ETV Bharat / state

দোলের দিন গঙ্গায় ডুবে মৃত্যু যুবকের - দোলের দিন গঙ্গায় ডুবে মৃত্যু

শ্যালিকার বাড়ি গিয়েছিলেন রং খেলতে । তারপর গঙ্গায় নেমেছিলেন স্নান করতে । আর তখনই তলিয়ে যান যুবক । হুগলির কোন্নগরের ঘটনা ।

Youth died in Konnagar
গঙ্গায় ডুবে মৃত্যু যুবকের
author img

By

Published : Mar 10, 2020, 2:19 AM IST

কোন্নগর, 10 মার্চ : দোলের দিন গঙ্গায় ডুবে মৃত্যু হল এক যুবকের । নাম অভিষেক রায়(34) । হুগলির কোন্নগরের ঘটনা ।

কোন্নগরের নবগ্রামের বাসিন্দা অভিষেক রায় । পেশায় তিনি আইনজীবী । গতকাল দোল উপলক্ষ্যে উত্তরপাড়ায় শ্যালিকার বাড়িতে রং খেলতে গিয়েছিলেন । রং খেলার পর উত্তরপাড়ার দোলতলা ঘাটে নেমেছিলেন স্নান করতে । তখনই তলিয়ে যান তিনি ।

ঘটনাস্থানে খবর পেয়ে আসে উত্তরপাড়া থানার পুলিশ । তারা সন্ধ্যেবেলায় দোলতলা ঘাটের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করে । অভিষেক সাঁতার জানত না । আর তাই গঙ্গাঘাটে নেমে অভিষেক তলিয়ে যান বলে পরিবারের তরফে জানানো হয়েছে । তবে, এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ ।

কোন্নগর, 10 মার্চ : দোলের দিন গঙ্গায় ডুবে মৃত্যু হল এক যুবকের । নাম অভিষেক রায়(34) । হুগলির কোন্নগরের ঘটনা ।

কোন্নগরের নবগ্রামের বাসিন্দা অভিষেক রায় । পেশায় তিনি আইনজীবী । গতকাল দোল উপলক্ষ্যে উত্তরপাড়ায় শ্যালিকার বাড়িতে রং খেলতে গিয়েছিলেন । রং খেলার পর উত্তরপাড়ার দোলতলা ঘাটে নেমেছিলেন স্নান করতে । তখনই তলিয়ে যান তিনি ।

ঘটনাস্থানে খবর পেয়ে আসে উত্তরপাড়া থানার পুলিশ । তারা সন্ধ্যেবেলায় দোলতলা ঘাটের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করে । অভিষেক সাঁতার জানত না । আর তাই গঙ্গাঘাটে নেমে অভিষেক তলিয়ে যান বলে পরিবারের তরফে জানানো হয়েছে । তবে, এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না তার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.