উলুবেড়িয়া, 8 এপ্রিল : গ্যাস ট্যাঙ্কারের পিছনে কন্টেনার গাড়ির ধাক্কা ৷ ঘটনায় প্রায় ঘণ্টাখানেক গাড়ির মধ্যেই আটকে রইলেন কন্টেনার গাড়ির চালক ৷ দুর্ঘটনাটি ঘটেছে গতকাল রাত 12 টা নাগাদ, 16 নম্বর জাতীয় সড়কের জামবেড়িয়ায় ৷ গুরুতর আহত হন কন্টেনার গাড়ির চালক ৷ অন্যদিকে দুর্ঘটনার পর গ্যাস ট্যাঙ্কারটি পালিয়ে যায় ৷
আরও পড়ুন : বালি বোঝাই ডাম্পার উল্টে নানুরে 3 মহিলার মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামবেড়িয়া ব্রিজের আগে একটি গ্যাস ট্যাঙ্কার দাঁড়িয়েছিল ৷ সেই সময় কলকাতামুখী একটি কন্টেনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পিছনে এসে ধাক্কা মারে ৷ তাতে কন্টেনার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ৷
কন্টেনার গাড়ির খালাসি বেরতে পারলেও চালক বেরতে পারেননি ৷ প্রায় ঘণ্টাখানেক গাড়ির মধ্যে আটকে ছিলেন তিনি ৷ পরে স্থানীয়দের সহায়তায় চালককে বের করে এনে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও উলুবেড়িয়া থানার পুলিশ আসে ৷ পরে কন্টেনার গাড়ির সামনের অংশ সোজা করা হয় ৷