ETV Bharat / state

সালিশি সভায় মহিলাকে মারধর ও শ্লীলতাহানি, ফাঁড়িতে অভিযোগ

author img

By

Published : May 14, 2019, 10:51 PM IST

Updated : May 14, 2019, 11:33 PM IST

কোন্নগরে সালিশি সভায় মহিলার শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ। কানাইপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের

mol

কোন্নগর, 14 মে : সালিশি সভায় মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন তার স্বামী। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মী সনৎ কর সহ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয় কানাইপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা।

ঘটনাটি কানাইপুরের বাসাই রায়পাড়ার । নিরঞ্জন মণ্ডল তাঁর স্ত্রী এবং ছেলে মিঠুন মণ্ডল ও বৌমা প্রিয়া মণ্ডল একই বাড়িতে থাকেন। সম্প্রতি বাড়ির দখল নিয়ে পরিবারে বিবাদ শুরু হয়।

বিবাদ মেটাতে সোমবার রাতে পাড়ায় সালিশি সভা বসে। সেখানে নিরঞ্জন মণ্ডলের পরিবার ছাড়াও প্রতিবেশীরাও ছিলেন। নিরঞ্জনবাবুর ছেলে মিঠুন সভার শুরুতে উপস্থিত ছিল না। তার স্ত্রী প্রিয়া মণ্ডলের অভিযোগ, সালিশি সভায় তাকে বেধড়ক মারধর করা হয়। কাপড় ছিঁড়ে দেওয়া হয়। পরে তার স্বামী এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও পেটানো হয়।

ভিডিয়োয় দেখুন

মঙ্গলবার কানাইপুর ফাঁড়িতে স্থানীয় তৃণমূলকর্মী সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানায় প্রিয়া ও তার স্বামী। এদিকে নিরঞ্জন মণ্ডলের অভিযোগ, ছেলে ও বৌমার অত্যাচারে গত এক মাস ঘরছাড়া সে ও তার স্ত্রী।

কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছা লাল যাদব জানিয়েছেন, গোটাটাই পারিবারিক বিবাদ। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। সবাই বসে ওদের বিবাদ মেটানোর চেষ্টা করেছিল। বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে ওরা। সবাই এর প্রতিবাদ করেছেন। প্রতিবেশীদের সঙ্গে প্রিয়ার বচসা ও মারপিট হয়েছে।

কোন্নগর, 14 মে : সালিশি সভায় মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন তার স্বামী। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কর্মী সনৎ কর সহ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয় কানাইপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা।

ঘটনাটি কানাইপুরের বাসাই রায়পাড়ার । নিরঞ্জন মণ্ডল তাঁর স্ত্রী এবং ছেলে মিঠুন মণ্ডল ও বৌমা প্রিয়া মণ্ডল একই বাড়িতে থাকেন। সম্প্রতি বাড়ির দখল নিয়ে পরিবারে বিবাদ শুরু হয়।

বিবাদ মেটাতে সোমবার রাতে পাড়ায় সালিশি সভা বসে। সেখানে নিরঞ্জন মণ্ডলের পরিবার ছাড়াও প্রতিবেশীরাও ছিলেন। নিরঞ্জনবাবুর ছেলে মিঠুন সভার শুরুতে উপস্থিত ছিল না। তার স্ত্রী প্রিয়া মণ্ডলের অভিযোগ, সালিশি সভায় তাকে বেধড়ক মারধর করা হয়। কাপড় ছিঁড়ে দেওয়া হয়। পরে তার স্বামী এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও পেটানো হয়।

ভিডিয়োয় দেখুন

মঙ্গলবার কানাইপুর ফাঁড়িতে স্থানীয় তৃণমূলকর্মী সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জানায় প্রিয়া ও তার স্বামী। এদিকে নিরঞ্জন মণ্ডলের অভিযোগ, ছেলে ও বৌমার অত্যাচারে গত এক মাস ঘরছাড়া সে ও তার স্ত্রী।

কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছা লাল যাদব জানিয়েছেন, গোটাটাই পারিবারিক বিবাদ। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। সবাই বসে ওদের বিবাদ মেটানোর চেষ্টা করেছিল। বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে ওরা। সবাই এর প্রতিবাদ করেছেন। প্রতিবেশীদের সঙ্গে প্রিয়ার বচসা ও মারপিট হয়েছে।

Last Updated : May 14, 2019, 11:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.