিপোর্ট জেলা স্বাস্থ্যদপ্তরের হাতে আসে । তাদের রিপোর্টে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ৷ এরপরই ওই 2 জনকে হাসপাতালে পাঠানো হয় । উল্লেখ্য, এর আগে হাওড়া পুলিশ কমিশনারেটে 100 জনের বেশি পুলিশকর্মী আক্রান্ত হয়েছে । গোটা জেলায় অর্থাৎ হাওড়া সিটি পুলিশ ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশ মিলিয়ে মোট কোরোনায় আক্রান্ত হয়েছেন প্রায় দেড়'শ জন ৷ শুধু তাই নয়, সম্প্রতি কোরোনায় আক্রান্ত হয়ে হাওড়া সিটি পুলিশ এলাকার চট্টোপাধ্যায় হাট থানার এক পুলিশ অফিসারের মৃত্যু হয় ৷ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি । সেখানেই মৃত্যু হয় তাঁর । এই সংক্রমণের ঘটনায় হাওড়া সিটি পুলিশ কর্মীরাও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন । ইতিমধ্যেই, হাওড়া, শিবপুর, সাঁতরাগাছি, ব্যাঁটরা থানাসহ একাধিক থানায় সংক্রমিত হয়েছেন পুলিশকর্মীরা ।

উল্লেখ্য, রাজ্যের অতি সংক্রমিত জেলাগুলির মধ্যে অন্যতম হাওড়া । ইতিমধ্যেই 110 জনের বেশি প্রাণ হারিয়েছেন এই মারণ রোগে । ফলে গতকাল বিকাল 5 টা থেকে জারি হওয়া লকডাউনে সব মিলিয়ে মোট 56 টি জায়গা হাওড়ায় কনটেইনমেন্ট জ়োনের তালিকায় পড়ছে । যার মধ্যে 18 টিই হাওড়া শহরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.