সিঙ্গুর, 13 নভেম্বর : সোমবার সিঙ্গুরে আসেন রাজ্যপাল । ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) সঙ্গে দেখা করতে যান তিনি । এর প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চা BDO অফিসের সামনে বিক্ষোভ দেখায় । তাদের অভিযোগ, রাজ্যপাল সাংবিধানিক প্রধান হওয়া সত্ত্বেও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করছেন ।
সোমবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান থেকে সিঙ্গুরে যান রাজ্যপাল জগদীপ ধনকড় । বুলবুল পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে BDO-র সঙ্গে দেখা করতে যান । কিন্তু সেখানে BDO সহ অন্য সরকারি আধিকারিকরা অনুপস্থিত ছিলেন । তাই তিনি গিয়ে BDO পার্থ ব্যানার্জির ঘরে গিয়ে বসেন । সেখানে কর্মীরা রাজ্যপালকে জানান, BDO ছুটিতে আছেন ও যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক মিটিংয়ে ব্যস্ত ।
আজ তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের জেলা মহিলার সভানেত্রী করবী মান্না নেতৃত্বে মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভ দেখায় ।