ETV Bharat / state

উদয়নারায়ণপুরে বোমা ফেটে মৃত 1, জখম 4 - 1 died in Bomb Blast in Udaynarayanpur

উদয়নারায়ণপুরের বিধিচন্দ্রপুরে মৃত্যু এক ব্যক্তির ৷ অভিযোগের তির 2013 সালে তৃণমূল কর্মী শেখ সালিম খুনের ঘটনায় অভিযুক্ত শেখ আসফারের দিকে ৷ সম্প্রতি সে জামিনে মুক্তি পেয়েছে ৷

1 died in Bomb Blast
বোমা ফেটে মৃত 1
author img

By

Published : Jun 30, 2020, 8:26 PM IST

উদয়নারায়ণপুর (হাওড়া), 30 জুন : বোমা ফেটে মৃত্যু হল এক ব্যক্তির ৷ উদয়নারায়ণপুরের বিধিচন্দ্রপুর এলাকার ঘটনা ৷ মৃত ব্যক্তির নাম সাদ্দাম(30) ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন চার জন ৷

অভিযোগ, শেখ আসফার নামে এক ব্যক্তি গতরাতে প্রায় 14 জনকে নিয়ে উদয়নারায়ণপুরের গুমগড়ে আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে হাজির হয় ৷ সেই খবর পাওয়া মাত্রই এলাকা ঘিরে ফেলে পুলিশ ৷ তখনই পালাতে গিয়ে বোমা ফেটে যায় ৷ তাতেই মৃত্যু হয় সাদ্দামের ৷ আর জখম হয় চার জন ৷ তাদের মধ্যে তিন জনকে উদয়নারায়ণপুর স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসাধীন ৷ আর বাকি এক জন চিকিৎসাধীন জয়পুর গ্রামীণ হাসপাতালে ৷

জানা গেছে, এই শেখ আসফারকে 2013 সালে উদয়নারায়ণপুরে তৃণমূল কর্মী শেখ সালিমের খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ৷ সম্প্রতি সে জামিনে মুক্ত হয় ৷ তবে, কিছুদিন পরই শেখ সালিমের খুনের মামলার সাক্ষ্য পেশ শুরু হবে ৷ ইতিমধ্যে কয়েকজনক সাক্ষ্যকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে শেখ আসফারের বিরুদ্ধে ৷

উদয়নারায়ণপুর (হাওড়া), 30 জুন : বোমা ফেটে মৃত্যু হল এক ব্যক্তির ৷ উদয়নারায়ণপুরের বিধিচন্দ্রপুর এলাকার ঘটনা ৷ মৃত ব্যক্তির নাম সাদ্দাম(30) ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন চার জন ৷

অভিযোগ, শেখ আসফার নামে এক ব্যক্তি গতরাতে প্রায় 14 জনকে নিয়ে উদয়নারায়ণপুরের গুমগড়ে আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে হাজির হয় ৷ সেই খবর পাওয়া মাত্রই এলাকা ঘিরে ফেলে পুলিশ ৷ তখনই পালাতে গিয়ে বোমা ফেটে যায় ৷ তাতেই মৃত্যু হয় সাদ্দামের ৷ আর জখম হয় চার জন ৷ তাদের মধ্যে তিন জনকে উদয়নারায়ণপুর স্টেট জেনেরাল হাসপাতালে চিকিৎসাধীন ৷ আর বাকি এক জন চিকিৎসাধীন জয়পুর গ্রামীণ হাসপাতালে ৷

জানা গেছে, এই শেখ আসফারকে 2013 সালে উদয়নারায়ণপুরে তৃণমূল কর্মী শেখ সালিমের খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ৷ সম্প্রতি সে জামিনে মুক্ত হয় ৷ তবে, কিছুদিন পরই শেখ সালিমের খুনের মামলার সাক্ষ্য পেশ শুরু হবে ৷ ইতিমধ্যে কয়েকজনক সাক্ষ্যকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে শেখ আসফারের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.