ETV Bharat / state

রাজ্যপালের সিঙ্গুর সফরের প্রতিবাদে বিক্ষোভ তৃণমূল মহিলা মোর্চার - রাজ্যপালের সিঙ্গুর সফরের প্রতিবাদে বিক্ষোভ

বিজেপি
author img

By

Published : Nov 13, 2019, 3:19 PM IST

সিঙ্গুর, 13 নভেম্বর : সোমবার সিঙ্গুরে আসেন রাজ্যপাল । ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) সঙ্গে দেখা করতে যান তিনি । এর প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চা BDO অফিসের সামনে বিক্ষোভ দেখায় । তাদের অভিযোগ, রাজ্যপাল সাংবিধানিক প্রধান হওয়া সত্ত্বেও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করছেন ।

সোমবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান থেকে সিঙ্গুরে যান রাজ্যপাল জগদীপ ধনকড় । বুলবুল পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে BDO-র সঙ্গে দেখা করতে যান । কিন্তু সেখানে BDO সহ অন্য সরকারি আধিকারিকরা অনুপস্থিত ছিলেন । তাই তিনি গিয়ে BDO পার্থ ব্যানার্জির ঘরে গিয়ে বসেন । সেখানে কর্মীরা রাজ্যপালকে জানান, BDO ছুটিতে আছেন ও যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক মিটিংয়ে ব্যস্ত ।

আজ তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের জেলা মহিলার সভানেত্রী করবী মান্না নেতৃত্বে মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভ দেখায় ।

সিঙ্গুর, 13 নভেম্বর : সোমবার সিঙ্গুরে আসেন রাজ্যপাল । ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) সঙ্গে দেখা করতে যান তিনি । এর প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেসের মহিলা মোর্চা BDO অফিসের সামনে বিক্ষোভ দেখায় । তাদের অভিযোগ, রাজ্যপাল সাংবিধানিক প্রধান হওয়া সত্ত্বেও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করছেন ।

সোমবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান থেকে সিঙ্গুরে যান রাজ্যপাল জগদীপ ধনকড় । বুলবুল পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে BDO-র সঙ্গে দেখা করতে যান । কিন্তু সেখানে BDO সহ অন্য সরকারি আধিকারিকরা অনুপস্থিত ছিলেন । তাই তিনি গিয়ে BDO পার্থ ব্যানার্জির ঘরে গিয়ে বসেন । সেখানে কর্মীরা রাজ্যপালকে জানান, BDO ছুটিতে আছেন ও যুগ্ম ব্লক উন্নয়ন আধিকারিক মিটিংয়ে ব্যস্ত ।

আজ তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের জেলা মহিলার সভানেত্রী করবী মান্না নেতৃত্বে মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভ দেখায় ।

Intro:Body:সিঙ্গুরে রাজ‍্যপালের ঝটিকা সফর নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা।
সাংবিধানিক প্রধান রাজনৈতিক দলকে নিয়ে সিঙ্গুর বি ডিও অফিসে কেন ?
এই অভিযোগ তুলে মহিলা তৃনমুল কংগ্ৰেসের পক্ষ থেকে সিঙ্গুর বিডিও অফিসে বিক্ষোভ প্রর্দশন করা হচ্ছে। নেতৃত্বে জেলা মহিলা তৃনমুল কংগ্ৰেসের সভানেত্রি করবী মান্না।।
বিজেপির দালাল বাংলা থেকে দূর হটো স্লোগান মহিলা তৃনমুল কংগ্ৰেসের।

wb_hgl_01_sigur_tmc_bikkhob_copi_10007Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.