ETV Bharat / state

ঠাকুমা খুন, বন্ধ ঘরে যুবকের ফেসবুক লাইভ - murdr

আজ সকালে বাসিন্দারা দেখেন ইন্দ্রনীলদের বাড়ির সদর দরজা বাইরে থেকে তালা বন্ধ । রাস্তার সামনে একটি ঘরের জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে ইন্দ্রনীল ।

ইন্দ্রনীল
author img

By

Published : Jun 10, 2019, 10:30 AM IST

Updated : Jun 10, 2019, 3:35 PM IST

চুঁচুড়া, 10 জুন : খুন হয়েছেন ঠাকুমা । পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গেছে । গোটা ঘরের মেঝে রক্তে মাখামাখি । আর সেই ঘরের মধ্যে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছে এক যুবক । ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ । ঘটনাটি আজ সকালে চুঁচুড়ার ব্যান্ডেলের সাহাগঞ্জ শিবতলা এলাকার । পুলিশ ঘটনাস্থানে গিয়ে ওই যুবককে আটক করেছে ।

চুঁচুড়ার ব্যান্ডেলের সাহাগঞ্জ শিবতলা এলাকার বাসিন্দা ইন্দ্রনীল রায় । আজ সকালে বাসিন্দারা দেখেন ইন্দ্রনীলদের বাড়ির সদর দরজা বাইরে থেকে তালা বন্ধ । রাস্তার সামনে একটি ঘরের জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে ইন্দ্রনীল । তার হাতে রাজমিস্ত্রিদের কাজ করার ধারালো কর্ণিক । প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ঘরের মেঝে রক্তে মাখামাখি ।

পুলিশ এসে দেখে ইন্দ্রনীল বন্ধ ঘরের জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে । সেখানে দাঁড়িয়ে সে ফেসবুক লাইভ করছে । ইন্দ্রনীলের এক হাতে ফোন এবং অন্য হাতে রক্তমাখা কর্ণিক । কখনও সে ফেসবুক লাইভে তার বন্ধুদের অনুরোধ করছে এসে দরজার তালা খুলে দেওয়ার জন্য, কখনও আবার জানালার বাইরে প্রতিবেশীদের অনুরোধ করছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ইন্দ্রনীলের ঠাকুমা খুন হয়েছেন । অভিযোগ, ইন্দ্রনীল নানারকম নেশা করত । শাবল ও কর্ণিক দিয়ে গত রাতে তার বাবা-মা ও ঠাকুমাকে আক্রমণ করে । তিনজনই গুরুতর জখম হন । খবর পেয়ে পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে । সেখানে ঠাকুমা মারা যান । তবে তখন পুলিশ ইন্দ্রনীলকে আটক বা গ্রেপ্তার করেনি । কেন করেনি তা স্পষ্ট নয় । তবে বাড়ির সদর দরজায় বাইরে থেকে তালা দেওয়া হয়েছিল । কিন্তু কে তালা দিয়েছিল সেটাও স্পষ্ট নয় । আজ সকালে পুলিশ এসে ইন্দ্রনীলকে আটক করে থানায় নিয়ে গেছে । জানা গেছে, ইন্দ্রনীল শ্রীরামপুর কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক ।

চুঁচুড়া, 10 জুন : খুন হয়েছেন ঠাকুমা । পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গেছে । গোটা ঘরের মেঝে রক্তে মাখামাখি । আর সেই ঘরের মধ্যে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছে এক যুবক । ঘরের দরজা বাইরে থেকে তালা বন্ধ । ঘটনাটি আজ সকালে চুঁচুড়ার ব্যান্ডেলের সাহাগঞ্জ শিবতলা এলাকার । পুলিশ ঘটনাস্থানে গিয়ে ওই যুবককে আটক করেছে ।

চুঁচুড়ার ব্যান্ডেলের সাহাগঞ্জ শিবতলা এলাকার বাসিন্দা ইন্দ্রনীল রায় । আজ সকালে বাসিন্দারা দেখেন ইন্দ্রনীলদের বাড়ির সদর দরজা বাইরে থেকে তালা বন্ধ । রাস্তার সামনে একটি ঘরের জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে ইন্দ্রনীল । তার হাতে রাজমিস্ত্রিদের কাজ করার ধারালো কর্ণিক । প্রতিবেশীরা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ঘরের মেঝে রক্তে মাখামাখি ।

পুলিশ এসে দেখে ইন্দ্রনীল বন্ধ ঘরের জানালার সামনে দাঁড়িয়ে রয়েছে । সেখানে দাঁড়িয়ে সে ফেসবুক লাইভ করছে । ইন্দ্রনীলের এক হাতে ফোন এবং অন্য হাতে রক্তমাখা কর্ণিক । কখনও সে ফেসবুক লাইভে তার বন্ধুদের অনুরোধ করছে এসে দরজার তালা খুলে দেওয়ার জন্য, কখনও আবার জানালার বাইরে প্রতিবেশীদের অনুরোধ করছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে ইন্দ্রনীলের ঠাকুমা খুন হয়েছেন । অভিযোগ, ইন্দ্রনীল নানারকম নেশা করত । শাবল ও কর্ণিক দিয়ে গত রাতে তার বাবা-মা ও ঠাকুমাকে আক্রমণ করে । তিনজনই গুরুতর জখম হন । খবর পেয়ে পুলিশ এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে । সেখানে ঠাকুমা মারা যান । তবে তখন পুলিশ ইন্দ্রনীলকে আটক বা গ্রেপ্তার করেনি । কেন করেনি তা স্পষ্ট নয় । তবে বাড়ির সদর দরজায় বাইরে থেকে তালা দেওয়া হয়েছিল । কিন্তু কে তালা দিয়েছিল সেটাও স্পষ্ট নয় । আজ সকালে পুলিশ এসে ইন্দ্রনীলকে আটক করে থানায় নিয়ে গেছে । জানা গেছে, ইন্দ্রনীল শ্রীরামপুর কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক ।

Intro:ঠাকুমাকে কুপিয়ে খুন।মানসিক ভারসাম্য হীন নাতি।তালা বন্ধ ঘরে বেল্ট ও কননিক নিয়ে দাঁড়িয়ে আছে গেটে।চুঁচুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করতে পারছে না।ঐ যুবক আবার ফেসবুক লাইভ করছে।মৃতার নাম আরতি রায়।ঘটনাটি ব্যান্ডেল কেওটা কুলতলায়। অভিযুক্ত ইন্দ্রনীল রায় তার বাবা মাকেও বেধরক মারধর করে।বাবা মা পালিয়ে রক্ষা পেলেও।সে একই আছে ঘরে।
তালা বন্ধ যুবককে উদ্ধার করতে পারছে না পুলিশ।হাতে অস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছে সে। ইন্দ্রনীল শ্রীরামপুর কলেজের প্রাক্তন জিএস।।।
যুবকের হাতে রয়েছে রাজমিস্ত্রীদের কন্নিক।যা দিয়ে তালা ভাঙার চেষ্টা চালাচ্ছে।।।আর ঘটনার ফেসবুক লাইভ করে যাচ্ছে।Body:WB_HGL_10JUNE CHUCHURA MURDER_7203418Conclusion:
Last Updated : Jun 10, 2019, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.