ETV Bharat / state

একই ট্রাকে ভিড়, বাড়ির পথে পরিযায়ী শ্রমিকরা - Labours are returing home from dankuni

লকডাউনের জেরে বন্ধ হয়েছে কাজ । শেষ হতে চলছে গচ্ছিত অর্থও । তাই উত্তর প্রদেশ , বিহার, থেকে কাজের জন্য কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে আসা শ্রমিকরা ট্রাকের মধ্যে জমায়েত করে বাড়ি ফিরছেন ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 30, 2020, 7:22 PM IST

ডানকুনি, 30 মার্চ : দিল্লির পর একই ছবি যেন ফুটে উঠল হুগলিতে । বাড়ি ফেরার জন্য ভিড় শ্রমিকদের । লকডাউনের জেরে বন্ধ হয়ে গেছে কাজ । নেই খাবারের সংস্থান । সরকারি নিয়মের তোয়াক্কা না করে ট্রাকের মধ্যে গাদাগাদি করে শ্রমিকরা নিজের বাড়ি ফিরছেন । ট্রেন বাস বন্ধ তাই অগত্যা মালবাহী গাড়িতে করেই একসঙ্গে বাড়ি ফিরছেন তাঁরা । ভয় নেই কোরোনা সংক্রমণের ।

লকডাউনের জেরে ঘরবন্দি জীবন । জনতা কারফিউ থেকে বন্ধ হয়েছিল কল-কারখানা । কাজ বন্ধ, তাই অর্থ নেই হাতে । দু'বেলা জুটছে না অন্ন । তাই এই দিনমজুররা বাধ্য হয়ে বাড়ি ফিরছেন । বিহার, ঝাড়খন্ড ও উত্তর প্রদেশ থেকে কাজের তাগিদে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও কাজ করতে আসেন । কেউ কেউ আবার আবার কলকাতায় এসেছিলেন ডাক্তার দেখাতে । কিছুদিন কলকাতায় কাটানোর পর বাড়ি ফিরতে চাইছেন অনেকেই ।

সরকারি তরফে যেহেতু খাবারের জোগান ও বাসের ব্যবস্থা নেই ৷ তাই শেষপর্যন্ত ছোট-বড় মালবাহী গাড়ি করে একসঙ্গে 20 থেকে 60 জন ঠাসাঠাসি করে কোনওমতে গন্তব্য ফিরছেন । তাঁদের ধারণা যদি আবারও লকডাউনের সময়, সরকার বাড়িয়ে দেয় তাহলে তাঁরা সমস্যায় পড়বেন । তাই এখান থেকে বাড়ি ফিরতে চান তাঁরা ।

তাঁদের বক্তব্য সংক্রমণের ভয় আছে । তবে এখানে থাকলে না খেতে পেয়ে মারা যাবেন । তাই দেশের নানা প্রান্তের পরিযায়ী শ্রমিকদের মতো তাঁরাও রওনা দিয়েছেন ভিটের টানে ৷

ডানকুনি, 30 মার্চ : দিল্লির পর একই ছবি যেন ফুটে উঠল হুগলিতে । বাড়ি ফেরার জন্য ভিড় শ্রমিকদের । লকডাউনের জেরে বন্ধ হয়ে গেছে কাজ । নেই খাবারের সংস্থান । সরকারি নিয়মের তোয়াক্কা না করে ট্রাকের মধ্যে গাদাগাদি করে শ্রমিকরা নিজের বাড়ি ফিরছেন । ট্রেন বাস বন্ধ তাই অগত্যা মালবাহী গাড়িতে করেই একসঙ্গে বাড়ি ফিরছেন তাঁরা । ভয় নেই কোরোনা সংক্রমণের ।

লকডাউনের জেরে ঘরবন্দি জীবন । জনতা কারফিউ থেকে বন্ধ হয়েছিল কল-কারখানা । কাজ বন্ধ, তাই অর্থ নেই হাতে । দু'বেলা জুটছে না অন্ন । তাই এই দিনমজুররা বাধ্য হয়ে বাড়ি ফিরছেন । বিহার, ঝাড়খন্ড ও উত্তর প্রদেশ থেকে কাজের তাগিদে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও কাজ করতে আসেন । কেউ কেউ আবার আবার কলকাতায় এসেছিলেন ডাক্তার দেখাতে । কিছুদিন কলকাতায় কাটানোর পর বাড়ি ফিরতে চাইছেন অনেকেই ।

সরকারি তরফে যেহেতু খাবারের জোগান ও বাসের ব্যবস্থা নেই ৷ তাই শেষপর্যন্ত ছোট-বড় মালবাহী গাড়ি করে একসঙ্গে 20 থেকে 60 জন ঠাসাঠাসি করে কোনওমতে গন্তব্য ফিরছেন । তাঁদের ধারণা যদি আবারও লকডাউনের সময়, সরকার বাড়িয়ে দেয় তাহলে তাঁরা সমস্যায় পড়বেন । তাই এখান থেকে বাড়ি ফিরতে চান তাঁরা ।

তাঁদের বক্তব্য সংক্রমণের ভয় আছে । তবে এখানে থাকলে না খেতে পেয়ে মারা যাবেন । তাই দেশের নানা প্রান্তের পরিযায়ী শ্রমিকদের মতো তাঁরাও রওনা দিয়েছেন ভিটের টানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.