ETV Bharat / state

জানালার গ্রিল ভেঙে 2 লাখ টাকা চুরি , সিসিটিভিতে ধরা পড়ল ছবি - Uluberia theft incident

গতকাল গভীর রাতে উলুবেড়িয়ার গোরুহাটা মোড়ের কাছে একটি তিনতলা বাড়ির নিচের তলায় ওষুধের অফিস । ওই অফিসের জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে দুই থেকে তিনজন । সিসিটিভি ফুটেজ থেকে সমস্ত ঘটনা জানা গেছে ।

Theft at Uluberia
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে চুরির ছবি
author img

By

Published : Dec 10, 2020, 2:17 PM IST

হাওড়া , 10 ডিসেম্বর : শীতের পড়তেই বাড়ছে চোরের উপদ্রব । গতকাল গভীর রাতে জানলা কেটে অফিস ঘর থেকে প্রায় 2 লাখ টাকা চুরি করে চম্পট দেয় তারা । উলুবেড়িয়ার গোরুহাটা মোড়ের ঘটনা । ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ । যদিও এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি ।

পুলিশ সূত্রে খবর , গতকাল গভীর রাতে উলুবেড়িয়ার গোরুহাটা মোড়ের কাছে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে । তিনতলা ওই বাড়ির নিচের তলায় ওষুধের হোলসেলের ব্যবসা করেন মদন মণ্ডল নামে এক ব্যক্তি । ওই বাড়ির দুইতলা এবং তিনতলায় পরিবারকে নিয়ে থাকেন তিনি । গতকাল রাতে দুই থেকে তিনজন ওযুধের অফিস বা দোকানের জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে । তারপর আলমারি এবং ড্রয়ার ভেঙে প্রায় দু লাখ টাকা চুরি করে চম্পট দেয় । 40 মিনিটের গোটা অপারেশন সিসিটিভি ক্যামেরায় বন্দী হয় ।

আরও পড়ুন , দুর্গাপুরে ছাত্রাবাসে চুরি

সকালবেলা সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যবসায়ী উলুবেড়িয়া থানায় খবর দেওয়ার পর ঘটনাস্থানে ছুটে আসে পুলিশ । তারা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে । পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।

হাওড়া , 10 ডিসেম্বর : শীতের পড়তেই বাড়ছে চোরের উপদ্রব । গতকাল গভীর রাতে জানলা কেটে অফিস ঘর থেকে প্রায় 2 লাখ টাকা চুরি করে চম্পট দেয় তারা । উলুবেড়িয়ার গোরুহাটা মোড়ের ঘটনা । ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ । যদিও এখনও পর্যন্ত কেউ ধরা পড়েনি ।

পুলিশ সূত্রে খবর , গতকাল গভীর রাতে উলুবেড়িয়ার গোরুহাটা মোড়ের কাছে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে । তিনতলা ওই বাড়ির নিচের তলায় ওষুধের হোলসেলের ব্যবসা করেন মদন মণ্ডল নামে এক ব্যক্তি । ওই বাড়ির দুইতলা এবং তিনতলায় পরিবারকে নিয়ে থাকেন তিনি । গতকাল রাতে দুই থেকে তিনজন ওযুধের অফিস বা দোকানের জানলার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে । তারপর আলমারি এবং ড্রয়ার ভেঙে প্রায় দু লাখ টাকা চুরি করে চম্পট দেয় । 40 মিনিটের গোটা অপারেশন সিসিটিভি ক্যামেরায় বন্দী হয় ।

আরও পড়ুন , দুর্গাপুরে ছাত্রাবাসে চুরি

সকালবেলা সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যবসায়ী উলুবেড়িয়া থানায় খবর দেওয়ার পর ঘটনাস্থানে ছুটে আসে পুলিশ । তারা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে । পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.